India vs Japan Hockey Highlights: ভারতীয় বোমায় ধ্বংস জাপান, এশিয়া কাপে জয় অব্যাহত টিম ইন্ডিয়ার

India vs Japan Hockey Highlights: ২০২৫ হকি এশিয়া কাপে দুর্দান্ত পারফরম্য়ান্স করল ভারতীয় হকি দল। রবিবার (৩১ অগাস্ট) জাপানের বিরুদ্ধে ৩-২ গোলে জয়লাভ করে টিম ইন্ডিয়া।

India vs Japan Hockey Highlights: ২০২৫ হকি এশিয়া কাপে দুর্দান্ত পারফরম্য়ান্স করল ভারতীয় হকি দল। রবিবার (৩১ অগাস্ট) জাপানের বিরুদ্ধে ৩-২ গোলে জয়লাভ করে টিম ইন্ডিয়া।

author-image
IE Bangla Sports Desk
New Update
Indian Hockey Team

দুরন্ত জয় ভারতীয় হকি দলের

Indian Hockey Team: ২০২৫ হকি এশিয়া কাপে (Hockey Asia Cup) দুর্দান্ত পারফরম্য়ান্স করল ভারতীয় হকি দল। রবিবার (৩১ অগাস্ট) জাপানের (India vs Japan) বিরুদ্ধে খেলতে নেমেছিল টিম ইন্ডিয়া। বিহারের রাজগীর হকি স্টেডিয়ামে এই ম্য়াচের আয়োজন করা হয়। হরমনপ্রীত সিংয়ের দল ৩-২ গোলে জয়লাভ করেছে। ভারতের হয়ে জোড়া করে গোল করেছেন হরমনপ্রীত সিং। এক গোল করেন মনদীপ সিং। অন্যদিকে, জাপানের হয়ে জোড়া গোল করেন কোসেই কাওয়াবে। ফলে লড়াই যে একেবারে হাড্ডাহাড্ডি হয়েছে, তা নিঃসন্দেহে বলা যেতে পারে।

Advertisment

India vs Japan Live Score Streaming, Hockey Asia Cup 2025: কোথায়-কখন দেখবেন ভারত বনাম জাপান লাইভ ম্য়াচ?

শুরু থেকেই আক্রমণ ভারতের

এবার খেলার কথায় আসা যাক। যে জাপান গ্রুপ পর্বের প্রথম ম্য়াচে কাজাখস্তানকে ৭-০ গোলে পরাস্ত করেছিল, আজ তাদের নিয়েই কার্যত ছিনিমিনি খেলল ভারতীয় হকি দল। ম্যাচের চতুর্থ মিনিটে প্রথম গোলটা করেন মনদীপ সিং। বক্সের মধ্যে সুচারু দক্ষতায় বলটা নিজের দখলে রেখেছিলেন সুখজিৎ সিং। এরপর তিনি বৃত্তের মধ্যে মনদীপকে লক্ষ্য করে বলটা পাঠান। এরপর মনদীপ কিছুটা ঘুরে জায়গা তৈরি করলেন। দুজন জাপানি খেলোয়াড়ের মধ্যে দিয়ে বলটা ঠেলে দেন। গোলপোস্টের বটম-রাইট কর্নার দিয়ে বলটা ঢুকে যায়।

Advertisment

Hockey: ভারতেই ২০২৫ এশিয়া কাপ, বৌদ্ধ তীর্থক্ষেত্রে জমে উঠবে ধ্যানচাঁদের উত্তরসূরিদের শ্রেষ্ঠত্বের লড়াই

প্রথম গোলের ধাক্কা জাপান সামলাতে না সামলাতেই পরের মিনিটে আবারও গোল দিল ভারত। পাঁচ মিনিটের মধ্যেই টিম ইন্ডিয়াকে ২-০ গোলে এগিয়ে দিলেন হরমনপ্রীত সিং। চতুর্থ প্রচেষ্টায় তিনি শেষপর্যন্ত বলটা বিপক্ষের জালে জড়িয়ে দিলেন। পেনাল্টি কর্নার থেকে হরমনপ্রীতকে লক্ষ্য করে অভিষেক একটি নিখুঁত শট বাড়ান। হরমনপ্রীতের কাছে বলটা আসতে না আসতেই একবারে নীচু একটা শট মারেন তিনি। জাপানের গোলকিপার পা দিয়ে বলটা আটকানোর চেষ্টা করেছিলেন। কিন্তু, বলটা তাঁর বুটে লেগেও জালে জড়িয়ে যায়।

Hockey World Cup: চেন্নাই ও মাদুরাইয়ে হবে এফআইএইচ জুনিয়র পুরুষ হকি বিশ্বকাপ

প্রথমার্ধের শেষে ভারতীয় হকি দল ২-০ গোলে এগিয়ে থাকে। এরপর শুরু হয় তৃতীয় কোয়ার্টারের খেলা। তো, এই তৃতীয় কোয়ার্টারে ম্যাচের রং বদলানোর চেষ্টা করেছিলেন জাপানের খেলোয়াড় কোসেই কাওয়াবে। ৩৮ মিনিটে একটি গোলের ব্যবধান কমান তিনি। তবে এক্ষেত্রে ভারতীয় ডিফেন্সের দুর্বলতা আরও একবার চোখে পড়ল। বৃত্তের মধ্যেই বলটা পেয়েছিলেন কাওয়াবে। সুযোগ বুঝে তিনি শটটা মারেন। গোল পোস্টের টপ রাইট কর্নার দিয়ে বলটা ভারতীয় দূর্গে আঘাত হানে।

Hockey returns to Delhi: হকি ফিরল দিল্লিতে, বার্লিন প্রাচীর ভাঙতে ব্যর্থ হরমনপ্রীতের বাহিনী

কিন্তু, পরমুহূর্তেই আবারও গোল ভারতের। ৪৫ মিনিটে ব্যবধান বাড়ালেন সেই হরমনপ্রীত সিং। আরও একবার ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হলেন ভারতীয় হকি দলের অধিনায়ক। পেনাল্টি কর্নার থেকে এগিয়ে আসা একটি বলকে কাজে লাগিয়ে তিনি ৩-১ গোলে ব্য়বধান বাড়িয়ে দিলেন। এরপর আশা করা হয়েছিল চতুর্থ কোয়ার্টারে হয়ত কোনও দলই আর গোল করতে পারবে না। কিন্তু, ৫৯ মিনিটে ফের আঘাত হানে জাপান। আবারও সেই কোসেই কাওয়াবে। যদিও তাতে টিম ইন্ডিয়ার খুব একটা অসুবিধে হয়নি। এই জয়ের পাশাপাশি ভারতীয় হকি দলও পয়েন্ট টেবিলের একেবারে শীর্ষে উঠে এল। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, গ্রুপ পর্বের প্রথম ম্য়াচে ভারত খেলতে নেমেছিল চিনের বিরুদ্ধে সেই ম্য়াচে টিম ইন্ডিয়া ৪-৩ গোলে জয়লাভ করে।

Indian Hockey Team India vs Japan Hockey Asia Cup 2025