Indian Hockey Team: কোন অঙ্কে এশিয়া কাপ ফাইনালে খেলবে ভারত? চিনের বিরুদ্ধে হারতেই...

Indian Hockey Team: এই টুর্নামেন্টে ভারতের মহিলা হকি দল কার্যত অশ্বমেধ ঘোড়ার মতো দৌড়চ্ছিল। একটাও ম্য়াচ তারা হারেনি। কিন্তু, চিনের সামনে টিম ইন্ডিয়ার বিজয়রথ আটকে যায়।

Indian Hockey Team: এই টুর্নামেন্টে ভারতের মহিলা হকি দল কার্যত অশ্বমেধ ঘোড়ার মতো দৌড়চ্ছিল। একটাও ম্য়াচ তারা হারেনি। কিন্তু, চিনের সামনে টিম ইন্ডিয়ার বিজয়রথ আটকে যায়।

author-image
IE Bangla Sports Desk
New Update
India vs China

চিনের বিরুদ্ধে ১-৪ গোলে পরাস্ত হয়েছে ভারতীয় মহিলা হকি দল

India vs China: ২০২৫ এশিয়া কাপের (Hockey Asia Cup 2025) সুপার ফোর পর্ব শুরু হয়ে গিয়েছে। গত বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) এই পর্বের দ্বিতীয় ম্য়াচে চিনের বিরুদ্ধে খেলতে নেমেছিল ভারতীয় মহিলা হকি দল (Indian Hockey Team)। কিন্তু দূর্ভাগ্যের বিষয়, টিম ইন্ডিয়া এই ম্য়াচে ১-৪ গোলে পরাস্ত হয়েছে। ম্যাচটি চিনের হাংঝু প্রদেশে আয়োজন করা হয়েছিল।

Advertisment

India vs China Hockey Highlights: দুরমুশ হয়ে গেল চিনের শক্তি, মুখে চুনকালি মাখিয়ে ফেরত পাঠাল ভারত

এই টুর্নামেন্টে ভারতের মহিলা হকি দল কার্যত অশ্বমেধ ঘোড়ার মতো দৌড়চ্ছিল। একটাও ম্য়াচ তারা হারেনি। কিন্তু, চিনের সামনে টিম ইন্ডিয়ার বিজয়রথ আটকে যায়। এই ম্যাচে টিম ইন্ডিয়ার হয়ে একমাত্র গোলটি করেন মুমতাজ খান। ভারতীয় হকি দলের কোচ হরেন্দ্র সিং অবশ্য এই পারফরম্যান্স নিয়ে একেবারেই খুশি নন। 

Advertisment

India vs China: চিনের হারে প্রবল অস্বস্তিতে ভারত, এবার কী করবে টিম ইন্ডিয়া?

এক নজরে ম্য়াচের সারাংশ

ম্যাচের চতুর্থ মিনিটে চিনের হয়ে প্রথম গোলটি করেন জৌ মেইরং। এরপর ৩১ মিনিটে ব্যবধান বাড়ালেন চেন ইয়াং। ৩৮ মিনিটে টিম ইন্ডিয়ার সম্মান কিছুটা হলেও বাঁচানোর চেষ্টা করেন মুমতাজ খান। কিন্তু, তাতে অবশ্য লাভ কিছু হয়নি। ৪৭ মিনিটে চিনের হয়ে তৃতীয় গোলটি করেন ট্যান জিনজ়ুয়াং। আর ৫৬ মিনিটে ভারতের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন সেই জৌ মেইরং। এই ম্য়াচে তিনি জোড়া গোল করেন। আর সেইসঙ্গে ভারত ১-৪ ব্যবধানে পরাস্ত হয়।

India vs China: এশিয়া কাপে যুদ্ধের মেজাজ, চিনকে হারিয়ে উল্লাস ভারতের

এই পরিস্থিতিতে প্রশ্ন উঠতে শুরু করেছে, চিনের বিরুদ্ধে পরাজয়ের পর টিম ইন্ডিয়া কি ফাইনালে উঠতে পারবে? উল্লেখ্য, সুপার ফোর পর্বে চিনের হাতে এখনও ২ ম্যাচ বাকি থাকলেও তারা কার্যত ফাইনালে পৌঁছে গিয়েছে। অন্যদিকে, টিম ইন্ডিয়াকে খেলতে হবে জাপানের (১২ সেপ্টেম্বর) বিরুদ্ধে। এই খেলায় যদি ভারত জিততে পারে, তাহলেই একমাত্র ফাইনালে পৌঁছতে পারবে। গোটা টুর্নামেন্টে টিম ইন্ডিয়া যেভাবে পারফরম্যান্স করেছে, সেকথা মাথায় রেখে বলা যেতেই পারে টিম ইন্ডিয়া এই ম্য়াচটা অনায়াসে জিততে পারবে।

Indian Hockey Team Hockey Asia Cup 2025 India vs China