India vs South Africa 1st Test, Day 4: রবিচন্দ্রন অশ্বিনের সাত উইকেটে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস থামল ৪৩১ রানে। ৭১ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্য়াটিং শুরু করেছে ভারত। লাঞ্চ পর্যন্ত ভারতের এক উইকেট হারিয়ে ৩৫ রান তুলেছে।
গত ইনিংসে ডাবল সেঞ্চুরি হাঁকানো ভারতীয় ওপেনার ময়ঙ্ক আগরওয়ালকে ফিরতে হয়েছে মাত্র সাত রানে। কেশব মহারাজের বলে ফাফ দু প্লেসিসের হাতে ক্য়াচ আউট হয়ে যান তিনি। রোহিত শর্মা ও চেতেশ্বর পূজারার ব্য়াটে এখন বড় রানের লক্ষ্য়ে ভারত।২৫ রানে রোহতি আর ২ রানে পূজারা অপরাজিত রয়েছেন ক্রিজে।
আরও পড়ুন: গ্যারি কার্স্টেনের ২৩ বছরের রেকর্ড ভাঙলেন ডিন এলগার
Innings Break!
A seven-wkt haul for @ashwinravi99 as South Africa are all out for 431. #TeamIndia (502/7d) lead by 71 runs.
Updates – https://t.co/67i9pBSlAp #INDvSA pic.twitter.com/V1AUMCiZ5w
— BCCI (@BCCI) October 5, 2019
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি টেস্টের প্রথম দু’দিন দাপট দেখিয়েছিল ভারত। তৃতীয় দিনে দুরন্ত লড়ে খেলায় প্রত্যাবর্তন করে প্রোটিয়া বাহিনী। ভারতের জোড়া শতরানের জবাবে দক্ষিণ আফ্রিকানদের ইনিংসেও এসেছে দু-দুটো শতরান। ব্যাট হাতে শতরান করে গিয়েছেন কুইন্টন ডিকক ও ডিন এলগার। হাফসেঞ্চুরি করে দলকে ভরসা দিয়েছিলেন অধিনায়ক ফাফও।
হাতে দুই উইকেট নিয়ে ১১৭ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিন শেষ করেছিল ভারত। এস মুথুস্বামী ১২ রানে ও কেশব মহারাজ ৩ রানে অপরাজিত ছিলেন। এদিন সকালে প্রথম সেশনেই দুই টেলএন্ডারকে ফেরান ম্য়াচের নায়ক অশ্বিন। মহারাজ আর মাত্র সাত রান যোগ করেই আউট হয়ে যান। অশ্বিনের বলে ময়ঙ্কের হাতে ক্য়াচ তুলে দেন তিনি। একাদশ ব্য়াটসম্য়ান হিসাবে ক্রিজে নেমে কাগিসো রাবাদা ১৫ রান করে আউট হন। তিনিও অশ্বিনের বলেই ড্রেসিংরুমে ফেরেন এলবিডব্লিউ হয়ে।