/indian-express-bangla/media/media_files/2025/09/04/indian-hockey-team-6-2025-09-04-23-23-20.jpg)
জয়ের পর ভারতীয় হকি দলের উল্লাস
Indian Hockey Team: ২০২৫ হকি এশিয়া কাপে (Hockey Asia Cup 2025) টিম ইন্ডিয়ার দুর্দান্ত পারফরম্য়ান্স অব্যাহত। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) মালয়েশিয়ার বিরুদ্ধে তারা খেলতে নেমেছিল। এই টুর্নামেন্টে মালয়েশিয়া যে অন্যতম শক্তিশালী প্রতিদ্বন্দ্বী, সেটা আর আলাদা করে বলার দরকার পড়ে না। কিন্তু, সেই কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধেই ভারত (Hockey India) ৪-১ গোলে দুর্দান্ত জয় ছিনিয়ে নিল। প্রসঙ্গত, সুপার ফোর পর্বের দ্বিতীয় ম্য়াচটি রাজগির স্পোর্টস কমপ্লেক্সে আয়োজন করা হয়েছিল।
India vs China: চিনের হারে প্রবল অস্বস্তিতে ভারত, এবার কী করবে টিম ইন্ডিয়া?
প্রসঙ্গত, গত বুধবার (৩ সেপ্টেম্বর) হতাশার থেকে ভারত যে শিক্ষা গ্রহণ করেছে, এদিন সেটাই কার্যত তারা কাজে লাগাল। আর এই জয়ের পাশাপাশি ৪ পয়েন্ট সংগ্রহ করে টিম ইন্ডিয়া তালিকার শীর্ষস্থানে উঠে এল। দ্বিতীয় স্থানে রয়েছে চিন। মালয়েশিয়ার থেকে তারা গোল পার্থক্যে এগিয়ে রয়েছে।
India vs China: এশিয়া কাপে যুদ্ধের মেজাজ, চিনকে হারিয়ে উল্লাস ভারতের
এই জয় ভারতীয় হকি দল এবং দলের হেড কোচ ক্রেগ ফুলটনের উপর থেকে চাপ অনেকটাই সরিয়ে দিয়েছে, তা নিঃসন্দেহে বলা যেতে পারে। সুপার ফোর পর্বে অন্তিম ম্য়াচটা টিম ইন্ডিয়াকে চিনের বিরুদ্ধে খেলতে হবে। আগামী ম্য়াচে যদি ভারত ড্র'ও করতে পারে, তাহলেও শীর্ষ দুইয়ের মধ্যে নিজেদের নাম লেখাতে পারবে।
২ মিনিটের মধ্যেই এগিয়ে যায় মালয়েশিয়া
এই ম্য়াচে ভারতীয় হকি দলের জন্য শুরুটা একেবারেই ভাল হয়নি। খেলার ২ মিনিটেই মালয়েশিয়ার হকি তারকা শফিক হাসান ভারতীয় ডিফেন্ডার সঞ্জয়কে প্রথম ডজ করেন। তারপর কৃষ্ণন পাঠককে পরাস্ত করে ১-০ গোলে এগিয়ে যায়। এরপর টিম ইন্ডিয়ার উপর মালয়েশিয়া ক্রমশ চাপ বাড়াতে শুরু করেছিল। ক্রমাগত তারা বাঁ-প্রান্ত থেকে কাট করে ভিতরের দিকে ঢোকার চেষ্টা করছিল। কিন্তু, কোরিয়ার বিরুদ্ধে যে ভুলটা ভারত করেছিল, এই ম্য়াচে তার অবশ্য পুনরাবৃত্তি হয়নি। বৃত্তের মধ্যে ঠিকঠাকভাবেই বলের সঙ্গে সংযোগ হচ্ছিল।
কিন্তু, এই প্রাথমিক ধাক্কা সহজেই কাটিয়ে ওঠে টিম ইন্ডিয়া। ধীরে ধীরে গোটা মাঠের উপর তারা নিয়ন্ত্রণ শুরু করে দেয়। আর বিপক্ষ দল ততই অস্বস্তির কোটরে ঢুকতে শুরু করে। অভিষেককে এই ম্য়াচে ফিডারের ভূমিকায় দেখতে পাওয়া যায়। আর মনপ্রীত সামনে থেকে লড়াইটা চালিয়ে যান।
India vs Kazakhstan Highlights: গোলের বন্যা ভারতের, জিতে নিল একতরফা ম্য়াচ
ভারতের এই চাপটা হাড়ে হাড়ে টের পাচ্ছিল মালয়েশিয়া হকি দল। সেকারণেই ১৬ মিনিটে ব্যাক টু ব্যাক পাঁচটা পেনাল্টি কর্নার দেখা যায়। আর এরমধ্যে শেষ পেনাল্টি শটটা প্রতিহত হয়ে আসতেই ফের গোলের দিকে পাঠিয়ে দেন মনপ্রীত। সঙ্গে তিনি এই ম্য়াচে সমতাও ফিরিয়ে আনেন। এরপর ২ মিনিটের মধ্যে অভিষেকের লম্বা পাস প্রথমে যায় শিলানন্দ লাকরার কাছে। সেখান থেকে তিনি বলটা বাড়িয়ে দেন সুখজিতের কাছে। আর সেইসঙ্গে ম্য়াচের স্কোর ২-১ হয়ে যায়।
এরপর ম্য়াচের দুটো অর্ধেই কার্যত টুঁটি চেপে ধরে ভারত। ভারতীয় খেলোয়াড়দের গতির কাছে মালয়েশিয়া হোঁচট খায়। ২৪ মিনিটে আরও একটি গোল করার সুযোগ তৈরি করে টিম ইন্ডিয়া। বাঁ-দিক থেকে সঞ্জয়ের হাওয়ায় ভাসানো লম্বা শট হার্দিকের কাছে যায়। হার্দিক মাঝমাঠে দাঁড়িয়ে ছিলেন। হার্দিক বলটা নিয়েই দিলপ্রীতের দিকে পাঠিয়ে দেন। শেষপর্যন্ত লাকরা ফিনিশ করেন। বলটা মালয়েশিয়ার জালে সজোরে আছড়ে পড়ে। শেষপর্যন্ত ৩-১ ব্যবধানে এগিয়ে যায় ভারত।
শেষবেলায় মালয়েশিয়া এই ম্য়াচে কামব্যাক করার আপ্রাণ চেষ্টা করেছিল। এই ম্য়াচে তারা একটাই মাত্র পেনাল্টি কর্নার অর্জন করে। কিন্তু, কৃষ্ণন পাঠক সেই শটটা সেভ করে দেন। মনপ্রীত এবং সুমিতের জুটি দেখার মতো ছিল। একাধিক পেনাল্টি কর্নার অর্জন করেন। তৈরি করেন গোলের সুযোগও। এরমধ্যে একটি পেনাল্টি কর্নার থেকে বিবেক শেষপর্যন্ত ৪-১ গোলে এগিয়ে দেন। হেসেখেলে ভারত এই ম্য়াচে জয়লাভ করে।