/indian-express-bangla/media/media_files/2025/11/01/ind-vs-sa-2025-11-01-11-44-09.jpg)
IND W vs SA W Records: ভারত এবং দক্ষিণ আফ্রিকা মহিলা দলের রেকর্ড।
India W vs South Africa W Record: মহিলা বিশ্বকাপ ২০২৫ পৌঁছে গেছে তার চূড়ান্ত পর্বে। একমাসের রোমাঞ্চকর লড়াইয়ের পর এবার ফাইনালে মুখোমুখি হতে চলেছে ভারত মহিলা দল ও দক্ষিণ আফ্রিকা মহিলা দল। ২ নভেম্বর, রবিবার, নবি মুম্বইয়ের ড. ডি ওয়াই পাটিল স্পোর্টস অ্যাকাডেমিতে অনুষ্ঠিত হবে এই মহারণ।
ফাইনালে ভারতের দাপুটে ফেরা
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনালে ভারতীয় মেয়েরা যেন জ্বলে উঠেছিল। অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করে ৩৩৮ রানের পাহাড় গড়লেও ভারত দেখিয়েছে ভয়ংকর প্রতিআক্রমণ। জেমাইমা রডরিগেজের অপরাজিত ১২৭ রান আর অধিনায়িক হরমনপ্রীত কৌরের ৮৯ রানের ইনিংস দলকে এনে দিয়েছে ঐতিহাসিক জয়। ফাইনালে পৌঁছে ভারতীয় দল এখন প্রস্তুত নিজেদের প্রথম বিশ্বকাপ ট্রফি জেতার জন্য।
আরও পড়ুন- বিশ্বকাপ ফাইনালের আগেই অবসর নিচ্ছেন হরমনপ্রীত? প্রকাশ্যে এল চাঞ্চল্যকর খবর
দক্ষিণ আফ্রিকার দুরন্ত উত্থান
অন্যদিকে দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠেছে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে। লরা ওলভার্টের ১৬৯ রানের ইনিংস এবং মারিজান ক্যাপের ৫ উইকেট ইংল্যান্ডকে গুঁড়িয়ে দিয়েছে। ১২৫ রানে জয় পেয়ে দক্ষিণ আফ্রিকা বুঝিয়ে দিয়েছে— তারা এবার ইতিহাস লিখতে প্রস্তুত।
আরও পড়ুন- কখন-কোথায় দেখবেন বিশ্বকাপ ফাইনাল? না জানলে মিস করবেন
মুখোমুখি পরিসংখ্যান (Head-to-Head Record in WODIs)
ভারত মহিলা দল ও দক্ষিণ আফ্রিকা মহিলা দল এতদিনে মোট ৩৪টি ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, ভারত জয়ী হয়েছে ২০ ম্যাচে, দক্ষিণ আফ্রিকা জয়ী হয়েছে ১৩ ম্যাচে। অমীমাংসিত (No Result) ১টি ম্যাচ। অর্থাৎ ইতিহাস বলছে, ভারতের পাল্লা কিছুটা ভারী। তবে সাম্প্রতিক সময়ে দক্ষিণ আফ্রিকা দারুণ ছন্দে রয়েছে। এই টুর্নামেন্টেই গ্রুপ পর্বে ভারতকে তারা হারিয়েছিল নাদিন ডি ক্লার্কের অলরাউন্ড পারফরম্যান্সের ওপর ভর করে।
আরও পড়ুন- একেবারে 'লক্ষ্মীর ভাণ্ডার', বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে টিম ইন্ডিয়া?
তবে, এবারের ফাইনালটি একদম অন্যরকম। কারণ দুটি দলই আগে কখনও মহিলা ওয়ানডে বিশ্বকাপ জেতেনি। তাই ২০২৫-এর এই ফাইনালে একদম নতুন চ্যাম্পিয়ন উঠে আসবে ক্রিকেট দুনিয়ায়। ভারতের লক্ষ্য ২০১৭-র আক্ষেপ মুছে দেওয়া, আর দক্ষিণ আফ্রিকা চায় নিজেদের প্রথম বড় ট্রফি ঘরে তুলতে।
আরও পড়ুন- হরমনপ্রীতদের 'ইতিহাস' থেকে সূর্যবাহিনীর লজ্জা, দেখে নিন দিনের সেরা ৫ খেলার খবর
এই ম্যাচে ভারতের হয়ে গেমচেঞ্জার হতে পারেন জেমাইমা রডরিগেজ, হারমানপ্রীত কৌর, রিচা ঘোষ। দক্ষিণ আফ্রিকার হয়ে গেমচেঞ্জার হতে পারেন- লরা ওলভার্ট, মারিজান ক্যাপ, নাদিন ডি ক্লার্ক। দুই দলই এখন পারফরম্যান্সের বিচারে ফর্মের শীর্ষে রয়েছে। তার ওপর ভারতীয় দল আবার নিজেদের মাটিতে খেলছে, যা ফাইনালে তাদের অতিরিক্ত আত্মবিশ্বাস জোগাবে।
এককথায় বলা যেতে পারে, ভারত বনাম দক্ষিণ আফ্রিকা— এই ফাইনাল শুধু দুই দলের নয়, বরং মহিলা ক্রিকেটের ইতিহাসে এক নতুন অধ্যায় রচনার প্রতীক। পরিসংখ্যান ভারতের পক্ষে হলেও, ফর্ম এবং মানসিকতাই ঠিক করবে, ২০২৫ মহিলা একদিনের বিশ্বকাপ ট্রফি কে হাতে তুলবে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us