India vs Korea Hockey Highlights: কোরিয়ার বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াই টিম ইন্ডিয়ার, কী হল খেলার ফলাফল?

India vs Korea Hockey: হকি এশিয়া কাপের সুপার ফোর পর্বে টিম ইন্ডিয়ার যাত্রা খুব একটা সহজ হল না। বুধবার (৩ সেপ্টেম্বর) দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে খেলতে নেমেছিল ভারতীয় হকি দল।

India vs Korea Hockey: হকি এশিয়া কাপের সুপার ফোর পর্বে টিম ইন্ডিয়ার যাত্রা খুব একটা সহজ হল না। বুধবার (৩ সেপ্টেম্বর) দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে খেলতে নেমেছিল ভারতীয় হকি দল।

author-image
IE Bangla Sports Desk
New Update
Indian Hockey Team (5)

কোরিয়ার বিরুদ্ধে ড্র করল ভারতীয় হকি দল

Indian Hockey Team: আশঙ্কা করাই হয়েছিল, হকি এশিয়া কাপের (Hockey Asia Cup 2025) সুপার ফোর পর্বে টিম ইন্ডিয়ার যাত্রা খুব একটা সহজ হবে না। আর সেটাই সত্যি হল। বুধবার (৩ সেপ্টেম্বর) বিহার স্পোর্টস ইউনিভার্সিটি হকি স্টেডিয়ামে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে খেলতে নেমেছিল ভারতীয় হকি দল। এই ম্যাচটি শেষপর্যন্ত ২-২ গোলে ড্র হয়েছে।

India vs China: এশিয়া কাপে যুদ্ধের মেজাজ, চিনকে হারিয়ে উল্লাস ভারতের

Advertisment

ভারতের হয়ে একটি করে গোল করেছেন মনদীপ সিং এবং হার্দিক সিং। অন্যদিকে, প্রতিদ্বন্দ্বী কোরিয়ার হয়ে একবার করে ভারতের জালে বল জড়িয়ে দেন জিহুন ইয়াং এবং হিয়নহং কিম।

এই ড্রয়ের পাশাপাশি সুপার ফোর পর্বে ভারতীয় হকি দল দ্বিতীয় স্থানে দাঁড়াল। এই তালিকায় শীর্ষস্থানে রয়েছে মালয়েশিয়া। ইতিপূর্বে, চিনকে তারা ২-০ গোলে পরাস্ত করেছে।

Advertisment

India vs Japan Hockey Highlights: ভারতীয় বোমায় ধ্বংস জাপান, এশিয়া কাপে জয় অব্যাহত টিম ইন্ডিয়ার

প্রথম গোলটি করেন হার্দিক সিং

এবার ম্যাচের বিশ্লেষণে আসা যাক। ৮ মিনিটের মাথায় টিম ইন্ডিয়াকে এগিয়ে দেন হার্দিক। মাঝমাঠ থেকে বল দখল করেছিলেন সুখজিৎ। তিনিই হার্দিকের দিকে বলটা বাড়িয়ে দেন। হার্দিকের ড্রিবলিং দক্ষতা কোরিয়ার রক্ষণভাগকে চুরমার করে দেয়। শেষপর্যন্ত তিনি বলটাকে বটম রাইট কর্নার দিয়ে তেকাঠির মধ্যে ঢুকিয়ে দেন। সঙ্গে সঙ্গে গোটা স্টেডিয়াম উল্লাসে ফেটে পড়ে। টিম ইন্ডিয়ার লিড বলে কথা! 

India vs Kazakhstan Highlights: গোলের বন্যা ভারতের, জিতে নিল একতরফা ম্য়াচ

কিন্তু, ভারতীয় হকি সমর্থকদের এই আনন্দ একেবারেই দীর্ঘস্থায়ী হয়নি। মাত্র ২ মিনিটের মধ্যেই এই ম্য়াচে সমতা ফেরায় দক্ষিণ কোরিয়া। পেনাল্টি পেয়েছিল তারা। শট নিতে এগিয়ে আসেন জিহুন ইয়াং। তিনি গোলপোস্টের একেবারে উপরের কানা ঘেঁষে শটটা মারেন। আর সেইসঙ্গে খেলার স্কোর ১-১ হয়ে যায়।

লিড নেয় দক্ষিণ কোরিয়া

প্রথম কোয়ার্টারে সমতা ফেরানোর পর দ্বিতীয় কোয়ার্টারের একেবারে শেষবেলায় লিড নেয় দক্ষিণ কোরিয়া। ম্যাচের ২৭ মিনিটে বাঁ প্রান্ত থেকে একটি দুরন্ত পাস অভিষেকের দিকে এগিয়ে এসেছিল। কিন্তু, ভারতের এই হকি তারকা বলটা ঠিকঠাকভাবে সংগ্রহ করতে পারেননি। আচমকাই বলটা বাউন্স হয়ে ভারতের গোলপোস্টে ঢুকে যায়। এটা যে একেবারেই অনিচ্ছাকৃত ভুল ছিল, তা স্বীকার করতেই হবে।

Hockey: ভারতেই ২০২৫ এশিয়া কাপ, বৌদ্ধ তীর্থক্ষেত্রে জমে উঠবে ধ্যানচাঁদের উত্তরসূরিদের শ্রেষ্ঠত্বের লড়াই

তৃতীয় কোয়ার্টারে গোল হয়নি

ম্যাচের তৃতীয় কোয়ার্টারে আর কোনও গোল হয়নি। কোরিয়া ২-১ গোলে এগিয়ে ছিল। ভারতীয় সমর্থকদের শিরায় উচ্চ রক্তচাপ প্রবাহিত হচ্ছে। যে ভারত এই ম্য়াচে প্রথম গোল করে লিড নিয়েছিল, ৪৫ মিনিট পর তারাই ব্যাকফুটে চলে গিয়েছে। এমন একটা টানটান নাটকীয় পরিস্থিতির মধ্যে শুরু হয় চতুর্থ কোয়ার্টারের খেলা। শেষ ১৫ মিনিটের খেলায় কী হয়, সেটা দেখার জন্যই সকলে মুখিয়ে ছিলেন। শেষ বাঁশি বাজার ৮ মিনিট আগে ভারতের হয়ে সমতা ফেরালেন মনদীপ সিং।

৫২ মিনিটে তিনি কার্যত ফাঁকা গোলপোস্টে বলটা আস্তে করে ঢুকিয়ে দিলেন। এই গোলটি করার জন্য তাঁকে অ্যাসিস্ট করেছিলেন সেই সুখজিৎ। মনদীপ বলটাকে সামান্য ট্যাপ করে এগিয়ে যান। শেষপর্যন্ত ২-২ গোলে এই ম্য়াচটা ড্র হয়।

Hockey Asia Cup 2025 Indian Hockey Team