Indian Badminton News: ভারতীয় ব্যাডমিন্টন নিয়ে বড় খবর, প্রশংসার বন্যা বইছে দেশজুড়ে

Indian Badminton News: ভারতীয় ব্যাডমিন্টন নিয়ে একটা দুর্দান্ত খবর প্রকাশ্যে এসেছে। সাত্ত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি এবং চিরাগ শেঠি টিম ইন্ডিয়ার মুখ উজ্জ্বল করেছেন।

Indian Badminton News: ভারতীয় ব্যাডমিন্টন নিয়ে একটা দুর্দান্ত খবর প্রকাশ্যে এসেছে। সাত্ত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি এবং চিরাগ শেঠি টিম ইন্ডিয়ার মুখ উজ্জ্বল করেছেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Badminton Representative Image

ছবিটি প্রতীকী

Badminton: ২০২৫ হংকং ওপেনে ভারতের পুরুষ ব্যাডমিন্টন জুটি 'কামাল' পারফরম্য়ান্স করছে। সাত্ত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি (Satwiksairaj Rankireddy) এবং চিরাগ শেঠি (Chirag Shetty) টিম ইন্ডিয়ার মুখ উজ্জ্বল করেছেন। এই টুর্নামেন্টের ফাইনালে তাঁরা ইতিমধ্যে জায়গা কায়েম করে ফেলেছেন। সাত্ত্বিক-চিরাগ জুটি এই টুর্নামেন্টে ধারাবাহিকভাবে ভাল পারফরম্য়ান্স করে যাচ্ছে। সেমিফাইনালেও সেই দৃশ্য দেখতে পাওয়া গেল। চাইনিজ-তাইপেই জুটির বিরুদ্ধে খেলতে নেমেছিল ভারত। এই ম্য়াচে চেন চ্যাং কুয়ান এবং লিন উইং-বেই কার্যত খড়কুটোর মতো উড়ে যান। সাত্ত্বিক-চিরাগ জুটি কার্যত একতরফাভাবে এই ম্য়াচে জয়লাভ করে। আর সেইসঙ্গে ফাইনালের টিকিটও কনফার্ম করে ফেলেছে।

Advertisment

PV Sindhu Loss: ভারতের মুখ ডোবালেন পিভি সিন্ধু, হংকং ওপেনে প্রথম রাউন্ডেই লজ্জার হার!

দুটো সেটেই চাইনিজ তাইপেইকে কোনও সুযোগ দেননি সাত্ত্বিক-চিরাগ

২০২৫ হংকং ওপেনের সেমিফাইনালে ভারতের পুরুষ ব্যাডমিন্টন জুটি সাত্ত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি এবং চিরাগ শেঠি দুর্দান্ত পারফরম্য়ান্স করলেন। চাইনিজ তাইপেইয়ের বিরুদ্ধে তাঁরা প্রথম সেটে ২১-১৭ পয়েন্টে জয়লাভ করেন। আর সেইসঙ্গে এগিয়ে যান ১-০ ব্যবধানে। দ্বিতীয় সেটেও ভারতের এই শাটলার জুটি নিজেদের কর্তৃত্ব বজায় রাখে। ২১-১৫ পয়েন্টে তাঁরা বিপক্ষ জুটিকে পরাস্ত করেন। ২-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার পাশাপাশি ফাইনালের যোগ্যতাও অর্জন করে ফেলে। 

Advertisment

PV Sindhu hamstring injury: হ্যামস্ট্রিং সমস্যা, ব্যাডমিন্টন এশিয়া মিক্সড টিম চ্যাম্পিয়নশিপ থেকে নাম প্রত্যাহার পিভি সিন্ধুর

ইতিপূর্বে কোয়ার্টার ফাইনালে সাত্ত্বিক-চিরাগ জুটি মালয়েশিয়ার জুনেইদ আরিফ এবং রয় কিংয়ের বিরুদ্ধে খেলতে নেমেছিল। তিন সেটের এই ম্য়াচে ভারত ২-১ ব্যবধানে জয়লাভ করেছিল। প্রথম সেটটা জিতেছিল ২১-১৪ ব্যবধানে। তবে দ্বিতীয় সেটে ২০-২২ ব্যবধানে হেরে যায়। কিন্তু, তৃতীয় সেটে দুর্দান্ত কামব্যাক করেন সাত্ত্বিক-চিরাগ। এবং ২১-১৬ ব্যবধানে জয়লাভ করে সেমিফাইনালের আসন পাকা করে ফেলে।

Sunil Gavaskar On Lakshya Sen: অজুহাতের অলিম্পিকে চ্যাম্পিয়ন ভারত! অলিম্পিকে বাঙালি জেতা ম্যাচ হেরে বসায় ক্ষেপে লাল গাভাসকার

লক্ষ্য সেনের কাছেও ফাইনালে ওঠার সুযোগ

ভারতীয় পুরুষ শাটলার লক্ষ্য সেন (Lakshya Sen) এখনও পর্যন্ত ২০২৫ হংকং ওপেনে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। গত ১২ সেপ্টেম্বর কোয়ার্টার ফাইনাল ম্য়াচে ভারতীয় প্রতিপক্ষ আয়ুশ শেঠির বিরুদ্ধে খেলতে নেমেছিলেন। এই ম্য়াচে তিনি ২১-১৬, ১৭-২১ এবং ২১-১৩ ব্যবধানে জয়লাভ করেন। আর সেইসঙ্গে সেমিফাইনালের টিকিট তিনিও কনফার্ম করে ফেলেন। এবার সেমিফাইনাল ম্য়াচে লক্ষ্যকে তাইওয়ানের চাউ তিয়েন চেনের বিরুদ্ধে খেলতে হবে। বিশ্ব ব়্যাঙ্কিংয়ে যিনি আপাতত ৯ নম্বরে রয়েছেন। অন্যদিকে, ভারতীয় শাটলার লক্ষ্য সেন বিশ্ব ব়্যাঙ্কিংয়ে ২০ নম্বরে আছেন।

Chirag Shetty Satwiksairaj Rankireddy Lakshya Sen Badminton