/indian-express-bangla/media/media_files/2025/09/21/india-vs-pakistan-toss-2025-09-21-11-07-08.jpg)
টস জিতলে ফিল্ডিং নিতে চাইবে টিম ইন্ডিয়া
India vs Pakistan: ২০২৫ এশিয়া কাপে (Asia Cup 2025) সুপার ফোর রাউন্ডের সূচনা ইতিমধ্যে হয়ে গিয়েছে। এই পর্বে প্রথম ম্য়াচে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৪ উইকেটে জয়লাভ করেছে বাংলাদেশ ক্রিকেট দল। এবার রবিবার (২১ সেপ্টেম্বর) আয়োজিত দ্বিতীয় ম্য়াচে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামছে ভারত। এই ম্য়াচটি দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়োজন করা হবে। টিম ইন্ডিয়া এখনও পর্যন্ত এশিয়া কাপে তিনটে ম্য়াচ খেলেছে। আর তিনটে ম্য়াচেই তারা জয়লাভ করেছে। এমনকী, পাকিস্তানকেও একবার পরাস্ত করেছে টিম ইন্ডিয়া। এই পরিস্থিতিতে দ্বিতীয়বার ভারত এবং পাকিস্তান একে অপরের বিরুদ্ধে খেলতে নামছে। এই টুর্নামেন্টে পাকিস্তান ক্রিকেট দল এখনও পর্যন্ত নজরকাড়া পারফরম্য়ান্স করতে পারেনি। এই পরিস্থিতিতে সলমান আলি আগার (Salman Ali Agha) দলকে আজ আরও একবার কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। তবে ভারত বনাম পাকিস্তান ম্য়াচে টস কিন্তু একটা বড়সড় ভূমিকা গ্রহণ করতে চলেছে।
গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে টস
ভারত এবং পাকিস্তানের মধ্যে গ্রুপ পর্বের ম্য়াচটি দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়োজন করা হবে। এই ম্য়াচে ভারতীয় ক্রিকেট দল ৭ উইকেটে জয়লাভ করেছিল। ওই ম্য়াচে টিম ইন্ডিয়া টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল। দুবাইয়ে এখনও পর্যন্ত ৯ আন্তর্জাতিক টি-২০ ম্য়াচে যে দল রান তাড়া করেছে, তারাই শেষপর্যন্ত জয়লাভ করেছে। এই স্টেডিয়ামে যে দল রান তাড়া করে, তাদেরই অধিকাংশ ম্য়াচে আধিপত্য দেখতে পাওয়া যায়। এই পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) আরও একবার টস জিতে প্রথমে ফিল্ডিং করতে চাইবেন।
দুবাইয়ে ভারত-পাকিস্তানের রেকর্ড
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এখনও পর্যন্ত ভারত এবং পাকিস্তানের মধ্যে ৪ টি-২০ ম্য়াচের আয়োজন করা হয়েছে। এরমধ্যে ২ ম্য়াচে ভারত এবং ২ ম্য়াচে পাকিস্তান জয়লাভ করেছে। ২০২৫ এশিয়া কাপের আগে ভারতের তুলনায় পাকিস্তানই অবশ্য এগিয়ে ছিল।
Bangladesh Win: মিইয়ে গেল লঙ্কার ঝাঁঝ, 'নাগিন ডার্বি'-তে গর্জে উঠল বাংলার বাঘেরা
আরও একবার দেখা যাবে নো-হ্যান্ডশেক?
গত ১৪ সেপ্টেম্বর চলতি এশিয়া কাপের গ্রুপ পর্বে ভারত এবং পাকিস্তান একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছিল। এই ম্য়াচে ভারতীয় ক্রিকেটাররা পাকিস্তানিদের সঙ্গে হ্য়ান্ডশেক করেননি। এই ঘটনার সূত্র ধরে ম্য়াচের পর আর সাংবাদিক বৈঠকে আসেননি পাকিস্তানের ক্রিকেটাররা। এমনকী, এই টিম ইন্ডিয়ার এই সিদ্ধান্তের কারণে আইসিসি-র কাছে তারা নালিশও জানিয়েছিল। এমনকী, ম্য়াচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে সরিয়ে দেওয়ার আবেদনও করা হয়। কিন্তু, পাকিস্তান ক্রিকেট বোর্ডের এই শর্তে একেবারেই কর্ণপাত করেনি আইসিসি। এবার দুই দলের ক্রিকেটাররা একে অপরের সঙ্গে হাত মেলায় কি না, সেটাই আপাতত দেখার?
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us