/indian-express-bangla/media/media_files/2025/09/03/india-vs-china-2025-09-03-23-33-58.jpg)
গ্রুপ পর্বে চিনকে ৪-৩ গোলে হারিয়েছিল ভারত
India vs China: ২০২৫ হকি এশিয়া কাপের (Hockey Asia Cup 2025) সুপার ফোর পর্বে ভারত (Indian Hockey Team) এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। বিহারের রাজগিরে প্রবল বৃষ্টিপাতের কারণে এই ম্য়াচটা শুরু হতে বেশ খানিকটা দেরি হয়। ফাইনালের টিকিট কনফার্ম করার জন্য দুটো দলই এই ম্য়াচটা জিততে চেয়েছিল। সেকারণে ভারত এবং কোরিয়া এই ম্য়াচে নিজেদের ১০০ শতাংশ উজাড় করে দিয়েছিল। কিন্তু, শেষপর্যন্ত ম্য়াচটা ড্র হয়। আর দুটো দলই ১-১ পয়েন্ট পেয়েছে।
অঙ্ক কী কঠিন!
কিন্তু, সমস্যা অন্য জায়গায়। আসলে বুধবারই (৩ সেপ্টেম্বর) প্রথম ম্য়াচে মালয়েশিয়া এবং চিনের মধ্যে লড়াই হয়েছে। সেই ম্যাচে চিন ০-২ গোলে পরাস্ত হয়েছে। আর এই পরাজয়ের কারণেই টিম ইন্ডিয়া বেশ খানিকটা অস্বস্তিতে পড়ে গিয়েছে। কারণ চিন যদি ম্য়াচটা ড্র করতে পারত, তাহলে হয়ত ভারতের সামনে পয়েন্ট টেবিলে শীর্ষস্থানে ওঠার একটা সুযোগ থাকত। কিন্তু, মালয়েশিয়া জিতেছে বলে তারাই আপাতত সুপার ফোরের পয়েন্ট টেবিলে শীর্ষস্থানে রয়েছে। আর ভারত রয়েছে দ্বিতীয় স্থানে। এই পরিস্থিতিতে আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ভারতকে খেলতে হবে মালয়েশিয়ার বিরুদ্ধে। এই ম্য়াচে টিম ইন্ডিয়াকে যে কোনও মূল্যে জয় হাসিল করতেই হবে। নাহলে ফাইনালে ওঠার রাস্তা অনেকটাই কঠিন হয়ে যাবে।
India vs Kazakhstan Highlights: গোলের বন্যা ভারতের, জিতে নিল একতরফা ম্য়াচ
শুরুটা বেশ ভালোই করেছিল টিম ইন্ডিয়া
লিগ পর্বে ভারতীয় হকি দল তিনটে ম্য়াচই যথেষ্ট হেসেখেলে জিতে নিয়েছিল। আর সেকারণে কোরিয়ার বিরুদ্ধে শুরু থেকেই টিম ইন্ডিয়াকে যথেষ্ট আত্মবিশ্বাসী লাগে। বৃষ্টির কারণে এই ম্য়াচটা শুরু হতে বেশ কয়েকঘণ্টা দেরি হয়। তবে প্রথম কোয়ার্টারের ৮ মিনিটেই টিম ইন্ডিয়া প্রথম গোল করে। ভারতের হয়ে হার্দিক সিং পেনাল্টি কর্নারের অ্যাডভান্টেজ নিয়ে দুর্দান্ত গোলটি করলেন। এই কোয়ার্টারেই অবশ্য দক্ষিণ কোরিয়া অবশ্য সমতা ফিরিয়ে আনে। ১২ মিনিটে ইয়াং জিহুন পেনাল্টি স্ট্রোকে গোল করেন। শুধু তাই নয়। প্রথমার্ধের ২৭ মিনিটে কোরিয়া ২-১ গোলের লিডও নিয়ে ফেলেছিল।
India vs Japan Hockey Highlights: ভারতীয় বোমায় ধ্বংস জাপান, এশিয়া কাপে জয় অব্যাহত টিম ইন্ডিয়ার
টিম ইন্ডিয়া ইন্ডিয়াকে কামব্যাক করালেন মনদীপ সিং
ম্যাচের তৃতীয় কোয়ার্টারে কোনও দলই গোল করতে পারেনি। যদিও দুটো দলের কাছেই গোল করার একাধিক সুযোগ ছিল। তৃতীয় কোয়ার্টার শেষ হওয়ার পরও কোরিয়া ২-১ গোলে এগিয়ে ছিল। চতুর্থ তথা শেষ কোয়ার্টার চলাকালীন ৫২ মিনিটে ভারতীয় হকি দলের প্রাক্তন অধিনায়ক মনদীপ সিং গোল করে টিম ইন্ডিয়ার হয়ে সমতা ফেরান। ভারত ২ পেনাল্টি কর্নার পেলেও ফায়দা তুলতে পারেনি। শেষ ৮ মিনিটে দুটো দলই গোল করার চেষ্টা করেছিল, কিন্তু সফল হয়নি। আর সেকারণেই ম্য়াচটা ২-২ গোলে ড্র হয়ে যায়। আর সেইসঙ্গে ভারত এবং কোরিয়া একটা করে পয়েন্টস পায়।