Advertisment

জ্বলে উঠলেন ভারতের তরুণরা, ঝলসে গেল নিউজিল্যান্ড

ভারতীয় বোলারদের মধ্যে জোড়া উইকেট নিয়েছেন জাদেজা। ৪ ওভারে মাত্র ১৮ রান খরচ করে জাদেজা ফিরিয়েছেন কেন উইলিয়ামসন ও কলিন গ্র্যান্ডহোমকে। দুই তারকা পেসার মহম্মদ শামি ও জসপ্রীত বুমরা ১টি করে উইকেট নিয়েছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
BUMRAH AND KL RAHUL

ব্যাটে বলে সফল বুমরা-রাহুল (টুইটার)

লক্ষ্য ছিল মাত্র ১৩৩। ২১ বল বাকি থাকতেই সেই লক্ষ্যে পৌঁছে গেল ভারত। নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি২০ সিরিজ ভারত এগিয়ে গেল ২-০ ব্যবধানে। ব্যাটে-বলে সফল ভারতের তরুণ তুর্কিরা। শামি-বুমরা-জাদেজা যেমন বল হাতে আগুন ঝড়ালেন তেমনই ব্যাট হাতে ঝড় তুললেন লোকেশ-শ্রেয়সরা।

Advertisment

নিউজিল্যান্ড প্রথমে ব্যাটিং করে ২৩২-এর বেশি তুলতে পারেনি স্কোরবোর্ডে। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ভারত প্রথম ওভারেই রোহিতকে হারিয়েছিল। তবে বরাবরের মতো অপ্রতিরোধ্য লোকেশ রাহুল এবং শ্রেয়স আইয়ার। এদিনও হাফসেঞ্চুরি করে গেলেন রাহুল। ৪৭ বলে ৫৪ রানের ইনিংসে ভারতের জয়ের কারিগর তিনিই। কোহলি এদিন বেশিক্ষণ টেকেননি। ১২ বলে ১১ রান করে সাউদির বলে আউট হয়ে যান। লেগস্ট্যাম্পের বল তাড়া করে খেলতে গিয়ে উইকেটের পিছনে ক্যাচ তোলেন কোহলি। দুরন্ত ক্ষিপ্রতায় ক্যাচ তালুবন্দি করেন কিপার স্টেইফার্ট।

৩৯ রানে ২ উইকেট হারিয়ে সামান্য আশঙ্কা তৈরি হয়েছিল, ভারতীয় শিবিরে। তবে কেএল রাহুল-শ্রেয়স আইয়ারের পার্টনারশিপ নিউজিল্যান্ডের সামান্যতম আশাকেও মুড়িতে দেন।  দুই তারকা তৃতীয় উইকেটে ৮৬ রান যোগ করে যান। ম্যাচ যখন হাতের মুঠোয়, সেই সময় ৩৩ বলে ৪৪ করে আউট হয়ে যান শ্রেয়স আইয়ার। ছক্কা মেরে ম্যাচ এরপরে ফিনিশ করেন শিবম দুবে।

আরও পড়ুন কোহলিকে তোপ রায়নার! কেরিয়ার নষ্টের জন্য সরাসরি দায়ী বিরাট

যাইহোক, প্রথম ম্যাচে বিধ্বংসী ব্যাটিংয়ের সাক্ষী রেখেছিলেন নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা। দু-দিন পরে সেই পিচেই মাত্র ১৩২ রানে আটকে গেল নিউজিল্যান্ড। জয়ের জন্য ভারতের প্রয়োজন মাত্র ১৩৩। নির্ধারিত ২০ ওভারে মাত্র ৫টে উইকেট হারালেও রান তোলার গতি বাড়াতে ব্যর্থ হয়ে স্কোরবোর্ডে দেড়শো-ও তুলতে পারল না কিউয়ি ব্যাটসম্যানরা।

নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ স্কোর ওপেনার গুপ্টিল ও স্টেইফার্টের (৩৩)। বাকিরা তিরিশের গণ্ডি টপকাতে পারেননি। অথচ ম্যাচের শুরুটা অন্যভাবে হয়েছিল। প্রথম ওভারেই শার্দুল ঠাকুরের ওভারে পরপর জোড়া ছক্কা হাকিয়েছিলেন গুপ্টিল। অন্যপ্রান্তে কলিন মুনরোও স্বভাবজাত ভঙ্গিতে শুরু করেছিলেন।

তবে শার্দুল ঠাকুরই নিউজিল্য়ান্ডের ওপেনিং পার্টনারশিপে ভাঙন ধরান। তুলে মারতে গিয়ে কোহলির হাতে ক্যাচ তুলে বিদায় নেন গুপ্টিল। সেই শুরু। তারপর শামি-বুমরা-জাদেজাদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে খাপ খুলতে পারেননি কিউয়িরা।

আরও পড়ুন হোটেলে ধোনি ‘খুশ’ করেছিলেন এই পাক মডেলকে, ছবিতে রইল অজানা গল্প

কলিন মুনরো ২৬ করলেও ব্যর্থ রস টেলর (১৮), কলিন গ্র্যান্ডহোম (৩) এবং কেন উইলিয়ামসন (১৪)।

ভারতীয় বোলারদের মধ্য়ে জোড়া উইকেট নিয়েছেন জাদেজা। ৪ ওভারে মাত্র ১৮ রান খরচ করে জাদেজা ফিরিয়েছেন কেন উইলিয়ামসন ও কলিন গ্র্যান্ডহোমকে। দুই তারকা পেসার মহম্মদ শামি ও জসপ্রীত বুমরা ১টি করে উইকেট নিয়েছেন।

আরও পড়ুন স্বামী হীনা দু-বছর একলা হাসিন! কেমন আছেন শামির স্ত্রী

ভারত প্রথম একাদশ- রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, মণীশ পাণ্ডে, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, যুজবেন্দ্র চাহাল, শার্দুল ঠাকুর, মহম্মদ শামি এবং জসপ্রীত বুমরা

নিউজিল্যান্ড প্রথম একাদশ- মার্টিন গুপ্টিল, কলিন মুনরো, কেন উইলিয়ামসন, কলিন ডে গ্র্যান্ডহোম, রস টেলর, টিম স্টেইফার্ট, মিচেল স্যান্টনার, টিম সাউদি, ইশ সোধি, ব্লেয়ার টিকনার এবং হামিশ বেনেট

BCCI New Zealand
Advertisment