/indian-express-bangla/media/media_files/2025/09/16/mohammed-yousuf-and-suryakumar-yadav-2025-09-16-23-35-16.jpg)
মহম্মদ ইউসুফ এবং সূর্যকুমার যাদব
India vs Pakistan: ২০২৫ এশিয়া কাপে (Asia Cup 2025) টিম ইন্ডিয়ার বিরুদ্ধে পরাজয়ের পর গোটা পাকিস্তান কার্যত উন্মাদ হয়ে গিয়েছে। জয়ের পর ভারতীয় ক্রিকেটাররা প্রতিবেশী দেশের খেলোয়াড়দের সঙ্গে হাত মেলাতেও অস্বীকার করেন। সূর্যকুমার (Suryakumar Yadav) অ্যান্ড কোম্পানির এই আচরণ পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররা কার্যত হজম করতে পারেননি। শোয়েব আখতারের পর এবার মহম্মদ ইউসুফ (Mohammad Yousuf) তো শালীনতার যাবতীয় সীমা লঙ্ঘন করলেন। টেলিভিশনের একটি লাইভ অনুষ্ঠানে ইউসুফ ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ককে নিয়ে অশ্লীল মন্তব্য করেন। এমনকী, অনুষ্ঠানের সঞ্চালক গোটা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও, পাকিস্তানের ওই প্রাক্তন ক্রিকেটার নিজের অসভ্যতামি থামাননি। প্রসঙ্গত, দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিরুদ্ধে ৭ উইকেটে জয়লাভ করে টিম ইন্ডিয়া। পাকিস্তানের বিরুদ্ধে ত্রাস হয়ে ওঠেন কুলদীপ যাদব এবং অক্ষর প্যাটেল। এরপর ব্যাটিং ধামাকা করেন অভিষেক শর্মা এবং সূর্যকুমার যাদব।
India vs Pakistan Asia Cup 2025: হারল পাকিস্তান, কেঁদে ভাসালেন সমর্থক! ভাইরাল ভিডিও
অধিনায়ক সূর্যকে গালাগালি দিলেন ইউসুফ
পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন ব্যাটার মহম্মদ ইউসুফ শালীনতার যাবতীয় সীমা লঙ্ঘন করলেন। আসলে, সামা টিভিতে আয়োজিত একটি বিতর্ক অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করেছিলেন। এই অনুষ্ঠানে হ্যান্ডশেক বিতর্ক নিয়ে আলোচনা হচ্ছিল। আর এই আলোচনা চলাকালীন লাইভ শো'য়ে ইউসুফ গালাগালি দেন সূর্যকে। অনুষ্ঠানের সঞ্চালক ইউসুফকে ভুল ধরিয়ে দেওয়ার চেষ্টাও করেছিলেন। কিন্তু, কারোর কোনও কথাই শোনেননি তিনি।
A low level rhetoric from Yousuf Yohana (converted) on a national TV program.
— Slogger (@kirikraja) September 16, 2025
He called India captain Suryakumar Yadav as "Suar" (pig).
Shameless behaviour. And they demand respect, preach morality. pic.twitter.com/yhWhnwaYYq
ইউসুফের এই অশ্লীল মন্তব্যের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় কার্যত দাবানলের মতো ছড়িয়ে পড়ে। ভারতীয় ক্রিকেট সমর্থকরা ইউসুফের সমালোচনায় মুখর হয়ে ওঠেন। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ভারতীয় ক্রিকেটাররা এই জয়ের পরও পাকিস্তানিদের সঙ্গে হাত মেলাননি। এই ঘটনার পরিপ্রেক্ষিতে গোটা পাকিস্তান কার্যত তেলে-বেগুনে জ্বলে ওঠে। এমনকী, এশিয়ান ক্রিকেট কাউন্সিল এবং আইসিসি-র কাছেও তারা ভারতীয় ক্রিকেট দলের বিরুদ্ধে নালিশ জানায়।
পাকিস্তানকে দুরমুশ করেছে টিম ইন্ডিয়া
সূর্যকুমার যাদবের নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দল পাকিস্তানকে ৭ উইকেটে পরাস্ত করে। প্রথমে ব্যাট করতে নেমেছিল পাকিস্তান। কিন্তু, কুলদীপ যাদব এবং অক্ষর প্যাটেলের ঘূর্ণির সামনে নতিস্বীকার করে। ২০ ওভারে পাকিস্তান ৯ উইকেট হারিয়ে মাত্র ১২৭ রান করতে পারে। এই ম্য়াচে কুলদীপ যাদব দুর্দান্ত বল করলেন। মাত্র ১৮ রান দিয়ে তিনি ৩ উইকেট শিকার করেন। অন্যদিকে, অক্ষরের ঝুলিতে আসে ২ উইকেট।
জয়ের জন্য ১২৮ রানের টার্গেট ভারতীয় ক্রিকেট দল মাত্র ১৫.৫ ওভারেই হাসিল করে ফেলে। অভিষেক শর্মা ওপেন করতে নেমে বিধ্বংসী ব্যাাট করলেন। মাত্র ১৩ বলে তিনি ৩১ রান করেন। এরপর সূর্যকুমার যাদব ৩৭ বলে অপরাজিত ৪৭ রানের একটি দুর্দান্ত ইনিংস খেললেন। এই পরিস্থিতিতে পাকিস্তান যদি সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে জয়লাভ করতে পারে, তাহলে সুপার ফোর রাউন্ডে আরও একবার ভারতের বিরুদ্ধে তারা খেলতে নামবে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us