/indian-express-bangla/media/media_files/2025/08/09/ravichamdran-ashwin-2025-08-09-13-46-31.jpg)
চেন্নাই সুপার কিংসের ব্ল্যাক হর্স রবিচন্দ্রন অশ্বিন
Ravichandran Ashwin: ২০২৬ আইপিএল টুর্নামেন্ট নিয়ে ইতিমধ্যে আলোচনা শুরু হয়ে গিয়েছে। শোনা যাচ্ছে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আগামী মরশুম শুরু হওয়ার আগেই বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি তাদের তারকা ক্রিকেটারদের ছেড়ে দিতে পারে। এই তালিকায় নাম রয়েছে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) দলের প্রাক্তন অধিনায়ক সঞ্জু স্যামসনের (Sanju Samson) এবং চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) দলের তারকা অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিনের। বেশ কয়েকটি রিপোর্ট মারফৎ জানা গিয়েছে, রাজস্থান রয়্যালস দল ছাড়ার জন্য স্যামসন নাকি নিজেই আবেদন করেছেন। জানিয়েছেন, তাঁকে যেন ট্রেড কিংবা রিলিজ করে দেওয়া হয়।
অন্যদিকে আবার শোনা যাচ্ছে, রবিচন্দ্রন অশ্বিনও নাকি মহেন্দ্র সিং ধোনির দল চেন্নাই সুপার কিংস থেকে আলাদা হতে পারেন। পাশাাপাশি, CSK অ্যাকাডেমির ডিরেক্টর অফ অপারেশনসের দায়িত্বও ছেড়ে দিতে পারেন তিনি। এই জল্পনার মধ্যেই অশ্বিনের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে। সেখানে তিনি নিজেই ট্রেড করার কথা জানিয়েছেন।
Chennai Super Kings: চেন্নাইয়ের সামনে বন্ধ প্লে-অফের দরজা! আর কোনও সুযোগই নেই ধোনিদের?
CSK ছাড়ার জল্পনায় ভাইরাল অশ্বিনের মন্তব্য
আসলে, অশ্বিন সম্প্রতি 'কুট্টি স্টোরিজ উইথ অ্যাশ'-এর আগামী এপিসোডের একটি টিজার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। এই এপিসোডে তাঁর সঙ্গে রাজস্থান রয়্যালস দলের প্রাক্তন অধিনায়ক সঞ্জু স্যামসনকে দেখতে পাওয়া গিয়েছে। এই ভিডিওয় অশ্বিন কার্যত মজা করে CSK ছাড়ার গুঞ্জনে রিঅ্যাক্ট করেছেন।
Chennai Super Kings: মাত্র ১৭ বছরেই ছিঁড়ল শিকে, ধোনির সঙ্গে খেলার সুযোগ পেলেন এই ক্রিকেটার!
অশ্বিন বলেছেন, 'তোমাকে জিজ্ঞাসা করার জন্য একাধিক প্রশ্ন আমার কাছে রয়েছে। কিন্তু, প্রশ্ন করার আগে ভাবছি যে নিজেকেই ট্রেড করে নিই। আমি কেরলে থাকতেই ভালবাসি। ইতিমধ্যে একাধিক গুঞ্জন শুরু হয়েছে। অধিকাংশ ব্যাপারে তো আমি নিজেই কিছু জানি না। সেকারণেই ভাবলাম যে তোমার থেকে একটু জিজ্ঞাসা করে নিই। আমি যদি কেরলে থাকি, আর তুমি চেন্নাইয়ে যাও, তাহলে ব্যাপারটা কেমন হবে?' অশ্বিনের এই প্রশ্ন শোনার পরই সঞ্জু স্যামসন হাসতে শুরু করেন। আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করেছে।
দেখে নিন সেই ভাইরাল ভিডিও:
SANJU × ASHWIN 😂🔥
— Johns. (@CricCrazyJohns) August 8, 2025
- A fun Episode on the way for Cricket fans...!!! pic.twitter.com/dmBl310gbp
৯,৭৫ কোটি টাকায় অশ্বিনকে দলে নিয়েছিল CSK
গত বছরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন রবিচন্দ্রন অশ্বিন। ২০২৫ আইপিএল টুর্নামেন্টের নিলাম অনুষ্ঠানে ৩৮ বছর বয়সি এই ক্রিকেটারকে চেন্নাই সুপার কিংস ৯,৭৫ কোটি টাকার বিনিময়ে দলে নিয়েছিল। গত আইপিএল মরশুমে তিনি ৯ ম্য়াচে মাত্র ৭ উইকেট শিকার করেছিলেন। ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত চেন্নাই সুপার কিংস দলের হয়েই খেলেন অশ্বিন। গোটা ক্রিকেট কেরিয়ারে তিনি মোট ২২১ আইপিএল ম্যাচ খেলেন এবং শিকার করেন ১৮৭ উইকেট। অন্যদিকে, রাজস্থান রয়্যালস সঞ্জু স্যামসনকে ১৮ কোটি টাকা দিয়ে রিটেন করেছিল। সূত্রের খবর, CSK নাকি ইতিমধ্যেই সঞ্জুকে সই করানোর ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে।