India vs Thailand Hockey Highlights: দুরমুশ থাইল্যান্ড, এশিয়া কাপে দাপুটে পারফরম্য়ান্স টিম ইন্ডিয়ার

India vs Thailand Hockey Highlights: শুক্রবার (৫ সেপ্টেম্বর) আয়োজিত পুল বি-র ম্য়াচে ভারত এবং থাইল্যান্ড একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছিল। এই ম্য়াচে টিম ইন্ডিয়া ১১-০ গোলের বিশাল ব্যবধানে জয়লাভ করেছে।

India vs Thailand Hockey Highlights: শুক্রবার (৫ সেপ্টেম্বর) আয়োজিত পুল বি-র ম্য়াচে ভারত এবং থাইল্যান্ড একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছিল। এই ম্য়াচে টিম ইন্ডিয়া ১১-০ গোলের বিশাল ব্যবধানে জয়লাভ করেছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Indian Hockey Team

থাইল্যান্ডের বিরুদ্ধে দাপুটে জয় টিম ইন্ডিয়ার

Indian Hockey Team: ২০২৫ এশিয়া কাপে (Hockey Asia Cup 2025) ভারতীয় মহিলা হকি দল শুরুটা বেশ ধামাকাদার মেজাজেই করল। শুক্রবার (৫ সেপ্টেম্বর) আয়োজিত পুল বি-র ম্য়াচে ভারত এবং থাইল্যান্ড একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছিল। এই ম্য়াচে টিম ইন্ডিয়া ১১-০ গোলের বিশাল ব্যবধানে জয়লাভ করেছে। টিম ইন্ডিয়ার হয়ে উদিতা দুহান এবং বিউটি ডুং ডুং দুটো করে গোল করেছেন। ম্যাচের ৩০ এবং ৫২ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করেছেন উদিতা। অন্যদিকে, ম্য়াচের ৪৫ এবং ৫৪ মিনিটে টিম ইন্ডিয়ার ব্যবধান বাড়ান। এর পাশাপাশি মুমতাজ খান (৭ মিনিট), সঙ্গীতা কুমারী (১০ মিনিট), নবনীত কৌর (১৬ মিনিট), লালরেমসিয়ামি (১৮ মিনিট), থৌদাম সুমন দেবী (৪৯ মিনিট), শর্মিলা দেবী (৫৭ মিনিট) এবং রুতুজা পিসল (৬০ মিনিট) একটি করে গোল করেন।

Advertisment

India vs Malaysia Hockey Highlights: আগুন দাপটে জয় ভারতের, রণবিক্রমে এশিয়া কাপ ফাইনালের দিকে টিম ইন্ডিয়া

দুর্দান্ত পারফরম্য়ান্স করল টিম ইন্ডিয়া

বিশ্বের হকি ক্রমতালিকায় টিম ইন্ডিয়া আপাতত ৯ নম্বরে দাঁড়িয়ে রয়েছে। অন্যদিকে, ৩০ নম্বরে দাঁড়িয়ে রয়েছে থাইল্যান্ড। এই ম্য়াচের প্রথমার্ধেই টিম ইন্ডিয়া ৫-০ গোলে এগিয়ে যায়। এরপর গোটা ম্য়াচ একেবারে একপেশে হয়ে যায়।

Advertisment

India vs Korea Hockey Highlights: কোরিয়ার বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াই টিম ইন্ডিয়ার, কী হল খেলার ফলাফল?

চলতি বছর মহিলা এশিয়া কাপে মোট আটটি দল অংশগ্রহণ করেছে। তাদের মোট দুটো পুলে ভাগ করা হয়েছে। প্রত্যেকটা পুলের শীর্ষ ২ দল সুপার ফোর পর্বে নাম লেখাতে পারবে। আর সুপার ফোরের সর্বশ্রেষ্ঠ দুই দলের মধ্যে আগামী ১৪ সেপ্টেম্বর ফাইনাল ম্য়াচের আয়োজন করা হবে। বিজয়ী দল আগামী বছর আয়োজিত মহিলা হকি বিশ্বকাপের যোগ্যতা সরাসরি গ্রহণ করবে। এই প্রতিযোগিতার আসর বেলজিয়াম এবং নেদারল্যান্ডসে বসতে চলেছে।

India vs Japan Hockey Highlights: ভারতীয় বোমায় ধ্বংস জাপান, এশিয়া কাপে জয় অব্যাহত টিম ইন্ডিয়ার

আগামী ম্যাচে জাপানের বিরুদ্ধে খেলতে নামবে টিম ইন্ডিয়া

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, এই টুর্নামেন্টে টিম ইন্ডিয়া দলের দুই হকি তারকা সবিতা পুনিয়া (গোলকিপার) এবং দীপিকাকে (ড্র্যাগ ফ্লিকার) ছাড়াই খেলতে নেমেছে। দুজনেই চোটের কারণে টিম ইন্ডিয়ায় নাম লেখাতে পারেননি। থাইল্যান্ডের বিরুদ্ধে জয়ের পর আগামী শনিবার টিম ইন্ডিয়া জাপানের বিরুদ্ধে খেলতে নামবে। পুল পর্বের শেষ ম্য়াচটি আগামী ৮ সেপ্টেম্বর সিঙ্গাপুরের বিরুদ্ধে খেলতে নামবে টিম ইন্ডিয়া।

Hockey Asia Cup 2025 Indian Hockey Team