Advertisment

ব্যাটে-বলে টানা ব্যর্থ দুই তারকা! লিডস টেস্টে কোহলির দল থেকে ছাঁটাই হয়ত দুজন-ই

পূজারা এবং জাদেজাকে লিডস টেস্টের বাইরে রাখলে অবাক হওয়ার কিছু নেই। বদলে খেলতে পারেন সূর্যকুমার যাদব, রবিচন্দ্রন অশ্বিন।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ক্রিকেটে সাধারণত জয়ী একাদশ ভাঙতে চাননা ক্যাপ্টেনরা। লর্ডস টেস্ট জয়ের পরে সেই একাদশে কি পরিবর্তন আনবেন ক্যাপ্টেন কোহলি। বুধবার থেকে শুরু হতে চলা টেস্টে আপাতত নজর সেদিকেই। সূত্রের খবর লিডসে তৃতীয় টেস্টে জোড়া পরিবর্তনের সম্ভবনা প্রবল।

Advertisment

টপ অর্ডারে রোহিত শর্মা এবং কেএল রাহুলের ওপেনিং জুটি নিয়ে কার্যত কোনও সংশয় নেই। দুই তারকাই নিজেদের ভাল ফর্ম আরও একবার প্রমাণ করতে মরিয়া থাকবেন। তবে তিন নম্বরে ব্যাট করতে নামা চেতেশ্বর পূজারার ওপর নজর রয়েছে ক্রিকেট মহলের। দীর্ঘদিন রান খরায় ভুগছেন তারকা। লর্ডসে দ্বিতীয় ইনিংসে ৪৫ করলেও জমাটি ব্যাটিংয়ে ব্যর্থ। অনেক বিশেষজ্ঞই পূজারার জায়গায় সূর্যকুমার যাদব অথবা হনুমা বিহারিকে নামানোর পক্ষপাতী। হেডিংলেতে পূজারাকা বাইরে বসতে হলে অবাক হওয়ার কিছু থাকবে না।

আরও পড়ুন: বুমরা আমাকে আউটই করতে চাইছিল না! হিংস্র বাউন্সার কাণ্ডে বিস্ফোরক প্রতিক্রিয়া অ্যান্ডারসনের

মিডল অর্ডারে কোহলি, রাহানে এবং পন্থ থাকছেন যথারীতি। তবে সাত নম্বরে জাদেজার জায়গা ধরে রাখা নিয়ে যথেষ্ট সন্দেহের অবকাশ রয়েছে। ব্যাট হাতে নজর কাড়লেও বোলিংয়ে একদমই ব্যর্থ তিনি। দুটো টেস্টে প্ৰথম একাদশে খেললেও একটাও উইকেট শিকার করতে পারেননি তারকা। জাদেজার জায়গায় অশ্বিনকে নিয়ে টিম ম্যানেজমেন্ট ইতিমধ্যেই ভাবনাচিন্তা করছে।

মাঝে লিডসে জোড়া স্পিনারে খেলানোর ভাবনা থাকলেও, সেই কম্বিনেশন সম্ভবত বাতিল করছেন কোহলিরা। চার পেসারে খেলেই চলতি সিরিজে সাফল্য আসছে, তাই এক স্পিনারেই সাজানো হবে দল। তাই অশ্বিনকে খেলানো হলে বাদ পড়বেন জাদেজা।

আরও পড়ুন: বুমরাদের বাউন্সারের কড়াইয়ে ফেলায় সপাটে আক্রমণ! ভনের রোষানলে দেশের তারকারাই

এদিকে শার্দুল ঠাকুর ম্যাচ ফিট হয়ে গিয়েছেন। লর্ডস টেস্টে ফিটনেসের কারণে খেলতে পারেননি। ইশান্ত শর্মাকে বাইরে বসিয়ে শার্দুলকে দলে নেবেন কি কোহলি, নজর থাকবে এদিকেও। বাকি তিন পেসার- মহম্মদ শামি, জসপ্রীত বুমরা এবং মহম্মদ সিরাজ থাকছেন ই।

ভারতের সম্ভাব্য প্ৰথম একাদশ:

রোহিত শর্মা, কেএল রাহুল, চেতেশ্বর পূজারা/ হনুমা বিহারি/ সূর্যকুমার যাদব, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা/ রবিচন্দ্রন অশ্বিন, ইশান্ত শর্মা/ শার্দুল ঠাকুর, মহম্মদ শামি, জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Cricket News England Ravichandran Ashwin Ravindra Jadeja Indian Cricket Team
Advertisment