/indian-express-bangla/media/media_files/2025/09/01/indian-hockey-team-1-2025-09-01-22-46-03.jpg)
দুরন্ত জয়লাভ ভারতীয় হকি দলের
Indian Hockey Team: ২০২৫ হকি এশিয়া কাপে (Hockey Asia Cup 2025) ভারতীয় হকি দলের জয় অব্যাহত। টানা তৃতীয় ম্য়াচ জিতে টিম ইন্ডিয়া হ্য়াটট্রিক করে ফেলল। সোমবার (১ সেপ্টেম্বর) ভারতের বিরুদ্ধে খেলতে নেমেছিল কাজাখস্তান। আর এই ম্য়াচে টিম ইন্ডিয়া লাগাতার গোলের বন্যা বইয়ে দিল। সেইসঙ্গে জিতে নিল একতরফা ম্যাচ। মজার ব্যাপার এটাই, কাজাখস্তান হকি দল এই ম্য়াচে একটাও গোল করতে পারেনি। এবার এশিয়া কাপে সুপার ফোরে ভারত নিজেদের জায়গা পাকা করে ফেলল। এবার আগামী ম্য়াচগুলোয় টিম ইন্ডিয়াকে কিছুটা হলেও চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে।
India vs China: এশিয়া কাপে যুদ্ধের মেজাজ, চিনকে হারিয়ে উল্লাস ভারতের
চিন এবং জাপানকে হারানোর পর ধরাশায়ী করল কাজাখস্তানকে
হকি এশিয়া কাপে ভারতীয় দল প্রথম ম্য়াচে চিনকে হারিয়ে বার্তা একেবারে স্পষ্ট করে দিয়েছিল। তবে প্রথম ম্য়াচে যথেষ্ট হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাওয়া যায়। শেষপর্যন্ত টিম ইন্ডিয়া ৪-৩ গোলে জয়লাভ করে। এরপর দ্বিতীয় ম্য়াচে জাপানের বিরুদ্ধে খেলতে নামে ভারত। এই ম্য়াচটা ৩-২ গোলে টিম ইন্ডিয়া নিজেদের পকেটে পুরে নেয়। এরপরই ছবিটা স্পষ্ট হয়ে গিয়েছিল যে ভারত বনাম কাজাখস্তান ম্য়াচের ফলাফল কী হতে পারে। আর যেমনটা ভাবা হয়েছিল, ঠিক সেটাই হল। ভারতীয় হকি দল একের পর এক গোলের বন্যা বইয়ে দিল। আর শুরু থেকেই ব্যাকফুটে চলে গেল কাজাখস্তান। এই ম্য়াচে টিম ইন্ডিয়া মোট ১৫ গোল দেগেছে। কিন্তু, কাজাখস্তান একটাও গোল করতে পারেনি। যদিও তারা বেশ কয়েকটা গোলের সুযোগ পেয়েছিল। কিন্তু, সেই সুযোগ তারা হাতছাড়া করে।
India vs Japan Hockey Highlights: ভারতীয় বোমায় ধ্বংস জাপান, এশিয়া কাপে জয় অব্যাহত টিম ইন্ডিয়ার
সুপার ফোরে যোগ্যতা অর্জনকারী ৪ দল
এবার সুপার ফোর রাউন্ড নিয়ে আলোচনা করা যাক। ভারত ছাড়াও এই গ্রুপ থেকে চিন পরের রাউন্ডে খেলতে নামবে। এখনও পর্যন্ত তিনটে ম্য়াচ জিতে টিম ইন্ডিয়া ৯ পয়েন্ট সংগ্রহ করেছে। অন্যদিকে, চিনের ঝুলিতে রয়েছে মাত্র ৪ পয়েন্ট। দ্বিতীয় গ্রুপের কথা যদি বলতে হয়, তাহলে মালয়েশিয়া এবং কোরিয়া সুপার ফোরে এন্ট্রি নিয়েছে। মালয়েশিয়া এখনও পর্যন্ত প্রত্যেকটা ম্য়াচে জয়লাভ করে ৯ পয়েন্ট অর্জন করেছে। অন্যদিকে, কোরিয়ার কাছে রয়েছে ৬ পয়েন্ট। সুপার ফোর রাউন্ডে প্রত্যেকটা দলই একে অপরের বিরুদ্ধে একটি করে ম্য়াচ খেলবে। অর্থাৎ ভারতকে চিন ছাড়াও মালয়েশিয়া এবং কোরিয়ার বিরুদ্ধে খেলতে হবে। অবশেষে পয়েন্ট তালিকায় থাকা শীর্ষ ২ দল ফাইনাল ম্য়াচ খেলতে নামবে।
ভারতের তিন খেলোয়াড় করেছেন হ্যাটট্রিক
কাজাখস্তানের বিরুদ্ধে ভারতের তিনজন খেলোয়াড় হ্যাটট্রিক করেছেন। তবে প্রথমে সেই খেলোয়াড়কে নিয়ে আলোচনা করব, যিনি সর্বাধিক চারটে গোল করেছেন। অভিষেক সবার প্রথমে ৫ মিনিটে, তারপর ৮ মিনিটে, অতঃপর ২০ মিনিটে এবং শেষপর্যন্ত ৫৯ মিনিটে গোল করেন। এরপর সুখজিৎ সিংকে নিয়ে যদি বলতে হয়, তাহলে তিনি ১৫ মিনিট, ৩২ মিনিট এবং ৩৮ মিনিটে একটি করে গোল করেন। এই ম্য়াচে যুগরাজ সিংও তিনটে গোল করেছেন। প্রথম গোলটা তিনি করেন ২৪ মিনিটে। এরপর ৩১ মিনিটে দ্বিতীয় গোল এবং ৪৭ মিনিটে তৃতীয় গোলটি করে তিনি নিজের হ্যাটট্রিক পূরণ করেন। অধিনায়ক হরমনপ্রীত সিং ২৬ মিনিটে একটাই গোল করলেন। তিনি এই ম্য়াচে বাকি খেলোয়াড়দের সুযোগ দিয়েছেন। অমিত রোহিদাস ২৯ মিনিটে, রাজিন্দর সিং ৩২ মিনিটে, সঞ্জয় সিং ৫৪ মিনিটে এবং দিলপ্রীত সিং ৫৫ মিনিটে একটি করে গোল করেন।
Hockey returns to Delhi: হকি ফিরল দিল্লিতে, বার্লিন প্রাচীর ভাঙতে ব্যর্থ হরমনপ্রীতের বাহিনী
প্রথম এবং দ্বিতীয় কোয়ার্টারেই ভারত দেগেছে সাত গোল
ভারতীয় হকি দল প্রথম কোয়ার্টারে তিনটে গোল করার পর দ্বিতীয় কোয়ার্টারে চারটে গোল করে। হাফটাইম পর্যন্ত তারা ৭-০ গোলে এগিয়ে যায়। অভিষেক ইতিমধ্যে দ্বিতীয় কোয়ার্টারের পঞ্চম মিনিটেই নিজের হ্যাটট্রিক পূরণ করেন। অভিষেক ছাড়া পেনাল্টি কর্নার থেকে অধিকাংশ শট নেওয়া সুখজিৎ এবং যুগরাজও একতরফা ম্য়াচে হ্যাটট্রিক গোল করেন।