শুক্রবার থেকেই ইংল্যান্ডের সিরিজ বাঁচানোর যুদ্ধ। ম্যাঞ্চেস্টারে হারলে সিরিজে হেরে বসবে ভারত। সিরিজ বাঁচাতে জিততেই হবে ইংল্যান্ডকে। এমন অবস্থায় মরিয়া হয়ে ইংল্যান্ড ডেকে নিল স্পিনার জ্যাক লিচ এবং জস বাটলারকে। সেই সঙ্গে স্কোয়াড থেকে ছেড়ে দেওয়া হল স্যাম বিলিংসকে।
আসন্ন প্রসবা স্ত্রীর পাশে থাকতে ওভাল টেস্টে খেলতে পারেননি জস বাটলার। অন্যদিকে সিরিজ নির্ধারণকারী ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে চলতি সিরিজে প্রথম খেলতে নামবেন জ্যাক লিচ।
আরও পড়ুন: কোহলির কুৎসিত অঙ্গভঙ্গি ইংরেজদের উদ্দেশে! জয়ের মঞ্চেই বেনজির বিতর্কে মহাতারকা
মঙ্গলবার ইসিবি এক বিবৃতিতে জানিয়ে দিয়েছে, সেপ্টেম্বরের ১০ তারিখ থেকে শুরু হতে চলা ওল্ড ট্র্যাফোর্ড টেস্টের জন্য ইংল্যান্ডের হেড কোচ ক্রিস সিলভারউড ১৬ জনের স্কোয়াড ঘোষণা করেছেন। কিয়া ওভাল টেস্টের সময় ল্যাঙ্কশায়ারের উইকেটকিপার ব্যাটসম্যান জস বাটলার কন্যা সন্তানের পিতা হয়েছেন। ম্যাঞ্চেস্টারে স্কোয়াডে ফিরলেন তিনি। ফাইনাল টেস্টের জন্য সমারসেটের স্পিনার জ্যাক লিচকেও স্কোয়াডে অন্তর্ভুক্ত করে নেওয়া হয়েছে। চতুর্থ টেস্টে দলে থাকা স্যাম বিলিংস কেন্ট দলে ফিরে গেলেন।
আরও পড়ুন: ভারতের মহা-গৌরবের দিনে মাঠেই কলুষিত তেরঙা! ক্ষোভে ফুঁসে উঠলেন গাভাসকারও
২০০৭ সালের পরে নিজেদের দেশের মাটিতে এখনও টেস্ট সিরিজ হারেনি ইংল্যান্ড। সেই লজ্জাজনক ঘটনা যাতে না হয়, সেই জন্য মরিয়া ইংল্যান্ড। শেষ টেস্টে প্রথম একাদশে ফিরতে পারেন মার্ক উড। টানা চারটে টেস্ট খেলা জেমস আন্ডারসনের বদলে দলে ঢুকতে পারেন তিনি। দলের সেরা তারকাকে বাইরে রাখার ইঙ্গিত দিয়েছেন হেড কোচ ক্রিস সিলভারউডও।
জানিয়ে দিয়েছেন, "দলে অনেকেই পরিশ্রান্ত। তা অস্বীকার করব না। তাই মার্ক উড আমাদের ভাবনায় ভাল মত রয়েছে। ওল্ড ট্র্যাফোর্ডের পিচ যদি শক্ত হয় সেক্ষেত্রে রিভার্স সুইং সহায়ক হতে পারে। তাহলে মার্ক উড দলে থাকতেই পারে।"
আরও পড়ুন: ভারতের ঐতিহাসিক জয়ে সৌরভের টুইট ‘ওড়ালেন’ ভন! বিস্ফোরক মন্তব্যে বিতর্ক বাড়ালেন শতগুন
জেমস আন্ডারসনের বিষয়ে ইংল্যান্ডের কোচ জানিয়ে দিয়েছেন, "জেমস ওঁর নিজের শরীর সবথেকে ভাল বুঝবে। ও সব টেস্টেই খেলতে চায়। তবে ওঁর প্রতি আমাদেরও খেয়াল রাখতে হবে। তবে ফাইনাল টেস্টের পরে লম্বা ব্রেক পাবে ও। সেটাও আমাদের ভাবাচ্ছে। তবে আমাদের নিশ্চিত করতে হবে যাতে ওঁর ওপর বেশি চাপ না পড়ে।"
ম্যাঞ্চেস্টার টেস্টে ইংল্যান্ডের স্কোয়াড:
রোরি বার্নস, হাসিব হামিদ, মঈন আলি, জনি বেয়ারস্টো, জো রুট, জস বাটলার, ড্যান লরেন্স, অলি রবিনসন, অলি পোপ, স্যাম কুরান, মার্ক উড, জেমস আন্ডারসন, জ্যাক লিচ, অলি পোপ, দাভিদ মালান, ক্রেগ ওভার্টন
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন