/indian-express-bangla/media/media_files/2025/06/03/irWpmZsqy4eS2JkPxNRr.jpg)
ছবিটি প্রতীকী
Cricketer Death: সম্প্রতি ভারতীয় ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। গত সোমবার অর্থাৎ ২৫ অগাস্ট এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কী সেই সিদ্ধান্ত? যদি কোনও সদ্য ক্রিকেটার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, তাহলে তাঁর পার্টনারকে ১ লাখ টাকা দিয়ে আর্থিক সাহায্য করা হবে। জানা গিয়েছে, শীঘ্রই এই নিয়ম চালু হয়ে যাবে। অর্থাৎ, কঠিন সময়ে ICA-র পক্ষ থেকে সদস্য ক্রিকেটারদের পরিবারকে আর্থিক সাহায্য করা হবে। পাশাপাশি, ওই ক্রিকেটারের যোগদানকে সম্মান জানানো হবে।
Cricketer Death: মর্মান্তিক! ছক্কা হাঁকিয়েই সব শেষ, মৃত্যুর কোলে ঢলে পড়লেন তরুণ ক্রিকেটার
এই মর্মে ভারতীয় ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। সেখানে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, এই আর্থিক সাহায্য শুধুমাত্র প্রয়াত ICA সদস্যদের পরিবারকেই দেওয়া হবে। বোর্ডের পক্ষ থেকে ১ লাখ টাকা করে দেওয়ার সবুজ সংকেত ইতিমধ্যেই প্রদান করা হয়েছে।
Australian Cricketer Death: অস্ট্রেলিয়া ক্রিকেটে নক্ষত্র পতন, চিরনিদ্রার দেশে বিশ্বকাপজয়ী ক্রিকেটার
ICA-র এই পদক্ষেপে কতগুলো পরিবার পাবেন সাহায্য?
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ICA-র এই পদক্ষেপে ৫০ পরিবার সুবিধা পেতে পারেন। প্রথমে দেখা হবে, কোন কোন পরিবারের এই টাকার সত্যিই দরকার রয়েছে। তাদেরই প্রথমে এই সুবিধা দেওয়া হবে। নির্দিষ্ট সময় অন্তর এই ব্যাপারে পর্যবেক্ষণ করা হবে। বোর্ডের এই পর্যবেক্ষণ অনুসারে, আর্থিক রাশির পরিমাণ পরিবর্তন করা হতে পারে। শোনা যাচ্ছে, বিসিসিআই নাকি আগামী ভবিষ্যতে মৃত ক্রিকেটারদের পরিবারের জন্য পেনশন যোজনা শুরু করতে পারে।
Cricketer Death: চোখের নিমেষে শেষ সবকিছু, ছটফট করতে করতে মৃত্যু বাঙালি ক্রিকেটারের
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ২০১৯ সালের ৫ জুলাই ভারতীয় ক্রিকেট অ্যাসোসিয়েশন স্থাপন করা হয়েছে। ভারতের প্রাক্তন ক্রিকেটাররা এই সংগঠনে প্রতিনিধিত্ব করেন। এই সংগঠনে প্রায় ১,৭৫০ সদস্য রয়েছেন। বিসিসিআই ইতিমধ্যে এই সংগঠনকে মান্যতা দিয়েছে।
Cricketer Death News: মারা গেলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন পেস বোলার, শোকের ছায়া বিশ্বজুড়ে
কীভাবে প্রাক্তন ক্রিকেটারদের সাহায্য করে ICA
এই সংগঠনের পক্ষ থেকে বেশ কয়েকটি কার্যক্রম চালানো হচ্ছে। ৬০ বছরের উপর বয়স এমন ১৭০ ভেটেরান সদস্যকে এককালীন এক লাখ টাকা দিয়ে সাহায্য করা হয়েছে। এই ক্রিকেটাররা রাজ্য কিংবা বিসিসিআই-এর পক্ষ থেকে কোনও পেনশন পান না। অন্য়দিকে, ১,০৭৯ সদস্যের গ্রুপ হেলথ ইনস্যুরেন্স করে রাখা আছে। এই বিমার আওতায় সদস্য়রা আড়াই লাখ টাকা পর্যন্ত আর্থিক কভারেজ পাবেন। পাশাপাশি সদস্যদের প্রতি বছর বিনামূল্যে হেলথ চেক-আপ করানো হবে। এই চেক-আপে মোট ৪৩ রকমের শারীরিক পরীক্ষা করানো হয়। এখনও পর্যন্ত ২,২০০ সদস্য এই সুবিধা পেয়েছেন। ৭৭ সদস্যকে ১ লাখ টাকা দেওয়া হয়েছে যাতে তাঁরা বিদেশে গিয়ে চিকিৎসা করাতে পারেন।