/indian-express-bangla/media/media_files/2025/09/26/abhishek-sharma-3-2025-09-26-17-58-07.jpg)
Abhishek Sharma: ২০২৫ এশিয়া কাপে (Asia Cup 2025) শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ভারত এবং শ্রীলঙ্কা (India vs Sri Lanka) খেলতে নেমেছে। এই ম্য়াচে শ্রীলঙ্কা ক্রিকেট দলের অধিনায়ক টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে এই সুযোগটা একশো শতাংশ কাজে লাগাল সূর্যকুমার যাদবের দল। ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে টিম ইন্ডিয়া ২০২ রান করে ফেলেছে। চলতি টুর্নামেন্টে এই প্রথমবার কোনও দল ২০০+ রানের চৌকাঠ অতিক্রম করল। তবে আলাদা করে আরও একবার নজর কাড়লেন টিম ইন্ডিয়ার তরুণ ওপেনার অভিষেক শর্মা।
Abhishek Sharma T20 Asia Cup Record: খাদের মুখে রিজওয়ানের রেকর্ড, আজই চুরমার করতে পারেন অভিষেক!
অভিষেকের ধামাকাদার ব্যাটিং
এই ম্য়াাচে ব্যাট হাতে নামতে না নামতেই ধামাকা শুরু করেন অভিষেক শর্মা। বিপক্ষ বোলারদের তিনি কার্যত দুরমুশ করলেন। মাত্র ২২ বলে পূরণ করলেন নিজের হাফসেঞ্চুরি। অবশেষে ৩১ বলে ৬১ রান করে তিনি প্যাভিলিয়নে ফিরে যান। তাঁর এই ইনিংসে ৮ বাউন্ডারি এবং জোড়া ছক্কা রয়েছে। চরিথ আশালঙ্কা অবশেষে তাঁর উইকেট শিকার করলেন।
ভেঙে ফেললেন মহম্মদ রিজওয়ানের রেকর্ড
এই ম্য়াচে হাফসেঞ্চুরি করার পাশাপাশি টি-২০ এশিয়া কাপের এক মরশুমে সর্বাধিক রানের রেকর্ডও কায়েম করলেন অভিষেক শর্মা। মহম্মদ রিজওয়ানের রেকর্ড ভেঙে দেন তিনি। ২০২৫ এশিয়া কাপে অভিষেক শর্মা এখনও পর্যন্ত ৩০৯ রান করেছেন। অন্যদিকে, রিজওয়ান ২০২২ টি-২০ এশিয়া কাপে মোট ২৮১ রান করেছিলেন। এবার টি-২০ এশিয়া কাপে সর্বাধিক রান সংগ্রহকারীর তালিকায় শীর্ষস্থানে শাসন করবেন টিম ইন্ডিয়ার এই তরুণ ওপেনার।
Abhishek Sharma vs Haris Rauf: 'উচিত শিক্ষা দিয়েছি...', পাকিস্তানকে হারিয়েই 'হুঙ্কার' অভিষেকের
টি-২০ এশিয়া কাপে নজরকাড়া পারফরম্য়ান্স অভিষেকের
আপাতত অভিষেক শর্মা দুর্দান্ত ফর্মে রয়েছেন। তাঁর ব্যাট থেকে কার্যত রানের বন্যা দেখতে পাওয়া যাচ্ছে। চলতি টুর্নামেন্টে তিনি এখনও পর্যন্ত লাগাতার তিনটে ফিফটি করলেন। ৬ ম্য়াচে এখনও পর্যন্ত ৩০৯ রান করেছেন। ক্রিকেট বিশ্বে অভিষেকই প্রথম ব্যাটার, যিনি টি-২০ এশিয়া কাপের এক মরশুমে ৩০০+ রান করলেন। তাঁর আগে কেউ এই কৃতিত্ব অর্জন করতে পারেননি।
Abhishek Sharma: রউফের অভদ্রতার যোগ্য জবাব, কড়া ভাষায় 'সবক' শেখালেন অভিষেক! দেখুন ভিডিও
উল্লেখ্য, ২০২৪ সালে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে জিম্বাবোয়ের বিরুদ্ধে ডেবিউ হয়েছিল অভিষেকের। এরপর থেকেই টিম ইন্ডিয়ার হয়ে তিনি যথেষ্ট ভাল পারফরম্য়ান্স করে যাচ্ছেন। টি-২০ ক্রিকেটে টিম ইন্ডিয়ার গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছেন তিনি। এখনও পর্যন্ত ২৩ আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে তিনি মোট ৮৪৪ রান করেছেন। এরমধ্যে জোড়া শতরান এবং তিনটে হাফসেঞ্চুরি রয়েছে।