লজ্জার হার হজম করেই সাংবাদিক সম্মেলনে কোহলি বলে দিলেন, ইংল্যান্ডের টানা চাপের কাছে নতি স্বীকার করে নিয়েছেন তাঁরা। ভারতকে ইনিংস এবং ৭৬ রানে হারিয়ে মাটিতে নামিয়ে এনেছে ইংল্যান্ড।
তারপরেই সাংবাদিক সম্মেলনে এসে বলে দিলেন, "স্কোরবোর্ডের প্রেসার নিতে পারিনি আমরা। ৮০-র কমে।আউট হয়ে যাওয়ার পরে চাপ তৈরি হওয়া স্বাভাবিক। তবে ইংল্যান্ড স্কোরবোর্ডে বিশাল রান তুলে সেই চাপ দ্বিগুন করে দেয়। গতকাল পর্যন্তও আমরা ম্যাচে ছিলাম। যথাসাধ্যভাবে পাল্টা লড়াই চালিয়েছি। তবে এদিন ইংল্যান্ডের বোলাররা অসাধারণ বোলিং করে গেল। আর ওঁদের প্রত্যাশা মতই ফলাফল হল শেষ পর্যন্ত।"
আরও পড়ুন: লিডসে রক্তাক্ত ভারত! ইনিংসে হেরে মুখ পোড়ালেন কোহলিরা
লর্ডসে দুরন্ত জয়কে সাক্ষী রেখে লিডসে খেলতে এসেছিল ভারত। তবে প্ৰথম ইনিংসে একদম ভেঙে পড়াতেই ফারাক হয়ে গেল, মানছেন কোহলি। বলে দিচ্ছেন, "এখনকার পিচে এরকম ব্যাটিং ধসে পড়ে। আমরা প্রথমে ভেবেছিলাম পিচ ব্যাট করার পক্ষে উপযোগী। তবে প্রতিপক্ষের বোলিং শৃঙ্খলা আমাদের ভুল করতে বাধ্য করল। তারপর ক্রমশ চাপ বাড়ছিল। আর এমন অবস্থায় রান না করলে চাপ ক্রমশ বাড়তে থাকে। সেখানেই আমাদের ব্যাটিং অর্ডার হুড়মুড়িয়ে ভেঙে পড়ল।"
আরও পড়ুন: কোহলিদের মত টুপি পরে নামলেই বিপদে পড়বেন ইংরেজ ব্যাটসম্যানরা, জানুন কারণ
লোয়ার অর্ডারের ওপর বারবার ব্যাটের জন্য নির্ভর করাও উচিত নয়, বলছেন কোহলি। সাফ জানাচ্ছেন, "টপ অর্ডারকে স্কোরবোর্ডে ভালো রান তুললে তবেই লোয়ার অর্ডার নিজেদের অবদান রাখতে পারবে। প্রথম দুটো ম্যাচে আমরা ভালোই খেলেছি। ব্যাটিং গ্রুপ হিসেবে আমাদের আরও সংঘবদ্ধ এবং আত্মবিশ্বাসী থাকতে হবে।"
আরও পড়ুন: ৫৪ মিনিটে খতম ৭ উইকেট! কোহলিদের কলঙ্কের হারে ক্ষোভ উগরে দিলেন সানি
পরের টেস্টে কি জোড়া স্পিনারে দল সাজানো হবে? কোহলি বলে দিলেন, "পিচের ওপর দলের কম্বিনেশন নির্ভর করছে। পিচে কতটা আর্দ্রতা থাকবে, সেটা দেখেই আমরা সিদ্ধান্ত নেব। এমন কন্ডিশনে দুই স্পিনার খেলানোর টেমপ্লেট কাজে এসেছে। আমরা অতীতেও ফিরে এসেছি। এবারেও আসব।"
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন