জেমস আন্ডারসন বল হাতে আগুন ঝড়ালে কি হবে, ব্যাট করতে নেমে যে এভাবে বেকায়দায় পড়বেন, ভাবতেও পারেননি। শনিবার ইংল্যান্ড ইনিংসের শেষদিকে ১১ নম্বরে ব্যাট করতে নেমেছিলেন জিমি আন্ডারসন। আর তারপরেই ভয়ঙ্কর বুমরার সামনে পড়ে গেলেন তিনি। বাউন্সারে পর বাউন্সার! বাউন্সার বৃষ্টির সামনে কোনওরকমে বাঁচলেন স্পিডস্টার।
Advertisment
মার্ক উড আউট হওয়ার পরে আন্ডারসন ব্যাট করতে নামেন। এক ওভার পরেই বুমরার হাতে বল তুলে দিয়েছিলেন কোহলি। তারপরেই বুমরার একের পর এক বিষাক্ত বাউন্সার আছড়ে পড়তে থাকে আন্ডারসনের শরীর লক্ষ্য করে। প্ৰথম বলেই বুমরার বাউন্সার জিমির হেলমেটে আঘাত করে। তারপরে নিয়মমাফিক কনকাশন টেস্ট হয়।
তবে বুমরা সেখানেই থেমে যাননি। তারপরে সেই ওভারে একের পর এক শরীর লক্ষ্য করে বল ছুটে এসেছে বুমরার হাত থেকে। সেই ওভারে চারটে নো বলের সৌজন্যে বুমরাকে ১০ বার হাত ঘোরাতে হয়। তবে আন্ডারসনের কাছে যেন দুঃস্বপ্ন নিয়ে হাজির হয়েছিলেন বুমরা।
ইংল্যান্ডের টেলএন্ডারদের বিরুদ্ধে বুমরার ট্যাকটিক্স উপভোগ করছিলেন দক্ষিণ আফ্রিকার তারকা পেসার ডেল স্টেইনও। তিনি ইংল্যান্ডের ইনিংসের শেষেই মজা করে মন্তব্য করেন, বুমরা ব্যাট করতে এলেই রুটের কাছ থেকে বল ভিক্ষা করবেন আন্ডারসন!
ভারতের লক্ষ্য থাকবে ইংল্যান্ডের লিড পেরিয়ে বড়সড় টার্গেট ইংল্যান্ডের জন্য খাড়া করা। লর্ডসে আপাতত দুই দলের কাছেই সুযোগ রয়েছে সিরিজে এগিয়ে যাওয়া। চতুর্থ দিন তাই দুই দলের কাছেই গুরুত্বপূর্ণ হতে চলেছে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন