Advertisment

প্রোটিয়াদের প্রত্যাশিত হোয়াইটওয়াশ করে ইতিহাস ভারতের

প্রোটিয়াদের প্রত্যাশিত হোয়াইটওয়াশ করল ভারত। রাঁচি টেস্টে ইনিংস ও ২০২ রানে জয়ের সুবাদে তিন ম্য়াচের টেস্ট সিরিজ ৩-০ জিতল বিরাট কোহলির টিম ইন্ডিয়া।

author-image
IE Bangla Web Desk
New Update
India vs South Africa 3rd Test, Day 4

প্রোটিয়াদের প্রত্য়াশিত হোয়াইটওয়াশ ভারতের (অলঙ্করণ: অভিজিত বিশ্বাস)

ভারত ৪৯৭/৯ ডিক্লেয়ার

Advertisment

দক্ষিণ আফ্রিকা ১৬২ ও ১৩৩ (৪৮ ওভার) (ফলো অন)

ইনিংস ও ২০২ রানে জয়ী ভারত

ম্যাচ ও সিরিজের সেরা: রোহিত শর্মা

প্রোটিয়াদের প্রত্যাশিত হোয়াইটওয়াশ করল ভারত। রাঁচি টেস্টে ইনিংস ও ২০২ রানে জয়ের সুবাদে তিন ম্য়াচের টেস্ট সিরিজ ৩-০ জিতল বিরাট কোহলির টিম ইন্ডিয়া। ঐতিহাসিক সিরিজ হোয়াইটওয়াশের জন্য় ভারতের প্রয়োজন ছিল দু'উইকেট। অন্য়দিকে ম্যাচ বাঁচানোর জন্য প্রোটিয়াদের লক্ষ্য়মাত্রা ছিল ২০৩ রান। যা ছিল কার্যত অসম্ভব।

মঙ্গলবার রাঁচিতে খেলা শুরুর মিনিট দশেকের মধ্য়েই (১২ বল) ভারত দক্ষিণ আফ্রিকার লেজ মুড়িয়ে দেয়। শেষ দু'টি উইকেটই তুলে নেন টেস্ট অভিষেককারী শাহবাজ নাদিম। গতকাল থিউনিস ডি ব্রুইন (৩০) ও অ্যানরিক নোকিয়া (৫) অপরাজিত ছিলেন। ঋদ্ধিমান সাহার হাতে ক্য়াচ তুলে ফিরে যান ব্রুইন। অন্যদিকে নোকিয়া অপরপ্রান্তে থাকলেও শেষ ব্য়াটসম্য়ান হিসাবে ক্রিজে আসা লুঙ্গি নিদিকে প্রথম বলেই কট অ্যান্ড বোল করেন নাদিম।

ভারত এই প্রথম দক্ষিণ আফ্রিকাকে 'সিরিজ সুইপ' করল। রাঁচিতে ফ্রিডম সিরিজ জিতে ভারত আইসিসি বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে একেই রয়ে গেল। ২৪০ পয়েন্টের সুবাদে ভারত রয়েছে মগডালে।

আরও পড়ুন: অভিষেককারী শাহবাজ নাদিমের সাম্প্রতিক পারফরম্য়ান্স চোখ ধাঁধিয়ে দেবে

রাঁচি টেস্টে প্রথম ইনিংসে ৩৩৫ রানে অলআউট হয়ে যাওয়ার পরে ৩৩৫ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছিল দক্ষিণ আফ্রিকা। মহম্মদ শামি, উমেশ যাদবদের দাপুটে বোলিংয়ের সামনে কোনওরকমে ১৩২ তুলতেই তাদের ৮ উইকেট চলে গিয়েছিল। সর্বোচ্চ স্কোরার ছিলেনই ব্রুইনই (৩০)। যিনি ডিন এলগার উমেশ যাদবের বলে চোট পাওয়ার পরে কনকাশন পরিবর্ত হিসেবে ব্যাট করতে নেমেছিলেন। শামি তিনটি, উমেশ যাদব ও নাদিম দু'টি করে উইকেট নেওয়ার পাশাপাশি একটি করে উইকেট পেয়েছেন আর অশ্বিন ও আর জাদেজা।

আপাতত টিম ইন্ডিয়ার সাময়িক বিশ্রাম। এরপর বাংলাদেশের বিরুদ্ধে খেলবে তিনটি টি-২০ ও দু’টি টেস্ট খেলব ভারত।

দেখে নেওয়া যাক ভারত-বাংলাদেশের কবে আর কোথায় কোথায় ম্য়াচ

তিন ম্যাচের টি-২০ সিরিজ

৩ নভেম্বর (রবিবার):  প্রথম টি-২০, দিল্লি, ফিরোজ শাহ কোটলা স্টেডিয়াম

৭ নভেম্বর (বৃহস্পতিবার): দ্বিতীয় টি-২০, রাজকোট, সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম

১০ নভেম্বর (রবিবার): তৃতীয় টি-২০, নাগপুর, বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম

দু’ম্য়াচের টেস্ট সিরিজ

১৪ নভেম্বর (বৃহস্পতিবার): প্রথম টেস্ট, ইন্দোর, হোলকার স্টেডিয়াম

২২ নভেম্বর (শুক্রবার): দ্বিতীয় টেস্ট, কলকাতা, ইডেন গার্ডেন্স

বাংলাদেশ ফিরে যাওয়ার পর ভারতে খেলতে আসবে ওয়েস্ট ইন্ডিজ। তিন ম্য়াচের টি-২০ ও ওয়ান-ডে সিরিজ খেলবে দুই দল।

India
Advertisment