/indian-express-bangla/media/media_files/2025/10/12/yash-dayal-2025-10-12-12-52-33.jpg)
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে দুর্দান্ত বল করেছিলেন যশ দয়াল
Yash Dayal: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru) দলের তারকা পেসার যশ দয়ালের সমস্যা ক্রমশ বাড়তে চলেছে। যৌন নির্যাতনের অভিযোগে গাজিয়াবাদ পুলিশ তাঁর বিরুদ্ধে ১৪ পাতার একটি চার্জশিট আদালতে পেশ করেছে। প্রমাণ হিসেবে রাখা হয়েছে হোটেলের CCTV ফুটেজ এবং এই ঘটনা সম্পর্কিত যাবতীয় রেকর্ড। এই পরিস্থিতিতে আশঙ্কা করা হচ্ছে, যশ দয়ালকে গ্রেফতার করা হতে পারে।
কী হয়েছিল গোটা ঘটনাটি?
আসলে গত ২১ জুন ইন্দিরাপুরমের বাসিন্দা এক যুবতী ভারতীয় ক্রিকেটার যশ দয়ালের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ করেছিলেন। দাবি করেছিলেন যে যশ দয়াল নাকি তাঁকে যৌন নির্যাতন করেছেন। এরপর গত ২৪ জুন ইন্দিরাপুরম থানায় আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করা হয়। দিন তিনেক পর অর্থাৎ ২৭ জুন ওই যুবতীর বয়ান রেকর্ড করা হয়। অবশেষে তদন্ত শুরু করে পুলিশ। বেশ কয়েকটি প্রমাণ পুলিশের হাতে আসে। জানা গিয়েছে, নির্যাতিতা যুবতীর সঙ্গে এই ঘটনাটি ইন্দিরাপুরমে নয়, বরং লিঙ্ক রোড থানা এলাকার একটি হোটেলে করা হয়েছিল। এরপর যাবতীয় তদন্তভার লিঙ্ক রোড থানার হাতে তুলে দেওয়া হয়।
Yash Dayal Controversy: 'ব্যবহার করো আর ফেলে দাও'! RCB তারকার বিরুদ্ধে বিস্ফোরক তরুণী, ভাইরাল পোস্ট
গত ২৮ জুন লিঙ্ক রোড থানার পক্ষ থেকে যশ দয়ালকে একটি নোটিশ পাঠানো হয়েছিল। সঙ্গে নির্দেশ দেওয়া হয়, অভিযুক্ত ভারতীয় ক্রিকেটার যেন ৩ দিনের মধ্যে নিজের বিবৃতি দাখিল করেন। কিন্তু, প্রথমবার যশ দয়াল সেই নোটিশে সাড়া দেননি। রেকর্ড করাননি নিজের বিবৃতি। শেষপর্যন্ত যশ দয়ালকে ডিসিপি ট্রান্স হিন্ডনের দফতরে নিজের বিবৃতি দাখিল করাতে হয়।
Yash Dayal: RCB পেসারের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ! দায়ের FIR, তদন্তে মুখ্যমন্ত্রী
একনজরে ২০২৫ আইপিএল টুর্নামেন্টে যশ দয়ালের পারফরম্য়ান্স
২০২৫ আইপিএল মেগা অকশনের ঠিক আগে যশ দয়ালকে ৫ কোটি টাকার বিনিময়ে রিটেন করেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ২০২৫ আইপিএল টুর্নামেন্টে যশ দয়াল যথেষ্ট ভাল পারফরম্য়ান্স করেন। এই টুর্নামেন্টে তিনি মোট ১৩ উইকেট শিকার করেন। এই পরিস্থিতিতে আদালত যদি যশ দয়ালের বিপক্ষে সিদ্ধান্ত জানায় এবং তাঁর কারাবাস হয়, সেক্ষেত্রে ২০২৬ আইপিএল নিলামের আগেই তাঁকে রিলিজ করতে হবে আরসিবিকে।