India vs Pakistan Controversy: পাকিস্তানের সঙ্গে হাত মেলাবেন ভারতের মহিলা ক্রিকেটাররা? প্রকাশ্যে চাঞ্চল্যকর আপডেট

India Pakistan Handshake Controversy: ২০২৫ এশিয়া কাপে সম্প্রতি ভারত এবং পাকিস্তান ক্রিকেট দল মুখোমুখি হয়েছিল। ম্য়াচের শেষে ভারতীয় ক্রিকেটাররা পাকিস্তানিদের সঙ্গে হাত মেলায়নি। ব্যাপারটা নিয়ে যথেষ্ট জলঘোলা হয়।

India Pakistan Handshake Controversy: ২০২৫ এশিয়া কাপে সম্প্রতি ভারত এবং পাকিস্তান ক্রিকেট দল মুখোমুখি হয়েছিল। ম্য়াচের শেষে ভারতীয় ক্রিকেটাররা পাকিস্তানিদের সঙ্গে হাত মেলায়নি। ব্যাপারটা নিয়ে যথেষ্ট জলঘোলা হয়।

author-image
IE Bangla Sports Desk
New Update
India vs Pakistan

বিশ্বকাপে মুখোমুখি হচ্ছে ভারত এবং পাকিস্তান

IND W vs PAK W: আপাতত ২০২৫ টি-২০ এশিয়া কাপে (Asia Cup 2025) ভারত এবং পাকিস্তান একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছিল। এই ম্য়াচে টিম ইন্ডিয়া (Indian Women Cricket Team) পাকিস্তানকে এমনভাবে থেঁতো করেছে, ভারতের এই প্রতিবেশী রাষ্ট্রের আর উঠে দাঁড়াতে পারেনি। এবার টুর্নামেন্টের সুপার ফোর পর্বে ফের এই দুটো দল একে অপরের বিরুদ্ধে ক্রিকেট ময়দানে নামতে পারে। অন্যদিকে, ভারতের মহিলা ক্রিকেট দলকেও খেলতে হবে পাকিস্তানের বিরুদ্ধে। এই ম্য়াচটি আগামী মাসে আয়োজন করা হবে। চলতি মাসের শেষেই মহিলা ক্রিকেট বিশ্বকাপ আয়োজন করা হচ্ছে। ভারতের মহিলা ক্রিকেট দল কি পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাবেন? এই প্রশ্নের একেবারে যোগ্য জবাব দিলেন টিম ইন্ডিয়ার তারকা ক্রিকেটার দীপ্তি শর্মা।

Advertisment

India vs Pakistan Asia Cup 2025: মুখ যেন নর্দমার পোকা, লাইভ শো'য়ে সূর্যকে গালাগালি পাক ক্রিকেটারের!

৫ অক্টোবর মুখোমুখি হবে ভারত-পাকিস্তান মহিলা ক্রিকেট দল

ভারতীয় পুরুষ ব্রিগেডের পর এবার আগামী মাসে ভারত এবং পাকিস্তানের মহিলা ক্রিকেট দল একে-অপরের বিরুদ্ধে খেলতে নামবে। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে মহিলাদের ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে চলেছে। এই টুর্নামেন্টে ভারত এবং পাকিস্তান আগামী ৫ অক্টোবর একে-অপরের বিরুদ্ধে খেলতে নামবে। বর্তমানে ভারতের মহিলা ক্রিকেট দল অস্ট্রেলিয়া সফরে রয়েছে। দুটো দলের মধ্যে তিন ম্য়াচের ওয়ানডে সিরিজ আয়োজন করা হবে। সিরিজের প্রথম ম্য়াচটা টিম ইন্ডিয়া ইতিমধ্যে হেরে গিয়েছে। এবার দ্বিতীয় ম্যাচে জয়লাভ করে তারা কামব্যাক করতে চাইবে। ভারত বনাম অস্ট্রেলিয়া বুধবার (১৭ সেপ্টেম্বর) চণ্ডীগড়ে দ্বিতীয় ওয়ানডে ম্য়াচ খেলতে নামবে। এই ম্য়াচের আগেই সাংবাদিক বৈঠক করতে এসেছিলেন টিম ইন্ডিয়ার তারকা মহিলা ক্রিকেটার দীপ্তি শর্মা। 

Advertisment

India vs Pakistan Asia Cup 2025: হারল পাকিস্তান, কেঁদে ভাসালেন সমর্থক! ভাইরাল ভিডিও

দীপ্তি শর্মা বললেন - ভারত বনাম পাকিস্তান ম্য়াচ অনেক দুরের ব্যাপার, পরে দেখা যাবে

দ্বিতীয় ওয়ানডে ম্য়াচে খেলতে নামার আগে টিম ইন্ডিয়ার প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করলেন দীপ্তি শর্মা। ইতিমধ্যে তাঁকে প্রশ্ন করা হয়েছিল, ভারতীয় পুরুষ ক্রিকেট দলের মতো মহিলা ক্রিকেটাররাও কি পাকিস্তানের সঙ্গে হাত মেলাবেন না? এই প্রশ্নের জবাবে দীপ্তি বললেন, 'আপাতত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই ম্য়াচ নিয়েই আমরা চিন্তাভাবনা করছি। কারণ বিশ্বকাপের আগে এটা যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা সিরিজ। পাকিস্তানের বিরুদ্ধে আয়োজিত ম্য়াচ নিয়ে এখনও পর্যন্ত খুব বেশি আলোচনা হয়নি। সেকারণেই এখনই ওই ব্যাপারে কিছু বলতে পারব না। সত্যি কথা বলতে কী, এই ব্যাপারে এখনও পর্যন্ত কিছু চিন্তাভাবনা করিনি।' সঙ্গে দীপ্তি আরও যোগ করলেন, এই ম্য়াচ আয়োজিত হতে এখনও পর্যন্ত অনেকটাই সময় বাকি রয়েছে। যখন হবে, তখন দেখা যাবে।

India vs Pakistan Asia Cup 2025 Controversy: 'একেবারে সঠিক জবাব', হ্যান্ডশেক বিতর্কে পাকিস্তানকে খোলাখুলি অপমান সূর্যের!

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি সিরিজে পিছিয়ে টিম ইন্ডিয়া

ভারত বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ নিয়ে যদি কথা বলতে হয়, তাহলে টিম ইন্ডিয়া এখনও পর্যন্ত অনেকটাই পিছিয়ে রয়েছে। তবে দ্বিতীয় ম্য়াচে জয়লাভ করে তারা এই সিরিজে সমতা ফেরানোর আপ্রাণ চেষ্টা করবে। দীপ্তির কথায়, আমরা যথেষ্ট শক্তিশালী একটা দল। যদি ভাল পারফরম্য়ান্স করতে পারি, তাহলে এই সিরিজে অবশ্যই কামব্যাক করতে পারব। এই সিরিজের শেষ ম্য়াচটি আগামী ২০ সেপ্টেম্বর দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আয়োজন করা হবে। এরপর ভারতীয় মহিলা ক্রিকেট দল বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে দেবে।

IND W vs PAK W Indian Women Cricket Team Asia Cup 2025