India vs Japan Live Score Streaming, Hockey Asia Cup 2025: কোথায়-কখন দেখবেন ভারত বনাম জাপান লাইভ ম্য়াচ?

India vs Japan: রবিবার (৩১ অগাস্ট) টিম ইন্ডিয়া পুল এ'র দ্বিতীয় ম্য়াচ খেলতে নামবে। এই ম্যাচে জাপানের বিরুদ্ধে খেলতে হবে ভারতীয় হকি দলকে। আপাতত উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে।

India vs Japan: রবিবার (৩১ অগাস্ট) টিম ইন্ডিয়া পুল এ'র দ্বিতীয় ম্য়াচ খেলতে নামবে। এই ম্যাচে জাপানের বিরুদ্ধে খেলতে হবে ভারতীয় হকি দলকে। আপাতত উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
India vs Japan

কিছুক্ষণের মধ্যেই জাপানের বিরুদ্ধে খেলতে নামছে ভারতীয় হকি দল

Hockey Asia Cup 2025: হরমনপ্রীত সিংয়ের নেতৃত্বে চলতি এশিয়া কাপে ভারতীয় হকি দল (Indian Hockey Team) শুরুটা বেশ ভালই করেছে। বিহারের রাজগীর হকি স্টেডিয়ামে এই টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। রবিবার (৩১ অগাস্ট) টিম ইন্ডিয়া পুল এ'র দ্বিতীয় ম্য়াচ খেলতে নামবে। এই ম্যাচে জাপানের (India vs Japan) বিরুদ্ধে খেলতে হবে ভারতীয় হকি দলকে। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, গত শুক্রবার (২৯ অগাস্ট) এই টুর্নামেন্টের প্রথম ম্য়াচ খেলতে নেমেছিল টিম ইন্ডিয়া। সেই ম্য়াচে তারা চিনকে ৪-৩ গোলে পরাস্ত করে। অন্যদিকে, কাজাখস্তানের বিরুদ্ধে জাপান ৭-০ গোলে জয়লাভ করেছিল। 

Advertisment

Hockey: ভারতেই ২০২৫ এশিয়া কাপ, বৌদ্ধ তীর্থক্ষেত্রে জমে উঠবে ধ্যানচাঁদের উত্তরসূরিদের শ্রেষ্ঠত্বের লড়াই

ভারত এবং জাপান দুটো দলই আপাতত সমান পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে। তবে গোল পার্থক্যে অনেকটাই এগিয়ে থাকার কাছে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে জাপান।

Advertisment

Hockey World Cup: চেন্নাই ও মাদুরাইয়ে হবে এফআইএইচ জুনিয়র পুরুষ হকি বিশ্বকাপ

হকি এশিয়া কাপ ২০২৫, ভারত বনাম জাপান, লাইভ স্ট্রিমিং ইনফো:

২০২৫ হকি এশিয়া কাপে ভারত বনাম জাপান ম্য়াচ কবে আয়োজিত হবে?

  • ২০২৫ হকি এশিয়া কাপে ভারত বনাম জাপান ম্য়াচটি রবিবার অর্থাৎ ৩১ অগাস্ট আয়োজন করা হবে।

ভারত বনাম জাপান ২০২৫ হকি এশিয়া কাপের ম্য়াচটি কোথায় আয়োজিত হবে?

  • ভারত বনাম জাপান ২০২৫ হকি এশিয়া কাপের ম্য়াচটি বিহারের রাজগীর হকি স্টেডিয়ামে খেলা হবে।

Hockey returns to Delhi: হকি ফিরল দিল্লিতে, বার্লিন প্রাচীর ভাঙতে ব্যর্থ হরমনপ্রীতের বাহিনী

কখন থেকে শুরু হবে ভারত বনাম জাপান হকি ম্য়াচ?

  • ভারতীয় সময় অনুসারে বেলা তিনটে থেকে ভারত বনাম জাপান হকি ম্য়াচটি শুরু হবে।

কোথায় এবং কীভাবে এই ম্য়াচের লাইভ স্ট্রিমিং দেখা যাবে?

  • ২০২৫ হকি এশিয়া কাপে ভারত বনাম জাপান ম্য়াচের লাইভ স্ট্রিমিং সোনি লিভ অ্যাপ এবং ওয়েবসাইটে করা হবে।

টেলিভিশনের কোন চ্যানেলে ভারত বনাম জাপান ম্য়াচের সরাসরি সম্প্রচার করা হবে?

  • ভারত বনাম জাপান ম্য়াচের সরাসরি সম্প্রচার সোনি স্পোর্টস নেটওয়ার্কে করা হবে।

Hockey World Cup Schedule: দেখে নিন সম্পূর্ণ সূচি ও সময়

ভারতীয় হকি দলের স্কোয়াড

  • গোলকিপার - কৃষান পাঠক, সূরজ কারকেরা।
  • ডিফেন্ডার - সুমিত, জার্মানপ্রীত সিং, সঞ্জয়, হরমনপ্রীত সিং (অধিনায়ক), অমিত রোহিদাস, যুগরাজ সিং।
  • মিড ফিল্ডার - রাজিন্দর সিং, রাজ কুমার পাল, হার্দিক সিং, মনপ্রীত সিং, বিবেক সাগর প্রসাদ।
  • ফরোয়ার্ড - মনদীপ সিং, শিলানন্দ লাকড়া, অভিষেক, সুখজিৎ সিং, দিলপ্রীত সিং।
  • রিজার্ভ - নীলম সঞ্জীপ, সেলভম কার্তি।

জাপান হকি দলের স্কোয়াড:

রেইকি ফুজিশিমা, ইউতো হিগুচি, কোসেই কাওয়াবে, ইয়ামাতো কাওয়াহারা, ইউসুকে কাওয়ামুরা, নারু কিমুরা, কিসো কুরোদা, কাজুমাসা মাসুমোতো, কেন নাগাযোশী, যোশেই ওবা, শোগো সাসাকি, রিয়োসুকে শিনোহারা, কাইতো তানাকা, সেরেন তানাকা, কেইতা ওয়াতানাবে, হিয়োতো ইয়ামাদা, শোতা ইয়ামাদা, কোজি ইয়ামাসাকি, মানাবু ইয়ামাশিতা, তাকাশি যোশীকাওয়া।

Indian Hockey Team India vs Japan Hockey Asia Cup 2025