Irfan Pathan Replies Shahid Afridi: ফের চুনকালি পাকিস্তানের মুখে, আফ্রিদিকে যোগ্য 'সবক' শেখালেন ইরফান পাঠান! উল্লসিত ভারতীয় সমর্থকরা

Irfan Pathan vs Shahid Afridi Controversy: সম্প্রতি পাকিস্তানের একটি টেলিভিশন চ্যানেলকে সাক্ষাৎকার দেওয়ার সময় তিনি টিম ইন্ডিয়ার প্রাক্তন অলরাউন্ডার ইরফান পাঠানকে কটাক্ষ করার চেষ্টা করেন। ছেড়ে দেওয়ার পাত্র নন ইরফানও!

Irfan Pathan vs Shahid Afridi Controversy: সম্প্রতি পাকিস্তানের একটি টেলিভিশন চ্যানেলকে সাক্ষাৎকার দেওয়ার সময় তিনি টিম ইন্ডিয়ার প্রাক্তন অলরাউন্ডার ইরফান পাঠানকে কটাক্ষ করার চেষ্টা করেন। ছেড়ে দেওয়ার পাত্র নন ইরফানও!

author-image
IE Bangla Sports Desk
New Update
Shahid Afridi and Irfan Pathan

শাহিদ আফ্রিদি এবং ইরফান পাঠান

Irfan Pathan: ২০২৫ এশিয়া কাপে (Asia Cup 2025) গ্রুপ পর্বের খেলা ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) থেকে এই টুর্নামেন্টে সুপার ফোর রাউন্ড শুরু হচ্ছে। এই পর্বে আরও একবার মুখোমুখি ভারত এবং পাকিস্তান (India vs Pakistan) ক্রিকেট দল। আর এই ম্যাচের সময় যত এগিয়ে আসছে, ততই দুই দেশের মধ্যে চাপা উত্তেজনা বাড়তে শুরু করেছে। ইতিমধ্যে পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদি (Shahid Afridi) আবারও ফাঁকা বুলি আওড়াতে শুরু করেছিলেন। সম্প্রতি পাকিস্তানের একটি টেলিভিশন চ্যানেলকে সাক্ষাৎকার দেওয়ার সময় তিনি টিম ইন্ডিয়ার প্রাক্তন অলরাউন্ডার ইরফান পাঠানকে কটাক্ষ করার চেষ্টা করেন। ছেড়ে দেওয়ার পাত্র নন ইরফানও! তিনিও আফ্রিদিকে একেবারে যোগ্য জবাব দিয়েছেন। কী হয়েছে গোটা ঘটনাটি, এবার বিস্তারিত জেনে নেওয়া যাক।

Advertisment

India vs Pakistan Controversy: পাকিস্তানের সঙ্গে হাত মেলাবেন ভারতের মহিলা ক্রিকেটাররা? প্রকাশ্যে চাঞ্চল্যকর আপডেট

সম্প্রতি একটি ঘটনার পরিপ্রেক্ষিতে ইরফান পাঠানকে কথার লড়াইয়ে পরাস্ত করার চেষ্টা করেছিলেন শাহিদ আফ্রিদি। তিনি খুল্লমখুল্লা হুঁশিয়ারি দেন, যদি ক্ষমতা থাকে তাহলে ইরফান পাঠান যেন তাঁর সঙ্গে সম্মুখ সাক্ষাতে যাবতীয় কথা বলেন। ঘটনার সূত্রপাত গত অগাস্ট মাসে। লাল্লনটপ-কে দেওয়া একটি ইন্টারভিউয়ে ইরফান আফ্রিদিকে নিয়ে কথা বলতে গিয়ে 'কুকুরের মাংস' প্রসঙ্গ তোলেন।

Advertisment

India vs Pakistan Asia Cup 2025: মুখ যেন নর্দমার পোকা, লাইভ শো'য়ে সূর্যকে গালাগালি পাক ক্রিকেটারের!

যদিও আফ্রিদি দাবি করেছেন যে এই ঘটনাটি একেবারেই ইরফানের কাল্পনিক। এমনকী, তিনি টিম ইন্ডিয়ার এই প্রাক্তন পেস অলরাউন্ডারকে 'মিথ্যেবাদী' তকমাও দেন। আফ্রিদির কথায়, 'ইরফান যা বলেছে, তা একেবারেই মিথ্যে। যদি ওর ক্ষমতা থাকে, তাহলে আমার সামনে এসে কথাগুলো বলুক। পিছনে এইসব কথা বলে কোনও লাভ নেই। যে ব্যক্তি চোখে চোখ রেখে কথা বলতে পারে, একমাত্র তাকেই আমি পুরুষ মানুষ বলে গণ্য করি।'

Irfan Pathan: 'কবে থেকে আমার বাপ হলি...?' পাঠানের এক ধমকেই শায়েস্তা হয়েছিলেন আফ্রিদি

দেখে নিন সেই ভিডিও:

আফ্রিদির এই মন্তব্যকে কেন্দ্র করে ইতিমধ্যে বিস্তর জলঘোলা হতে শুরু করেছিল। অবশেষে পাল্টা জবাব দিলেন ইরফান পাঠান। সোশ্যাল মিডিয়া হ্যান্ডল এক্স-য়ে তিনি লিখেছেন, 'আপনারা একেবারে ঠিক কথাই বলেন। প্রতিবেশী দেশের এই প্রাক্তন ক্রিকেটার এবং সংবাদমাধ্যম ইরফান পাঠানের নামেই মোহিত হয়ে থাকে।' এই জবাবের পর ভারতীয় ক্রিকেট সমর্থকরাও রীতিমতো উচ্ছ্বসিত হয়ে উঠেছেন।

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ২০২৫ এশিয়া কাপের গ্রুপ পর্বে ভারত এবং পাকিস্তান একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছিল। সেই ম্য়াচে টিম ইন্ডিয়া ৭ উইকেটে জয়লাভ করে। এবার সুপার ফোর রাউন্ডে সূর্যকুমার যাদবের দল জয়ের দাপট অব্যাহত রাখতে পারে কি না, সেটাই আপাতত দেখার।

Asia Cup 2025 India vs Pakistan Shahid Afridi Irfan Pathan