/indian-express-bangla/media/media_files/2025/10/31/sports-2025-10-31-09-37-44.jpg)
IND W vs AUS W News Update: বিশ্বকাপের সেমিফাইনাল ম্য়াচে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে দিয়েছে টিম ইন্ডিয়া।
India women cricket team: বিশ্বকাপ জয়ের একেবারে দোরগোড়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দল। রবিবার দক্ষিণ আফ্রিকাকে হারালেই ইতিহাস গড়বে হরমনপ্রীতদের টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুর্দান্ত জয়ে আত্মবিশ্বাসে উজ্জ্বল ভারত। ১৪০ কোটি ভারতীয় অপেক্ষায়—স্বপ্ন এখন একটাই, হাতে উঠুক প্রথম মহিলা বিশ্বকাপ ট্রফি।
ভারতীয় মহিলা ক্রিকেট দলের বিশ্বকাপ ইতিহাস এক কথায় সংগ্রামের মধ্য দিয়ে উঠে আসার গল্প। ১৯৭৩ সালে ইংল্যান্ডে প্রথম মহিলা ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হয়, এবং ভারত সেই সময় প্রতিযোগিতায় অংশ নেয়নি। ১৯৭৮ সালে প্রথমবারের মতো ভারতীয় মহিলা দল বিশ্বকাপের মঞ্চে পা রাখে। সেই সময় মহিলা ক্রিকেট বোর্ডের সুযোগ-সুবিধা ছিল সীমিত, কিন্তু তবুও দলের মধ্যে ছিল জেদ, ইচ্ছাশক্তি আর প্রতিজ্ঞা।
আরও পড়ুন- IND W vs AUS W News Update: বাঁধ মানল না চোখের জল, ভারত জিততেই কেঁদে ভাসালেন হরমনপ্রীত!
প্রথম কয়েকটি বিশ্বকাপে ভারতীয় দলের পারফরম্যান্স ছিল মাঝারি মানের। তবে ২০০৫ সালেই বদলে যায় ইতিহাস। অধিনায়ক মিতা ঝুলন গোস্বামীর নেতৃত্বে ভারত পৌঁছে যায় প্রথমবারের মতো ওয়ান ডে বিশ্বকাপ ফাইনালে। সেই ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে লড়লেও শেষ পর্যন্ত ট্রফি ছিনিয়ে নিতে পারেনি ভারত। তবে সেই যাত্রা বদলে দিয়েছিল ভারতের মহিলা ক্রিকেটের ভবিষ্যৎ।
এরপর দীর্ঘ বিরতির পর ২০১৭ সালে আবারও বিশ্বকাপের ফাইনালে পৌঁছায় ভারতীয় দল। অধিনায়িকা মিতালি রাজ এবং তরুণ প্রতিভা হরমনপ্রীত কৌর–এর অসাধারণ পারফরম্যান্সে গোটা বিশ্ব তাকিয়ে ছিল ভারতের দিকে। সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হরমনপ্রীতের ঝোড়ো ১৭১ রানের ইনিংস ইতিহাসে জায়গা করে নেয়। যদিও লর্ডসের ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে মাত্র ৯ রানে হেরে যায় ভারত, কিন্তু সেই হার দেশের মানুষকে গর্বিত করেছিল।
ভারতীয় দল এরপর ২০২০ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালেও পৌঁছায়, যা মহিলা ক্রিকেটে ভারতের ধারাবাহিক অগ্রগতির প্রমাণ। আজকের দিনে ভারতীয় মহিলা ক্রিকেট শুধু এশিয়ায় নয়, গোটা বিশ্বেই অন্যতম শক্তিশালী দল। স্মৃতি মন্ধনা, হারমানপ্রীত কৌর, রিচা ঘোষ, শেফালি বর্মা প্রজন্মের হাতে এখন সেই লড়াইয়ের মশাল।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
 Follow Us
 Follow Us