Indian Cricketer Cancer: একা নন ক্লার্ক, ক্যানসার হানা দিয়েছিল এই ভারতীয় ক্রিকেটারের শরীরেও!

Indian Cricketer Cancer: গোটা ক্রিকেট বিশ্ব আপাতত ক্লার্কের দ্রুত সুস্থতা কামনা করছে। কিন্তু, আপনারা কী জানেন যে ভারতের একজন ক্রিকেটারও ক্যানসারের বিরুদ্ধে লড়াই করেছেন। তিনি অধিনায়ক না হলেও টিম ইন্ডিয়াকে জিতিয়েছেন জোড়া বিশ্বকাপ।

Indian Cricketer Cancer: গোটা ক্রিকেট বিশ্ব আপাতত ক্লার্কের দ্রুত সুস্থতা কামনা করছে। কিন্তু, আপনারা কী জানেন যে ভারতের একজন ক্রিকেটারও ক্যানসারের বিরুদ্ধে লড়াই করেছেন। তিনি অধিনায়ক না হলেও টিম ইন্ডিয়াকে জিতিয়েছেন জোড়া বিশ্বকাপ।

author-image
IE Bangla Sports Desk
New Update
Yuvraj Singh Cancer

ক্লার্কের মতো এক ভারতীয় ক্রিকেটারের শরীরেও বেঁধেছিল ক্যানসারের মারণ ব্য়াধি

Michael Clarke: অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার মাইকেল ক্লার্ক ত্বকের ক্যানসারে (Cancer) আক্রান্ত। সম্প্রতি তিনি নিজেই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে সেকথা জানিয়েছেন। পাশাপাশি ত্বক ক্যানসার সম্পর্কে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে সমর্থকদের কাছে আবেদনও করেছেন। প্রসঙ্গত, ক্লার্ক অস্ট্রেলিয়া ক্রিকেট দলে কিংবদন্তী অধিনায়কদের মধ্যে একজন। তাঁর নেতৃত্বেই ২০১৫ সালে ক্যাঙারু ব্রিগেড ওয়ানডে বিশ্বকাপের খেতাব জয় করেছিল।

Advertisment

Michael Clarke Cancer: শোকের ছায়া ক্রিকেট বিশ্বে! ক্যানসারে আক্রান্ত বিশ্বকাপজয়ী অধিনায়ক

যাইহোক, গোটা ক্রিকেট বিশ্ব আপাতত ক্লার্কের দ্রুত সুস্থতা কামনা করছে। কিন্তু, আপনারা কী জানেন যে ভারতের একজন ক্রিকেটারও ক্যানসারের বিরুদ্ধে লড়াই করেছেন। তিনি অধিনায়ক না হলেও টিম ইন্ডিয়াকে জিতিয়েছেন জোড়া বিশ্বকাপ। প্রথমবার ২০০৭ সালে। আর দ্বিতীয়বার ২০১১। এরথেকে বেশি গৌরচন্দ্রিকা করে আর লাভ নেই! আপনারা এতক্ষণে বুঝেই গিয়েছেন যে কোন ভারতীয় ক্রিকেটারের কথা এখানে আলোচনা করা হচ্ছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন। টিম ইন্ডিয়ার অন্যতম সেরা অলরাউন্ডার যুবরাজ সিংয়ের (Yuvraj Singh) ব্যাপারেই আলোচনা করা হচ্ছে।

Advertisment

Tannishtha Chatterjee Cancer: ক্যানসারের চতুর্থ স্টেজে বাঙালি অভিনেত্রী, বৃদ্ধা মা-সন্তানের দায়িত্বভার, কী বললেন তন্নিষ্ঠা?

Yuvraj Singh (1)

প্রত্যাবর্তনের রূপকথা লিখেছিলেন যুবরাজ

মাইকেল ক্লার্কের ক্যানসার নিয়ে যখন গোটা বিশ্বে আলোচনা চলছে, ঠিক সেইসময় ভারতীয় ক্রিকেট সমর্থকদের মনের মণিকোঠায় যুবরাজ সিংয়ের নাম ক্রমশ ফ্ল্যাশব্যাকে আসছে। ক্রিকেটীয় রূপকথায় যদি মানসিক শক্তির উপাখ্যান লিখতে হয়, তাহলে সবার আগে আসবে যুবরাজ সিংয়ের নাম। ২০১১ সালের এই ক্রিকেট বিশ্বকাপজয়ী নায়ক কাউকে বুঝতেই দেননি যে তাঁর শরীরে ক্যানসারের মারণব্যাধি বাসা বেঁধেছে। অসুস্থ শরীর নিয়েই তিনি বিশ্বকাপ টুর্নামেন্টে ৩৬২ রান করার পাশাপাশি ১৫ উইকেট শিকার করেছিলেন। বিশ্বকাপের ট্রফি হাতে তুলতে না তুলতেই তিনি চিকিৎসকের কাছে দৌড়ে যান। সেখানেই ধরা পড়ে তাঁর ফুসফুসে ক্যানসার হয়েছিল।

Yuvraj Singh-Abhishek Sharma: রাতভর পার্টি, বান্ধবী...! যুবরাজের কড়া শাসনে শুধরে যান এই তারকা ক্রিকেটার

Yuvraj Singh

এরপর মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যান যুবরাজ সিং। সেখানেই চলে তাঁর একের পর এক কেমোথেরাপি। মাসের পর মাস তিনি সহ্য করেছেন অক্লান্ত কষ্ট। একবারে দুর্বল হয়ে পড়েছিল শরীর। আর মানসিক দুশ্চিন্তা ছিল তো তাঁর ছায়াসঙ্গী। তবে যাবতীয় প্রতিবন্ধকতাকে ক্লিন বোল্ড করে তিনি শেষপর্যন্ত ২০১২ সালে আন্তর্জাতিক ক্রিকেটে কামব্যাক করেন। লেখেন, ভারতীয় ক্রিকেট ইতিহাসে প্রত্যাবর্তনের এক নয়া রূপকথা। ক্যানসারের বিরুদ্ধে যুবরাজের লড়াই আজও গোটা বিশ্বকে অনুপ্রাণিত করে।

Yuvraj Singh cancer Michael Clarke