IND vs PAK Asia Cup Final: পাকিস্তানকে নিয়ে কুলদীপের জীবনে ভয়ঙ্কর সত্যি, ফাঁস করলেন ছোটবেলার কোচ!

Kuldeep Yadav Asia Cup 2025: ২০২৫ এশিয়া কাপে কুলদীপ যাদব সর্বাধিক উইকেট শিকার করেছেন। তিনি সাত ম্য়াচ থেকে মোট ১৭ উইকেট তুলে নিয়েছেন। বোলিং গড় ৯.২৯ এবং ইকোনমি রেট ৬.২৭।

Kuldeep Yadav Asia Cup 2025: ২০২৫ এশিয়া কাপে কুলদীপ যাদব সর্বাধিক উইকেট শিকার করেছেন। তিনি সাত ম্য়াচ থেকে মোট ১৭ উইকেট তুলে নিয়েছেন। বোলিং গড় ৯.২৯ এবং ইকোনমি রেট ৬.২৭।

author-image
IE Bangla Sports Desk
New Update
Kuldeep Yadav (2)

টিম ইন্ডিয়ার রিস্ট স্পিনার কুলদীপ যাদব

Kuldeep Yadav: ভারতীয় ক্রিকেট দলের রিস্ট স্পিনার কুলদীপ যাদবের ছোটবেলার কোচ কপিল দেব একটা বড়সড় রহস্য ফাঁস করলেন। পাকিস্তানের (India vs Pakistan) বিরুদ্ধে সম্প্রতি এশিয়া কাপে (Asia Cup 2025) দুর্দান্ত পারফরম্য়ান্স করেছেন কুলদীপ। কপিলের কথায়, কুলদীপ যখনই ভারতের এই চিরপ্রতিদ্বন্দ্বী দলের বিরুদ্ধে খেলতে নামে, তখনই ওর রক্ত ফুটতে শুরু করে। ২০২৫ এশিয়া কাপের ফাইনালে 'মেন ইন গ্রিন'-এর বিরুদ্ধে কার্যত সেই ছবিটাই দেখতে পাওয়া গেল। তিনি একাই ৪ উইকেট শিকার করেন। আর পাকিস্তান শুরুটা বেশ ভাল করলেও ১৪৬ রানে বান্ডিল হয়ে যায়।

Advertisment

IND vs PAK Asia Cup Final: ট্রফি নিয়ে পালিয়েছে পাকিস্তান? মারাত্মক অভিযোগ সূর্যকুমার যাদবের

টিম ইন্ডিয়ার এই বাঁ-হাতি স্পিনার সাইম আইয়ুব (১১ বলে ১৪ রান), সলমান আলি আগা (৭ বলে ৮ রান), শাহিন শাহ আফ্রিদি (৩ বলে ০ রান) এবং ফাহিম আশরফের (২ বলে ০ রান) উইকেট শিকার করেন। শেষপর্যন্ত তিনি চার ওভারে ৩০ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন। সম্প্রতি, কুলদীপের ছোটবেলার কোচ কপিল দেব জানিয়ে ছিলেন যে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামলেই এই ভারতীয় স্পিনারের রক্ত ফুটতে শুরু করে।

Advertisment

IND vs PAK: সূর্যের এই ৩ সিদ্ধান্তেই 'খেল-খতম'? ভারতের সামনে ল্যাজ গোটাল পাকিস্তান

টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া একটি সাক্ষাৎকারে কপিল দেব বললেন, 'পাকিস্তানকে দেখলেই ওর রক্ত টগবগ করে ফুটতে শুরু করেন। এবারের এশিয়া কাপে পাকিস্তান একেবারে বাচ্চা এবং অনভিজ্ঞ ক্রিকেটারদের খেলতে পাঠিয়েছিল। '

সঙ্গে তিনি আরও যোগ করেন, কুলদীপ ক্রিকেট খেলাটা যথেষ্ট শৃঙ্খলার সঙ্গে খেলে। সেকারণে আজ অবধি পাকিস্তানের বিরুদ্ধে কখনও হারেনি।

Asia Cup Final IND vs PAK: 'ওরা জিতলে, সেটাই অঘটন হত...', পাকিস্তানকে ধুয়ে দিলেন বাংলার তারকা ক্রিকেটার

কপিলের কথায়, 'আমি কুলদীপকে বলেছিলাম, তোমার কোচ একজন ভারতের সৈনিক। আমার রক্তে ডিসিপ্লিন রয়েছে। সেকারণে ডিসিপ্লিন মেনেই খেলা উচিত। পাকিস্তানের বিরুদ্ধে পরাজয় কখনই উচিত হবে না। এই কথাটাই কুলদীপ সবসময় মনে রেখেছে। ইংল্যান্ড সফরের পর ও আরও ক্ষুধার্ত হয়ে উঠেছিল। আমি ওর ক্ষোভটা নিয়ন্ত্রণ করে রেখেছিলাম।'

IND vs PAK Asia Cup Final: 'মাঠেও এবার অপারেশন সিন্দুর...', জয়ের পর টিম ইন্ডিয়াকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী মোদীর

মোট ১৭ উইকেট শিকার করেছেন কুলদীপ

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ২০২৫ এশিয়া কাপে কুলদীপ যাদব সর্বাধিক উইকেট শিকার করেছেন। তিনি সাত ম্য়াচ থেকে মোট ১৭ উইকেট তুলে নিয়েছেন। বোলিং গড় ৯.২৯ এবং ইকোনমি রেট ৬.২৭। আর পাকিস্তানের বিরুদ্ধে এখনও পর্যন্ত তিনি ৯ ইনিংসে মোট ২৩ উইকেট শিকার করেছেন। এরমধ্যে ২০২৩ বিশ্বকাপে তিনি ২৫ রান দিয়ে ৫ উইকেট শিকার করেছিলেন।

Asia Cup 2025 India vs Pakistan Kuldeep Yadav