/indian-express-bangla/media/media_files/2025/09/30/india-vs-west-indies-2025-09-30-09-51-00.jpg)
ভারতের বিরুদ্ধে ২ ম্য়াচের টেস্ট সিরিজ খেলতে নামছে ওয়েস্ট ইন্ডিজ
India vs West Indies: ভারতের বিরুদ্ধে ২ ম্য়াচের টেস্ট সিরিজ খেলতে নামবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। কিন্তু, এই সিরিজ শুরুর আগে একটা দুঃসংবাদ কার্যত সুনামির মতো আছড়ে পড়েছে। শামার জোসেফের পর এবার আলজারি জোসেফও এই টেস্ট সিরিজ খেলতে পারবেন না। পিঠে চোটের কারণে আলজারি এই টেস্ট সিরিজ থেকে ছিটকে গিয়েছেন। তাঁর ব্যাকআপ হিসেবে দলে জেডিয়াহ ব্লেডসকে নেওয়া হয়েছে।
India vs West Indies: ক্যারিবিয়ান সিরিজের জন্য ঘোষিত ভারতীয় ক্রিকেট দল, বাদ পড়লেন তারকা ক্রিকেটার
এরপর ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে একটি চাঞ্চল্যকর ঘোষণা করা হয়েছে। বোর্ডের বক্তব্য, আলজারি জোসেফের জায়গায় জেসন হোল্ডারকে (Jason Holder) দলে নেওয়া হবে বলে নির্বাচকরা মনস্থির করেছিলেন। কিন্তু, হোল্ডার স্পষ্ট জানিয়ে দেন যে এই টেস্ট সিরিজে তিনি খেলতে পারবেন না।
খেলবেন না বলে জানিয়ে দিলেন হোল্ডার
ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, আলজারি জোসেফের জায়গায় খেলার জন্য জেসন হোল্ডারকে অ্যাপ্রোচ করা হয়েছিল। কিন্তু, চিকিৎসা সংক্রান্ত সমস্যার কারণে হোল্ডার এই সিরিজ খেলতে পারবেন না বলে জানিয়ে দিয়েছেন। সেকারণে জেডিয়াহ ব্লেডসকে শেষপর্যন্ত স্কোয়াডে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টেস্ট সিরিজ শুরুর আগে এটা যে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের কাছে একটা বড়সড় ধাক্কা, সেটা আর আলাদা করে বলে দেওয়ার দরকার নেই।
West Indies Cricket Team: আচমকা এল চরম দুঃসংবাদ, হাউহাউ করে কেঁদে ভাসালেন ক্যারিবিয়ান ক্রিকেটাররা
ইতিপূর্বে, শামার জোসেফও এই টেস্ট সিরিজ থেকে ছিটকে গিয়েছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আয়োজিত টেস্ট সিরিজে শামার ৩ ম্য়াচে ২২ উইকেট শিকার করেছিলেন। অন্যদিকে, আলজারি শিকার করেছিলেন ১৩ উইকেট। এবার এই ২ বিধ্বংসী পেসারকে ছাড়াই খেলতে হবে ক্যারিবিয়ান ক্রিকেট দলকে।
একনজরে টেস্ট সিরিজের সূচি
ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে ২ ম্য়াচের টেস্ট সিরিজ আয়োজন করা হচ্ছে। আগামী ২ অক্টোবর থেকে এই সিরিজ শুরু হবে। প্রথম টেস্ট ম্য়াচটি অহমেদাবাদের নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে আয়োজন করা হবে। অন্যদিকে, দ্বিতীয় টেস্ট ম্য়াচ শুরু হবে আগামী ১০ অক্টোবর থেকে। এই ম্য়াচটি দিল্লির অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামে আয়োজন করা হচ্ছে। অনেকদিন ভারতের মাটিতে বহুকাল কোনও টেস্ট সিরিজ জিততে পারেনি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। এই পরিস্থিতিতে রস্টন চেজের নেতৃত্বে ক্য়ারিবিয়ান ব্রিগেড নজরকাড়া পারফরম্য়ান্স করতে চাইবে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us