/indian-express-bangla/media/media_files/2025/09/27/india-vs-sri-lanka-2025-09-27-00-06-39.jpg)
শতরানের পরও শ্রীলঙ্কাকে জেতাতে পারলেন না নিশঙ্কা
India vs Sri Lanka: চলতি এশিয়া কাপে (Asia Cup 2025) টিম ইন্ডিয়া আপাতত অপরাজেয় গতিতে এগিয়ে চলেছে। এখনও পর্যন্ত তারা এই টুর্নামেন্টে ৬ ম্য়াচ খেলেছে। আর জয়লাভ করেছে প্রত্যেকটাতেই। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) তারা শ্রীলঙ্কা ক্রিকেট দলের বিরুদ্ধে খেলতে নেমেছিল। খাতায়-কলমে টিম ইন্ডিয়া (Indian Cricket Team) এই ম্য়াচটা সুপার ওভারে জয়লাভ করেছে। কিন্তু, একথা অস্বীকার করার জায়গা নেই যে দুর্বল শ্রীলঙ্কার বিরুদ্ধে কার্যত টেনেটুনে পাশ করল ভারতীয় ক্রিকেট দল। প্রসঙ্গত, টুর্নামেন্টের ফাইনালে ইতিমধ্যে সূর্যকুমার যাদব অ্যান্ড কোম্পানি নিজেদের নাম লিখিয়ে ফেলেছে। তবে প্রতিপক্ষের নাম পাকিস্তান। ফাইনালেও যদি ভারত এমনই পারফরম্য়ান্স করে, তবে সেটা অবশ্যই সমর্থকদের জন্য মাথাব্যথার কারণ হবে।
Suryakumar Yadav: ক্যাপ্টেন্সি কোটায় রয়েছেন সূর্যকুমার! ব্যাট হাতে রান কই ভারত অধিনায়কের?
সুপার ওভারে জয় টিম ইন্ডিয়ার
এই ম্য়াচে দুটো দলই নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০২ রান করে। এরপর ম্যাচ গড়ায় সুপার ওভারে। আশা করা হয়েছিল যে দুটো দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাওয়া যাবে। কিন্তু, স্নায়ুর লড়াইয়ে পিছিয়ে পড়ল শ্রীলঙ্কা। সুপার ওভারে ভারতের হয়ে বল করতে আসেন আর্শদীপ সিং। পাঁচটা বলের মধ্যেই জোড়া উইকেট হারিয়ে ফেলে লঙ্কা ব্রিগেড। রানের খাতাই খুলতে পারলেন না কুশল পেরেরা। প্রথম বলে রিঙ্কু সিংয়ের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি। এরপর পঞ্চম বলে জীতেশ শর্মার হাতে ক্যাচ দেন দাসুন শনাকা। তিনিও অবশ্য কোনও রান করতে পারেননি।
এরপর ভারতের সামনে জয়ের জন্য় মাত্র ৩ রানের টার্গেট ছিল। টিম ইন্ডিয়ার হয়ে ব্যাট করতে নামেন অধিনায়ক সূর্যকুমার যাদব এবং সহ অধিনায়ক শুভমান গিল। প্রথমে স্ট্রাইক নেন সূর্যই। শ্রীলঙ্কার হয়ে বল করতে আসেন ওয়ানিন্দু হাসারঙ্গা। প্রথম বলটা এক্সট্রা কভারের দিকে ঠেলে দেন সূর্য। ফিল্ডার বল ধরার আগেই তিনি দৌড়ে ৩ রান করে নেন। আর সেইসঙ্গে টিম ইন্ডিয়া এই ম্য়াচে জয়লাভ করে।
Abhishek Sharma Makes History: ইতিহাস গড়লেন অভিষেক, চুরমার এই পাক ব্যাটারের রেকর্ড
জলে গেল নিশঙ্কার শতরান
এই ম্য়াচে শ্রীলঙ্কা হেরে গেলেও, ব্যাট হাতে যথেষ্ট লড়াই করলেন দলের ওপেনার পাথুম নিশঙ্কা। টার্গেট তাড়া করতে নেমে শুরুটা অবশ্য একেবারে ভাল করতে পারেনি লঙ্কাবাহিনী। প্রথম ওভারেই ফিরে যান কুশল মেন্ডিস। গোল্ডেন ডাক হয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি। এরপর দ্বিতীয় উইকেটে পাথুম নিশঙ্কা এবং কুশল পেরেরার মধ্যে ১২৭ রানের পার্টনারশিপ গড়ে ওঠে। এই দুই ব্যাটারই ভারতীয় বোলারদের উপর চড়াও হন। কুশল ৩২ বলে ৮ চার এবং ১ ছক্কার দৌলতে ৫৮ রান করেন। শ্রীলঙ্কা ক্রিকেট দল তৃতীয় ধাক্কা খায় চরিথ আশালঙ্কা ফিরে যাওয়ায়। ৯ বলে ৫ রান করেন তিনি। এরপর কামিন্দু মেন্ডিসও ৭ বলে ৩ রান করে আর্শদীপের শিকার হলেন। ১৭ ওভারে শ্রীলঙ্কা ক্রিকেট দলের ওপেনার নিশঙ্কা আন্তর্জাতিক টি-২০ কেরিয়ারের প্রথম শতরান হাঁকালেন। ৫২ বলে তিনি নিজের সেঞ্চুরি পূরণ করেন। শেষপর্যন্ত ৫৫ বলে ১০৭ রান করে তিনি আউট হলেন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us