/indian-express-bangla/media/media_files/2025/09/21/mithum-manhas-2025-09-21-10-51-37.jpg)
আগামী BCCI সভাপতি হতে পারেন মিঠুন মানস, চলছে জল্পনা
Mithun Manhas: ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) পরবর্তী সভাপতি কে হবেন, তা নিয়ে ইতিমধ্যে বিস্তর জল্পনা শুরু হয়েছে। ইতিমধ্যে শোনা যাচ্ছে, দিল্লির প্রাক্তন ব্য়াটার মিঠুন মানসের নাম নাকি অনেকটাই এগিয়ে রয়েছে। সূত্রের খবর, সম্প্রতি দিল্লিতে একটি বৈঠকের আয়োজন করা হয়েছিল। সেখানেই মিঠুনের নাম চূড়ান্ত করা হয়েছে। ইতিপূর্বে মানস দলীপ ট্রফিতে নর্থ জোনের কনভেনর পদে ছিলেন। পাশাপাশি গুজরাট টাইটান্সে সাপোর্ট স্টাফ হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বর্তমানে জম্মু-কাশ্মীর ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রশাসনিক পদে রয়েছেন।
Asia Cup 2025: বয়কটের পথে ভারত-পাকিস্তান ম্য়াচ? মুখ ফিরিয়েছেন BCCI কর্তারাও!
উল্লেখ্য, মানস ১৫৭ প্রথম শ্রেণীর ম্য়াচ খেলেছেন। ১৮ বছরের দীর্ঘ কেরিয়ারে তিনি মোট ৯,৭১৪ রান করেছেন। এর আগে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রাক্তন সভাপতি ছিলেন রজার বিনি। বয়সজনিত কারণে তাঁকে এই পদ ছাড়তে হয়েছে। নিয়ম অনুসারে, সত্তরোর্ধ্ব কোনও ব্যক্তি বিসিসিআই-এর দায়িত্ব সামলাতে পারবেন না।
Sachin Tendulkar BCCI President: আরও দানা বাঁধছে রহস্য! আদৌ বিসিসিআই সভাপতি হবেন শচীন?
একথা অস্বীকার করা যায় না, বিসিসিআই সভাপতি পদে মানসের নির্বাচক ভারতীয় ক্রিকেট সমর্থকদের কাছে একটা বড়সড় চমক। কারণ হরভজন সিং এবং রঘুরাম ভাটের মতো প্রাক্তন ক্রিকেটাররা আগামী সভাপতিত্বের দৌড়ে নাম লিখিয়েছিলেন। শোনা যাচ্ছে, দেবজিৎ শইকিয়া আপাতত বিসিসিআই সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। অন্যদিকে, রাজীব শুক্লা সহ সভাপতি হিসেবে থাকবেন। প্রসঙ্গত, ভারতের দুঁদে রাজনীতিবিদ রাজীব শুক্লা বিসিসিআই সহ সভাপতি হিসেবে পাঁচ বছর সম্পূর্ণ করেছেন।
Indian Cricket Team: 'অন্তত ৪ ক্রিকেট দল দরকার...', BCCI-এর কাছে আবেদন মুখ্যমন্ত্রীর
এর পাশাপাশি আইপিএল চেয়ারম্য়ান পদে থাকছেন অরুণ ধুমাল। তবে অরুণ ধুমাল তাঁর দায়িত্ব পালন করতে পারবেন কি না, সেটা বিসিসিআই একবার আইনজীবীদের সঙ্গে আলোচনা করবে। কারণ আইপিএল চেয়ারম্য়ান হওয়ার আগে তিনি ৩ বছর বোর্ডের কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। সেকারণে এবার হয়ত তাঁকে কুলিং-অফ পিরিয়ডে যেতে হতে পারে।
Roger Binny: সামনে এল 'আসল সত্যি'! জেনে নিন, কেন BCCI সভাপতির পদ ছাড়লেন রজার বিনি?
অন্যদিকে, অ্যাপেক্স কাউন্সিল এবং আইপিএল গভর্নিং কাউন্সিলের জন্য নতুন করে নির্বাচন আয়োজন করতে চলেছে বিসিসিআই। আশা করা হচ্ছে, প্রাক্তন বোর্ড আধিকারিক নিরঞ্জন শাহের ছেলে জয়দেব শাহ অ্যাপেক্স কাউন্সিলে আসতে পারেন। সৌরাষ্ট্রের হয়ে জয়দেব ১১৯ প্রথম শ্রেণীর ম্য়াচ খেলেছেন।
কবে হবে নির্বাচন?
ইতিমধ্যে প্রত্যেকটা রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনকে নির্দেশিকা পাঠানো হয়েছে। সেই নির্দেশিকা অনুসারে, গত ১২ সেপ্টেম্বরের মধ্যে যাবতীয় মনোনয়নপত্র জমা দিতে বলা হয়েছিল সদস্যদের। তবে কোনও সদস্য যদি নাম প্রত্যাহার করতে চান, আগামী ২৩ সেপ্টেম্বরের মধ্যে তাহলে সেটা করতে পারেন। আগামী ২৮ সেপ্টেম্বর নির্বাচন আয়োজন করা হবে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us