/indian-express-bangla/media/media_files/2025/09/06/indian-hockey-team-7-2025-09-06-21-04-42.jpg)
চিনকে হারানোর পর ভারতীয় হকি দলের উল্লাস
Hockey Asia Cup 2025: ২০২৫ হকি এশিয়া কাপের ফাইনালে পৌঁছে গেল ভারত। সুপার ফোর পর্বের দ্বিতীয় ম্য়াচে টিম ইন্ডিয়া চিনের (India vs China) বিরুদ্ধে খেলতে নেমেছিল। এই ম্য়াচে ভারতীয় হকি দল ৭-০ ব্যবধানে জয়লাভ করেছে। বিহার স্পোর্টস ইউনিভার্সিটি হকি স্টেডিয়ামে এই ম্য়াচের আয়োজন করা হয়েছিল। ভারতের হয়ে জোড়া গোল শানালেন অভিষেক। এছাড়া একটি করে গোল করেন শিলানন্দ লাকরা, দিলপ্রীত সিং, মনদীপ সিং, রাজকুমার পাল, সুখজিৎ সিং। এই জয়ের পর ভারতীয় হকি দলের জন্য গোটা দেশজুড়ে প্রশংসার বন্যা বইতে শুরু করেছে।
India vs China: এশিয়া কাপে যুদ্ধের মেজাজ, চিনকে হারিয়ে উল্লাস ভারতের
প্রথম গোল
এবার ম্য়াচের কথায় আসা যাক। চিনের বিরুদ্ধে শুরু থেকেই রণংদেহি মেজাজে দেখতে পাওয়া যায় টিম ইন্ডিয়াকে। ম্য়াচের চতুর্থ মিনিটেই ভারতের হয়ে প্রথম গোলটি করলেন শিলানন্দ লাকরা। বৃত্তের মধ্যে বলটা বিপদমুক্ত করতে পারেনি চিনের ডিফেন্স। আর একেবারে সঠিক সময়ে সঠিক জায়গায় উপস্থিত ছিলেন শিলানন্দ লাকরা। তিনি একেবারে কাছ থেকে শট মেরে বলটা বিপক্ষের জালে জড়িয়ে দেন।
দ্বিতীয় গোল
প্রথম গোলের ধাক্কা চিন সহ্য করতে না করতেই মাত্র তিন মিনিটের মধ্যে ২-০ ব্যবধানে এগিয়ে যায় টিম ইন্ডিয়া। এবার গোলটি করলেন দিলপ্রীত সিং। একটা পেনাল্টি কর্নারকে কীভাবে কাজে লাগাতে হয়, সেটা কার্যত দেখিয়ে দিল ভারত। বলটা নিয়ে ঢুকছিলেন হরমনপ্রীত। কিন্তু, তাঁর শটটা তুলনামূলক অনেকটাই দুর্বল ছিল। কিন্তু, আবারও সেই বলটা ক্লিয়ার করতে পারল না চিন। আর সেই সুযোগটাই কাজে লাগালেন দিলপ্রীত। বলটা তিনি তোকাঠির মধ্যে ঢুকিয়ে দেন।
India vs China: চিনের হারে প্রবল অস্বস্তিতে ভারত, এবার কী করবে টিম ইন্ডিয়া?
তৃতীয় গোল
দ্বিতীয় কোয়ার্টারের তৃতীয় মিনিটে ৩-০ ব্যবধানে লিড নিল ভারতীয় হকি দল। তৃতীয় গোলটি করলেন মনদীপ সিং। আরও একটি পেনাল্টি কর্নারের যথোপযোগ করল ভারত। হরমনপ্রীতের শট প্রথমে প্রতিহত হয়ে যায়। সেখান থেকে বল যায় বিবেকের কাছে। বিবেক গোলমুখী শট হাঁকায়। চিনের গোলরক্ষক কোনওক্রমে শটটা বাঁচালেও বিপদমুক্ত করতে পারেননি। আর বলটা একেবারে গোলপোস্টের সামনেই ছিল। এমন সময় দ্রুত এই সুযোগটা কাজে লাগান মনদীপ। একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে শট নেন তিনি। সঙ্গে সঙ্গে গোটা দেশ বলে ওঠে, 'গোওওওওলললল'।
India vs Japan Hockey Highlights: ভারতীয় বোমায় ধ্বংস জাপান, এশিয়া কাপে জয় অব্যাহত টিম ইন্ডিয়ার
চতুর্থ গোল
আশা করা হয়েছিল, ম্য়াচের দ্বিতীয়ার্ধে চিন হয়ত কিছুটা হলেও লড়াইয়ে ফিরতে পারবে! কিন্তু, কোথায় কী? ভারতের দাপটে আবারও তারা দুরমুশ হয়ে গেল। তৃতীয় কোয়ার্টারে জোড়া গোল করে টিম ইন্ডিয়া। ৩৭ মিনিটে ভারতের হয়ে চতুর্থ গোলটি করলেন রাজকুমার পাল। বাঁ-দিক থেকে বলটা মাঝখানে ক্রস করেন শিলানন্দ। সেখান থেকে বলটা পান দিলপ্রীত। চিনের গোলরক্ষককে হেলায় পরাস্ত করেন তিনি। তবে রাজকুমার পোস্টের একেবারে কাছেই দাঁড়িয়েছিলেন। দিলপ্রীত বলটা তাঁর দিকে বাড়ান। রাজকুমার প্রথমে ট্যাপ করে বলটা নামান এবং হেসেখেলে জালের মধ্যে জড়িয়ে দেন।
India vs Kazakhstan Highlights: গোলের বন্যা ভারতের, জিতে নিল একতরফা ম্য়াচ
পঞ্চম গোল
এরপর ২ মিনিটের মধ্যে আবারও গেল ভারতের। এবার গোলটি করলেন সুখজিৎ সিং। বাঁ-দিক থেকে বৃত্তের মধ্যে প্রবেশ করলেন দিলপ্রীত। কাটব্যাক করে তিনি বলটা সুখজিতের দিকে বাড়িয়ে দন। বলটা রিসিভ করা সুখজিতের কাছে খুব একটা সহজ কাজ ছিল না। কিন্তু, কোনওক্রমে বলের নাগাল পান তিনি। অবশেষে দিলেন অভিজ্ঞতার দাম। একটা নীচু শটে তিনি বটম রাইট কর্নার দিয়ে বলটাকে বিপক্ষের জালে জড়িয়ে দেন।
ষষ্ঠ এবং সপ্তম গোল
একেবারে শেষবেলায় কামাল দেখালেন ভারতীয় হকি তারকা অভিষেক। ম্যাচের ৪৬ এবং ৫০ মিনিটে পরপর দুটো গোল করেন তিনি। আর সেইসঙ্গে টিম ইন্ডিয়া ৭-০ গোলে জয়লাভ করে। ফাইনাল ম্য়াচে কোরিয়ার বিরুদ্ধে খেলতে হবে টিম ইন্ডিয়াকে।