IND vs ENG 4th Test Match: ভারত এবং ইংল্যান্ডের মধ্যে পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজ আয়োজন করা হচ্ছে। আগামী ২৩ জুলাই থেকে ম্যানচেস্টারে চতুর্থ ম্য়াচ আয়োজন করা হয়েছে। গত ম্য়াচের হার ভুলে ভারত ম্য়ানচেস্টারে যে কোনও মূল্যে কামব্যাক করতে চায়। সঙ্গে ২-২ ব্যবধানে কামব্যাক করতে চায় এই সিরিজেও। এই ম্য়াচে টিম ইন্ডিয়ার (Indian Cricket Team) প্রাক্তন ব্যাটার বীরেন্দ্র সেহওয়াগের (Virender Sehwag) একটি বড় রেকর্ড ভাঙার দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছেন ভারতীয় ক্রিকেট দলের উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ (Rishabh Pant)।
Rishabh Pant Record: ইতিহাসের দোরগোড়ায় দাঁড়িয়ে ঋষভ, ভাঙার মুখে সেহওয়াগ-রোহিতের রেকর্ড
বীরেন্দ্র সেহওয়াগের রেকর্ড ভাঙবেন পন্থ!
টিম ইন্ডিয়ার উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ চলতি টেস্ট সিরিজে দুর্দান্ত ফর্মে ব্যাট করছেন। লর্ডস টেস্টের দ্বিতীয় ইনিংসে পন্থ দ্রুত আউট হয়ে যান। আর এটাই হয়ে যায় ম্য়াচের টার্নিং পয়েন্ট। ম্য়াচের শেষে ইংল্যান্ড ক্রিকেট দলের অধিনায়ক বেন স্টোকস জানিয়েছিলেন, ঋষভের উইকেটটা ইংরেজদের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ ছিল। এই ম্যাচের প্রথম ইনিংসে তিনি ৭৪ রানের একটু দুর্দান্ত ইনিংস উপহার দেন। ইতিমধ্য়ে তাঁর ব্যাট থেকে দুটো বিশাল বড় বড় ছক্কা দেখতে পাওয়া গিয়েছে।
IND vs ENG Rishabh Pant Injury Update: চোটে কাহিল ঋষভ, বদলে অন্য কেউ ব্যাট করতে পারবেন? কী বলছে ক্রিকেটের নিয়ম?
টেস্ট ক্রিকেটে ঋষভ পন্থ ৮৮ ছক্কা হাঁকিয়েছেন। এবার বীরেন্দ্র সেহওয়াগের একটি বড় রেকর্ড ভাঙার দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছেন ঋষভ পন্থ। টেস্ট ক্রিকেটে ভারতীয় ক্রিকেটারদের মধ্য়ে সর্বাধিক ছক্কা হাঁকানোর রেকর্ড সেহওয়াগের দখলেই রয়েছে। নজফগড়ের নবাব এখনও পর্যন্ত ৯১ ছক্কা হাঁকিয়েছেন। সেহওয়াগের এই রেকর্ড ভাঙার জন্য পন্থকে আর ৪ ছক্কা হাঁকাতে হবে। টেস্ট ক্রিকেটে বীরেন্দ্র সেহওয়াগ ১০৪ ম্য়াচের ১৮০ ইনিংসে ব্যাট করেছেন। অন্যদিকে, ঋষভ ৮১ ইনিংসে ৮৮ ছক্কা হাঁকিয়েছেন।
Rishabh Pant Injury Update: আদৌ ব্যাট করতে নামবেন তো ঋষভ? কঠিন সমস্যায় টিম ইন্ডিয়া
উইকেট কিপিং করতে পারবেন পন্থ?
লর্ডস টেস্টে ঋষভ পন্থের আঙুলে চোট লেগেছিল। সেকারণে তাঁকে মাঠের বাইরে যেতে হয়েছিল। দ্বিতীয় ইনিংসে পন্থের জায়গায় ধ্রুব জুরেলকে উইকেট কিপিং করতে দেখা যায়। যদিও ব্যাটিং অবশ্যই করেন। এবার ম্যানচেস্টার টেস্টে পন্থ উইকেটকিপিং করতে পারেন কি না, আপাতত সেটাই দেখার।