IND vs ENG 2nd Test Live Streaming: কোথায় কখন কীভাবে ফ্রি'তে দেখবেন ভারত-ইংল্য়ান্ড দ্বিতীয় টেস্ট? জেনে নিন ঝটপট

India vs England 2nd Test Match Live Cricket Streaming: এমনিতে তো ওটিটি প্ল্যাটফর্মে ভারত বনাম ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট ম্য়াচের লাইভ স্ট্রিমিং আপনারা দেখতেই পারেন। কিন্তু, ফ্রি'তে কীভাবে দেখবেন এই ম্য়াচ, সেই সুলুক-সন্ধানই আজ আমরা আপনাদের দেব।

India vs England 2nd Test Match Live Cricket Streaming: এমনিতে তো ওটিটি প্ল্যাটফর্মে ভারত বনাম ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট ম্য়াচের লাইভ স্ট্রিমিং আপনারা দেখতেই পারেন। কিন্তু, ফ্রি'তে কীভাবে দেখবেন এই ম্য়াচ, সেই সুলুক-সন্ধানই আজ আমরা আপনাদের দেব।

author-image
Koushik Biswas
New Update
India vs England 2nd Test Match Live Cricket Streaming

এজবাস্টন টেস্টের জন্য দুই দেশের ক্রিকেট সমর্থকরাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন

IND vs ENG 2nd Test Match Live Cricket Streaming: ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজ খেলতে নেমেছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। আগামী ২ জুলাই থেকে এই সিরিজের দ্বিতীয় ম্য়াচ (India vs England) শুরু হবে। বার্মিংহামের এজবাস্টন ক্রিকেট স্টেডিয়ামে এই ম্য়াচ খেলা হবে বলে জানা গিয়েছে। ফলে হাতে যে আর খুব একটা বেশি সময় বাকি নেই, তা বলাই বাহুল্য। এই পরিস্থিতিতে কখন-কোথায় এই ম্য়াচের লাইভ সম্প্রচার আপনারা দেখতে পাবেন, সেই ব্যাপারেও আগে থেকে খোঁজখবর নিয়ে রাখুন। এমনিতে তো ওটিটি প্ল্যাটফর্মে এই ম্য়াচের লাইভ স্ট্রিমিং আপনারা দেখতেই পারেন। কিন্তু, ফ্রি'তে কীভাবে দেখবেন এই ম্য়াচ, সেই সুলুক-সন্ধানই আজ আমরা আপনাদের দেব। আসুন, এই ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

Advertisment

সিরিজে সমতা ফেরাতে চাইবে টিম ইন্ডিয়া

চলতি টেস্ট সিরিজের প্রথম ম্য়াচটা লিডসের এজবাস্টন ক্রিকেট স্টেডিয়ামে আয়োজন করা হয়েছিল। এই ম্য়াচে টিম ইন্ডিয়া ৫ উইকেটে হেরে যায়। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে টিম ইন্ডিয়ার জন্য বার্মিংহাম টেস্ট যথেষ্টই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কারণ, এই ম্য়াচটা জিততে না পারলে সিরিজটাই কার্যত হাতছাড়া হয়ে যাবে টিম ইন্ডিয়ার। কারণ, সিরিজ জিততে গেলে পরবর্তী তিনটে ম্য়াচ জিততেই হবে টিম ইন্ডিয়াকে। সেটা যে খুব একটা সহজ হবে না, তা বলাই বাহুল্য। আর তাই দ্বিতীয় টেস্ট ম্য়াচ জিতেই শুভমান গিলের দল সিরিজে সমতা ফেরাতে চাইবে।

IND vs ENG 2nd Test Preview: ইংল্যান্ডে জিততে হলে খেলাতে হবে এই ক্রিকেটারকে! সতর্ক করলেন মাইকেল ক্লার্ক

Advertisment

সোনি স্পোর্টস নেটওয়ার্ক এবং জিও হটস্টারে এই ম্য়াচের লাইভ সম্প্রচার দেখা যাবে

ভারত এবং ইংল্যান্ডের মধ্যে যে টেস্ট সিরিজ শুরু হয়েছে, তা চলবে আগামী অগাস্ট মাস পর্যন্ত। যদি আপনি টেলিভিশনের পর্দায় এই ম্য়াচের লাইভ সম্প্রচার দেখতে চান, তাহলে আপনাকে চোখ রাখতে হবে সোনি স্পোর্টস নেটওয়ার্কে। এখানে বেশ কয়েকটি চ্যানেলে আপনি এই ম্য়াচ উপভোগ করতে পারবেন।

IND vs ENG : দ্বিতীয় টেস্টের আগেই এল 'সুখবর', এজবাস্টনে নামছে ভারতের ঘাতক পেসার

এই সিরিজে সোনি লাইভ ম্য়াচ সংক্রান্ত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ব্যবস্থা আয়োজন করেছে। এতে আপনার মধ্যে একটা স্পেশাল ফিলিং আসবে। কিন্তু, আপনি যদি মোবাইল কিংবা ল্যাপটপে এই ম্য়াচ দেখতে চান, তাহলে জিও হটস্টার সাবস্ক্রাইব করতে হবে। যদি আপনার মোবাইল কিংবা ল্যাপটপে জিও হটস্টার অ্যাপ থাকে, তাহলে সহজেই এই ম্য়াচ দেখতে পাবেন।

IND vs ENG 2nd Test: 'কে ভাঙল আমার ব্যাট?', রাগে ফেটে পড়লেন সিরাজ, টিম ইন্ডিয়ার প্র্যাকটিসে ধুন্ধুমার

কীভাবে ফ্রি'তে দেখবেন ভারত বনাম ইংল্যান্ড লাইভ ম্য়াচ?

যদি আপনার কাছে স্মার্ট টিভি থাকে, তাহলে জিও হটস্টার অ্যাপ ডাউনলোড করেও এই ম্য়াচের লাইভ টেলিকাস্ট আপনি উপভোগ করতে পারেন। কিন্তু, জিও হটস্টার কিংবা সোনি নেটওয়ার্কের জন্য আপনাকে একটি নির্দিষ্ট অঙ্কের সাবস্ক্রিপশন দিতে হবে।

India vs England: কেমন হবে এজবাস্টনের উইকেট, আদৌ ২০০ রান টপকাতে পারবে ভারত?

কিন্তু, যদি এই আর্থিক ঝামেলার হাত থেকে রেহাই পেতে চান, তাহলে আপনার উচিত ডিডি স্পোর্টস চ্যানেলে চোখ রাখা। কারণ ডিডি স্পোর্টসে এই ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজের প্রত্যেকটা ম্য়াচের লাইভ সম্প্রচার করা হচ্ছে। এক্ষেত্রে আপনাকে আলাদা করে কোনও টাকা দিতে হবে না। তবে এজন্য অবশ্য আপনার বাড়িতে ফ্রি ডিশ কানেকশন থাকতে হবে। যদি আপনার বাড়িতে ফ্রি ডিশ কানেকশন না থাকে, তাহলে আপনি ম্য়াচ দেখতে পাবেন না। অর্থাৎ, ফ্রি'তে আপনি একমাত্র ডিডি স্পোর্টসেই এই ম্যাচ উপভোগ করতে পারবেন।

Indian Cricket Team India vs England IND vs ENG 2nd Test Match