/indian-express-bangla/media/media_files/2025/09/26/suryakumar-yadav-17-2025-09-26-23-44-13.jpg)
আউট হয়ে ফিরে যাচ্ছেন সূর্যকুমার যাদব
Suryakumar Yadav: ২০২৫ টি-২০ এশিয়া কাপে (Asia Cup 2025) ভারতীয় ক্রিকেট দল কার্যত অশ্বমেধ ঘোড়ার মতো দৌড়চ্ছে। কিন্তু, দলের অধিনায়ক সূর্যকুমার যাদবকে একেবারেই ব্য়াটিং ছন্দে দেখা যাচ্ছে না। পাকিস্তানের বিরুদ্ধে তিনি একটা ভাল ইনিংস খেলেছিলেন বটে, কিন্তু সেই আগুন পারফরম্য়ান্স এখনও পর্যন্ত তিনি দেখাতে পারেননি। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) শ্রীলঙ্কার (India vs Sri Lanka) বিরুদ্ধেও তিনি ১৩ বলে মাত্র ১২ রান করেন। এরমধ্যে একটাই বাউন্ডারি হাঁকিয়েছেন তিনি। চলতি এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামবে ভারত। এই হাইভোল্টেজ ম্য়াচের আগে সূর্যের ব্যাটিং পারফরম্য়ান্স অবশ্যই ভারতীয় টিম ম্য়ানেজমেন্টকে চিন্তায় রাখবে।
আমিরশাহীর বিরুদ্ধে করেছিলেন মাত্র ৭ রান
২০২৫ টি-২০ এশিয়া কাপে সূর্যকুমার যাদব প্রথম ম্য়াচটা সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে খেলতে নেমেছিল। এই ম্য়াচে তিনি মাত্র ৭ রান করে আউট হয়ে যান। এরপর দ্বিতীয় ম্য়াচে পাকিস্তানের বিরুদ্ধে তিনি ৩৭ বলে ৪৭ রান করেছিলেন। যদিও তাঁর স্ট্রাইক রেট ছিল মাত্র ১২৭.০২।
Abhishek Sharma Makes History: ইতিহাস গড়লেন অভিষেক, চুরমার এই পাক ব্যাটারের রেকর্ড
সুপার ফোরে পাকিস্তানের বিরুদ্ধে খাতাই খুলতে পারেননি সূর্য
এরপর ওমানের বিরুদ্ধে তিনি আর ব্যাট করতে নামেননি। আর্শদীপ সিং এবং হর্ষিত রানাকে ব্যাট করার জন্য পাঠিয়ে দেন তিনি। সুপার-৪ রাউন্ডে তিনি পাকিস্তানের বিরুদ্ধে রানের খাতাই খুলতে পারেননি। শূন্য রান করে প্যাভিলিয়নে ফিরে যান। এরপর বাংলাদেশের বিরুদ্ধেও মাত্র ৫ রান করে আউট হয়ে যান তিনি। এখনও পর্যন্ত এই টুর্নামেন্টে সূর্যকুমার যাদব ৬ ম্য়াচে ৭১ রান করেছেন। সূর্যের মতো একজন বিস্ফোরক ব্যাটারের কাছে এমন পারফরম্য়ান্স একেবারেই প্রত্যাশিত নয়।
India vs Pakistan: বাংলাদেশকে হারিয়েই 'লম্ফঝম্প', ভারতকে হারানোর দিবাস্বপ্ন দেখছে পাকিস্তান!
টিম ইন্ডিয়ার হয়ে ৪ সেঞ্চুরি হাঁকিয়েছেন সূর্যকুমার যাদব
টি-২০ ক্রিকেটে সেরার সেরা ব্যাটারদের তালিকায় নাম রয়েছে সূর্যকুমার যাদবের। একবার যদি উইকেটে টিকে যান, তাহলে ব্যাটিং বিস্ফোরণে কেড়ে নিতে পারেন বিপক্ষ বোলারদের রাতের ঘুম। কিন্তু, ২০২৫ টি-২০ এশিয়া কাপে তাঁর সেই ব্য়াটিং ধামাকা একেবারেই দেখতে পাওয়া যাচ্ছে না। এই পরিপ্রেক্ষিতে অনেকেই আশঙ্কা করছেন, ফাইনাল ম্যাচে সূর্যের এই ব্য়াটিং ব্যর্থতা টিম ইন্ডিয়ার সামনে না অন্তরায় হয়ে দাঁড়ায়। ভারতীয় ক্রিকেট দলের হয়ে এই কুড়ি ওভারের ফরম্য়াটে সূর্যকুমার যাদব মোট ২,৬৬৯ রান করেছেন। এরমধ্যে ৪ শতরান এবং ২১ হাফসেঞ্চুরি রয়েছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us