IND vs PAK Asia Cup Final: ট্রফি নিয়ে পালিয়েছে পাকিস্তান? মারাত্মক অভিযোগ সূর্যকুমার যাদবের

India vs Pakistan: ২০২৫ এশিয়া কাপের ফাইনালে ভারত এবং পাকিস্তান খেলতে নেমেছিল। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত এই ম্য়াচে টিম ইন্ডিয়া শেষপর্যন্ত ৫ উইকেটে জয়লাভ করেছে।

India vs Pakistan: ২০২৫ এশিয়া কাপের ফাইনালে ভারত এবং পাকিস্তান খেলতে নেমেছিল। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত এই ম্য়াচে টিম ইন্ডিয়া শেষপর্যন্ত ৫ উইকেটে জয়লাভ করেছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Asia Cup Trophy Controversy

এশিয়া কাপ ট্রফি নিয়ে মুখ খুললে সূর্যকুমার যাদব

Asia Cup 2025: সম্প্রতি পাকিস্তানকে (India vs Pakistan) হারিয়ে এশিয়া কাপ খেতাব জয় করেছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। তবে খেতাব জয়ের পরও ট্রফি নিয়ে সেলিব্রেশন করতে পারেনি টিম ইন্ডিয়া। কারণ এশিয়ান ক্রিকেট কাউন্সিল এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি মহসিন নকভি (Mohsin Naqvi) এই টুর্নামেন্টের ট্রফি এবং ভারতের প্রাপ্য পদক নিয়ে পালিয়ে গিয়েছেন। অবশেষে ট্রফি ছাড়াই দেশে ফিরতে হয়েছে ভারতীয় ক্রিকেট দলকে। ভারতে পা রাখার পর টিম ইন্ডিয়ার অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) একটি মারাত্মক অভিযোগ করলেন। 

Advertisment

Asia Cup 2025: রোহিত-বিরাট নির্ভরতা কি কাটিয়ে উঠেছে ভারত? উত্তর খুঁজলেন বঙ্গ ক্রিকেট অধিনায়ক

ইন্ডিয়া টিভি-কে দেওয়া একটি ইন্টারভিউয়ে সূর্যকুমার জানিয়েছেন, দেশে ফেরার পর খুবই ভাল লাগছে। সঙ্গে তিনি আরও যোগ করেছেন, 'ভারতে কী হচ্ছে, সেটা ওখানে বসে বোঝা যাচ্ছিল না। এখানে এসে খুব ভাল লাগছে। বিশেষ করে ভারতীয় ক্রিকেট সমর্থকদের দেখে খুব ভাল লাগছে। আর গোটা দেশকে খুশি করার জন্যই তো আমরা খেলতে নামি। আমাদের জয় ভারতীয় ক্রিকেট সমর্থকদের মুখে হাসি ফুটিয়েছে। এটা দেখেই ভাল লাগছে।'

Advertisment

Asia Cup Final IND vs PAK: 'ওরা জিতলে, সেটাই অঘটন হত...', পাকিস্তানকে ধুয়ে দিলেন বাংলার তারকা ক্রিকেটার

দলই হল আমাদের আসল ট্রফি

ভারতীয় ক্রিকেট দল আগেই জানিয়ে দিয়েছিল যে মহসিন নকভির হাত থেকে টিম ইন্ডিয়া এশিয়া কাপ ট্রফি গ্রহণ করবে না। কিন্তু, ট্রফি যে নেবে না, সেকথা তারা একবারও বলেনি। এই প্রসঙ্গে সূর্যকুমার যাদব বললেন, 'আমরা তো এক-দেড় ঘণ্টা ওখানেই দাঁড়িয়ে ছিলাম। পুরস্কার বিতরণী অনুষ্ঠান কখন হবে, সেটার জন্য অপেক্ষা করছিলাম। কারণ একটা দল যখন টুর্নামেন্ট জেতে, তখন খুব স্বাভাবিকভাবে মনে এই প্রশ্ন ওঠে যে কখন সেই ট্রফি তাদের হাতে তুলে দেওয়া হবে। তবে আমরা মাঠেই অপেক্ষা করছিলাম। এমনকী, ড্রেসিংরুমেও যাইনি। ট্রফি দেয়নি, সেটা বড় কথা নয়। এতজন সবাই উপস্থিত ছিল। আমাদের দলের ক্রিকেটার এবং গ্রাউন্ড স্টাফেরাই এই দলের আসল ট্রফি।'

India Wins Asia Cup Final: এশিয়া কাপ জিতে ট্রফি ছাড়াই 'জয়োল্লাস' ভারতের, ভাইরাল হল ভিডিও

প্রধানমন্ত্রী মোদীকে ধন্যবাদ জানালেন সূর্য

প্রসঙ্গত, ২০২৫ এশিয়া কাপের খেতাব টিম ইন্ডিয়া জিততে না জিততেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি টুইট করে ভারতীয় ক্রিকেট দলকে শুভেচ্ছা জানিয়েছেন। সেই টুইটের পরিপ্রেক্ষিতে সূর্যকুমার বললেন, 'প্রধানমন্ত্রী যে আমাদের পাশে দাঁড়িয়েছেন, এটাই সবথেকে বড় কথা। সেকারণে ভারতীয় ক্রিকেটাররা আরও স্বাধীনভাবে খেলতে পেরেছে।' পাশাপাশি তিনি এই টুর্নামেন্টের নায়ক হিসেবে অভিষেক শর্মা, কুলদীপ যাদব এবং তিলক বর্মাকে বেছে নিয়েছেন। তিনি বললেন, 'ক্রিকেট একটা টিম গেম। কোনও একজন ক্রিকেটার গোটা একটা ম্য়াচ খেলে না। সকলেই নিজেদের দায়িত্ব যথেষ্ট ভালভাবে পালন করেছে। তবে কয়েকজন ক্রিকেটার আলাদা করে নজর কেড়েছে। এক্ষেত্রে আমি অভিষেক শর্মা এবং কুলদীপ যাদবের নাম বলব। ফাইনাল ম্য়াচে তিলক বর্মাও দুর্দান্ত পারফরম্য়ান্স করেছে। একজন ব্যাটার ম্য়াচ জেতাতে পারে। কিন্তু, একজন বোলার জেতাতে পারে গোটা একটা টুর্নামেন্ট।'

Mohsin Naqvi Asia Cup Trophy: মহসিন নকভিকে 'বেইজ্জত' করল ভারত, ট্রফি নিল না টিম ইন্ডিয়া! চূড়ান্ত নাটকের ঘনঘটা

শেষকালে তাঁকে মহসিন নকভির ট্রফি নিয়ে পালিয়ে যাওয়া প্রসঙ্গে প্রশ্ন করা হয়েছিল। সূর্যের সপাট জবাব, 'পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতিকে তো আমি ট্রফি নিয়ে পালাতে দেখিনি। তবে কেউ একজন সেই ট্রফি নিয়ে যে পালাচ্ছিল, সেটা আমরা দেখেছি। কারণ ওই সময় আমরা মাঠেই উপস্থিত ছিলাম। এরথেকে বেশি আমি আর কিছু জানি না।'

Indian Cricket Team Mohsin Naqvi Suryakumar Yadav India vs Pakistan Asia Cup 2025