/indian-express-bangla/media/media_files/2025/07/29/amitabh-bachchan-on-india-vs-england-2025-07-29-10-43-28.jpg)
টিম ইন্ডিয়ার লড়াকু ড্র'য়ের পর মজাদার মন্তব্য অমিতাভ বচ্চনের
India vs England: ম্যানচেস্টারে ২ দিন টানা লড়াই করার পর টিম ইন্ডিয়া চতুর্থ টেস্ট ম্য়াচ ড্র করতে সফল হয়েছে। শুভমান গিল এবং কেএল রাহুলের নজরকাড়া ব্যাটিং পারফরম্য়ান্সের পর ওয়াশিংটন সুন্দর এবং রবীন্দ্র জাদেজা দাঁতে দাঁত চেপে লড়াই করে গেলেন। জাদেজা এবং সুন্দর দুজনেই দ্বিতীয় ইনিংসে শতরান করেছেন। ১০১ রান করে অপরাজিত থাকেন সুন্দর। অন্য়দিকে, জাদেজা ১০৭ রানে নট আউট থেকে মাঠ ছাড়লেন। ভারতীয় ব্যাটাররা প্রায় ৫ সেশন ধরে ব্যাট করলেন। আর সেইসঙ্গে ইংরেজদের যাবতীয় পরিকল্পনায় জল ঢেলে দেয়। ম্যাচ ড্র হওয়ার পর বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) একটি মজাদার রিঅ্যাকশন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
IND vs ENG 4th Test: '১০ রান না করলে কিছু যায় আসত না', হ্যান্ডশেক বিতর্কে দোষ মানতে নারাজ স্টোকস
ড্র হওয়ার পর অমিতাভের রিঅ্যাকশন
ওল্ড ট্রাফোর্ডে যে পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট দল ম্য়াচটা ড্র করল, তা জয়ের থেকে কোনও অংশে কম নয়। প্রথম ইনিংসে ইংল্যান্ড ৩১১ রানে লিড নিয়ে ফেলেছিল। সকলেই একবাক্যে স্বীকার করেছিলেন যে টিম ইন্ডিয়া এই ম্য়াচে চোখ বন্ধ করে হারছে। কিন্তু, ভারতীয় ব্যাটারদের অপরাজেয় মনোভাব নিন্দুকদের মুখ বন্ধ করে দেয়। শেষপর্যন্ত তারা লড়াই করে।
Take !?? अरे गोरे को टिका (tika - sorry tayka diya ) दिया रे !!🤣 https://t.co/1ybakYvNFM
— Amitabh Bachchan (@SrBachchan) July 27, 2025
ম্যাচের ফলাফল ড্র হওয়ার পর অমিতাভ বচ্চনও ভারতীয় ক্রিকেট দলের প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন। নিজের এক্স অ্যাকাউন্টে আনন্দ জাহির করতে গিয়ে তিনি লিখেছেন, 'টেক?? ফর্সাদের আরও টিকা দাও।' সেইসঙ্গে তিনি হাসির ইমোজিও শেয়ার করেছেন।
জাদেজা-সুন্দরের সামনে দিশেহারা ইংরেজ বোলাররা
২২২ রানে যখন অধিনায়ক শুভমান গিল আউট হয়ে গেলেন, তখন একবারের জন্যও অন্তত মনে হয়েছিল যে ভারতের হাত থেকে ম্য়াচটা হয়ত ফসকে গেল। যদিও এরপর ওয়াশিংটন সুন্দর এবং রবীন্দ্র জাদেজা দায়িত্ব সামলান। পঞ্চম উইকেটে তাঁরা ২০৩ রানের একটি অপরাজেয় পার্টনারশিপ গড়ে তোলেন। সুন্দর নিজের টেস্ট কেরিয়ারে প্রথম শতরান করেন। শেষপর্যন্ত ১০১ রানে অপরাজিত থাকেন তিনি।
অন্যদিকে, জাদেজা ১০৭ রানের একটি নজরকাড়া ইনিংস উপহার দিলেন। সুন্দর-জাদেজার সামনে ইংল্যান্ডের যাবতীয় পরিকল্পনা এক এক করে ভেস্তে যাচ্ছিল। ম্য়ানচেস্টারে জয়লাভ করে সিরিজ জেতার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়। এই ম্য়াচে অধিনায়ক গিল সেঞ্চুরি হাঁকিয়ে ১০৩ রান করেন। অন্যদিকে, কেএল রাহুল ৯০ রানের একটি ধামাকাদার ইনিংস খেললেন।