/indian-express-bangla/media/media_files/2025/10/20/parvez-rasool-2025-10-20-15-25-25.jpg)
টিম ইন্ডিয়ার জার্সিতে পারভেজ রসুল
Parvez Rasool: পারভেজ রসুল। এই নামটা ভারতীয় ক্রিকেট সমর্থকদের কাছে একেবারেই অপরিচিত নয়। সোমবার (২০ অক্টোবর) ক্রিকেট খেলার যাবতীয় ফরম্য়াট থেকে তিনি অবসর গ্রহণ করেছেন। জম্মু-কাশ্মীরের (Jammu and Kashmir) প্রথম ক্রিকেটার হিসেবে পারভেজ টিম ইন্ডিয়ায় (Indian Cricket Team) খেলার সুযোগ পেয়েছিলেন। খেলেছিলেন আইপিএল টুর্নামেন্টও। ৩৬ বছর বয়সি রসুল ইতিমধ্যে BCCI-কে অবসরের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। যদিও ১৭ বছর ধরে তিনি প্রথম শ্রেণীর ক্রিকেট খেলেন। এই ফরম্য়াটে তিনি ৩৫২ উইকেট শিকারের পাশাপাশি ৫,৬৪৮ রান করেছেন।
Indian Cricketer Retirement: আচমকা নিলেন অবসর, ভারতীয় ক্রিকেটারের সিদ্ধান্তে হতবাক সকলেই
টিম ইন্ডিয়ার হয়ে খেলেছেন মাত্র ২ ম্য়াচ
প্রথম শ্রেণীর ক্রিকেটে রসুল দুর্দান্ত পারফরম্য়ান্স করলেও, আন্তর্জাতিক ক্রিকেটে তিনি মাত্র দুটো ম্য়াচই খেলার সুযোগ পেয়েছেন। একটি ওয়ানডে এবং একটি টি-২০। সুরেশ রায়নার অধিনায়কত্বে প্রথমবার টিম ইন্ডিয়ায় সুযোগ পেয়েছিলেন তিনি। ২০১৪ সালের ১৫ জুন মীরপুরে বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ ক্রিকেটে অভিষেক করেছিলেন। এরপর প্রায় আড়াই বছর পর বিরাট কোহলির নেতৃত্বে ইংল্যান্ডের বিরুদ্ধে কানপুরে প্রথম ওয়ানডে ম্য়াচ খেলতে নামেন তিনি।
Indian Cricketer Retirement: ৮ মাসের মধ্য়েই অবসর ৪ ভারতীয় ক্রিকেটারের, পিছনে অন্য কারণ?
রঞ্জিতে দুর্দান্ত পারফরম্য়ান্স
তবে রঞ্জি ট্রফিতে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন পারভেজ রসুল। অলরাউন্ড পারফরম্য়ান্সের জোরেই তিনি দু'বার (২০১৩/১৪ এবং ২০১৭/১৮) লালা অমরনাথ ট্রফি জয় করেন। তবে যে প্রতিবন্ধকতা অতিক্রম করে তিনি সাফল্যের রাস্তা প্রশস্থ করেছিলেন, তা সত্যিই প্রশংসনীয়।
Indian Cricketer Retirement: বিশ্বকাপের আগেই চরম সিদ্ধান্ত, অবসর নিলেন ভারতের তারকা ক্রিকেটার
অবসর গ্রহণের স্পোর্টস্টারকে দেওয়া একটি স্পেশাল ইন্টারভিউয়ে তিনি জানিয়েছেন, 'যখন আমি ক্রিকেট খেলা শুরু করেছিলাম, সেইসময় জম্মু-কাশ্মীরে কেউ ক্রিকেট খেলাটাকে গুরুত্ব দিত না। কিন্তু, আমরা বড়-বড় দলকে হারিয়েছিলাম। রঞ্জি ট্রফি সহ BCCI-এর বেশ কয়েকটি টুর্নামেন্টে ভালো পারফরম্য়ান্স করেছিলাম।'
Indian Cricketer Retirement: ভারতকে জিতিয়েছিলেন বিশ্বকাপ, বিরাটের পর অবসর নিলেন IPL জয়ী KKR তারকা
IPL টুর্নামেন্টে সুযোগ দিয়েছিল পুনে ওয়ারিয়র্স
২০১২-১৩ মরশুমে রসুল জম্মু-কাশ্মীরের হয়ে দুর্দান্ত পারফরম্য়ান্স করেন। ওই মরশুমে তিনি একাই ৫৯৪ রান করার পাশাপাশি ৩৩ উইকেটও শিকার করেন। এরপর তাঁকে ভারতীয় ক্রিকেট দলে সুযোগ দেওয়া হয়েছিল। অবশেষে আইপিএল ফ্র্যাঞ্চাইজি পুনে ওয়ারিয়র্সের সঙ্গেও তাঁর নাম যুক্ত হয়ে যায়। যদিও গত কয়েকটা মরশুম রসুল একেবারে ভাল পারফরম্য়ান্স করতে পারেননি। দীর্ঘ কয়েকবছর ধরে জম্মু-কাশ্মীরের রঞ্জি দলেও সেভাবে সুযোগ পাচ্ছেন না। আপাতত ফুল-টাইম কোচিংয়ের উপরই তিনি ফোকাস বাড়াচ্ছেন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us