/indian-express-bangla/media/media_files/2025/09/26/suryakumar-yadav-and-salman-ali-agha-2025-09-26-10-37-48.jpg)
ফের মুখোমুখি হতে চলেছে সূর্যকুমার যাদব এবং সলমান আলি আগা
India vs Pakistan: সংযুক্ত আরব আমিরশাহীতে আয়োজিত ২০২৫ এশিয়া কাপ (Asia Cup 2025) আপাতত গোধূলিলগ্নে পা বাড়িয়েছে। আগামী ২৮ সেপ্টেম্বর কোন দুটো দলের মধ্যে ফাইনাল ম্য়াচ আয়োজন করা হবে, তা ইতিমধ্যে নির্ধারিত হয়ে গিয়েছে। সবার আগে ফাইনালের টিকিট কনফার্ম করেছিল ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। তারপর বাংলাদেশকে হারিয়ে পাকিস্তানও ফাইনালে এন্ট্রি নিয়েছে। অর্থাৎ, চলতি এশিয়া কাপ ফাইনালে ভারত এবং পাকিস্তান একে অপরের বিরুদ্ধে খেলতে নামবে। আশা করা যায়, এই ম্য়াচে একটা জমজমাট রোমাঞ্চ দেখতে পাওয়া যাবে। উল্লেখ্য, এশিয়া কাপের ৪১ বছরের ইতিহাসে এই প্রথমবার ভারত এবং পাকিস্তান ক্রিকেট দল ফাইনালে একে অপরের বিরুদ্ধে খেলতে নামছে। তবে ফাইনাল ম্য়াচের আগেই পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক সলমান আলি আগা (Salman Ali Agha) উল্টোপাল্টা মন্তব্য করতে শুরু করেছেন। টিম ইন্ডিয়াকে দিয়েছেন খুল্লমখুল্লা চ্যালেঞ্জও।
Abhishek Sharma: রউফের অভদ্রতার যোগ্য জবাব, কড়া ভাষায় 'সবক' শেখালেন অভিষেক! দেখুন ভিডিও
ফাইনালের টিকিট কনফার্ম করার পর পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক সলমান আলি আগা বললেন, অন্তিম লড়াইয়ের জন্য তাঁর দল একেবারে প্রস্তুত। তাঁর দাবি, 'ফাইনাল ম্য়াচে কী করতে হবে, সেটা আমরা খুব ভাল করেই জানি। যে কোনও বিপক্ষ দলকে হারানোর ক্ষমতা আমাদের মধ্যে রয়েছে। রবিবার যাবতীয় প্রস্তুতি গ্রহণ করেই আমরা মাঠে নামব। ভারতকে হারানোর আপ্রাণ চেষ্টা করব।'
Abhishek Sharma vs Haris Rauf: 'উচিত শিক্ষা দিয়েছি...', পাকিস্তানকে হারিয়েই 'হুঙ্কার' অভিষেকের
বাংলাদেশের বিরুদ্ধে জয়লাভ করার পর পাকিস্তানের পেস তারকা শাহিন আফ্রিদির হাতে ম্য়াচ সেরার পুরস্কার তুলে দেওয়া হয়। খেলার শেষে শাহিনের প্রশংসা করে সলমান আলি আগা বললেন, 'ও একজন অসাধারণ ক্রিকেটার। দল যেটা চায়, সেটাই ও করতে পারে। আমি ওর জন্য খুব খুশি। এই ম্য়াচে আমরা ১৫ রান কম করেছিলাম। কিন্তু, প্রথম থেকে যেভাবে ও বল করল, তাতে আমরা বিপক্ষ দলের উপর চাপ তৈরি করতে পেরেছিলাম। নতুন বলে আমরা যথেষ্ট ভাল পারফরম্য়ান্স করেছি।' প্রসঙ্গত, বাংলাদেশের বিরুদ্ধে আফ্রিদি ১৩ বলে ১৯ রান করেন। অন্যদিকে, ১৭ রান দিয়ে শিকার করেছেন ৩ উইকেট।
India vs Pakistan Records: একটা-দুটো নয়, ভারত-পাকিস্তান ম্য়াচে ১০ 'ধুন্ধুমার' রেকর্ড! দেখে নিন এখনই
কী বললেন পাকিস্তান ক্রিকেট দলের কোচ
অন্যদিকে, পাকিস্তান ক্রিকেট দলের হেড কোচ মাইক হেসনও বেশ আত্মবিশ্বাসের সুরে বললেন, 'আমরা সম্প্রতি শ্রীলঙ্কাকে হারিয়েছি। ২০১৭ সাল থেকে পরাজয়ের যে ধারা ছিল, সেটা আমরা শেষপর্যন্ত ভাঙতে পেরেছি। পাশাপাশি, প্রথমবার এশিয়া কাপের ফাইনালে উঠতে পারলাম।' মাইক হেসনের এই বক্তব্য থেকে একটা ব্যাপার পরিষ্কার যে তাঁর দল ভারতকে হারিয়ে যে কোনও মূল্যে এশিয়া কাপের খেতাব জয় করতে চায়।
India vs Pakistan: 'এটাকে আর লড়াই বলবেন না...', পাকিস্তানের কাটা ঘায়ে নুনের ছিটে সূর্যের
ইতিপূর্বে পাকিস্তানকে ২ বার হারিয়েছে টিম ইন্ডিয়া
পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক যাই বলুন না কেন, চলতি টুর্নামেন্টে টিম ইন্ডিয়ার সামনে 'মেন ইন গ্রিন' একেবারে দাঁড়াতেই পারেনি। এবারের এশিয়া কাপেই পাকিস্তান ২ বার ভারতের কাছে পরাস্ত হয়েছে। প্রথমে টুর্নামেন্টের গ্রুপ পর্বে, আর তারপর সুপার ফোর রাউন্ডে বাজিমাত করেছে টিম ইন্ডিয়া। এবার ফাইনালে হারানোর পালা। জয়ের লক্ষ্যে টিম ইন্ডিয়া অবিচল থাকতে পারে কি না, সেটাই আপাতত দেখার।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us