/indian-express-bangla/media/media_files/2025/10/05/smriti-mandhana-2025-10-05-16-06-06.jpg)
বড় রান করতে পারলেন না স্মৃতি মান্ধানা
IND W vs PAK W: ২০২৫ বিশ্বকাপে ভারত এবং পাকিস্তান মহিলা ক্রিকেট দল খেলতে নেমেছে। গত রবিবার (২৮ সেপ্টেম্বর) এশিয়া কাপ ফাইনালে পাকিস্তানকে হারিয়েছিল ভারতীয় ক্রিকেট দল (Indian Women Cricket Team)। এবার পাকিস্তানকে 'অওকাত' দেখাতে প্রস্তুত হরমনপ্রীত কৌর অ্যান্ড কোম্পানি। পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক ফতিমা সানা টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন। এই ম্য়াচে ব্যাট হাতে আরও একবার ব্যর্থ হলেন টিম ইন্ডিয়ার ওপেনার স্মৃতি মান্ধানা (Smriti Mandhana)। ১৩ ওভার শেষে টিম ইন্ডিয়া ১ উইকেটে ৫৭ রান করেছে।
মাত্র ২৩ রান করে আউট স্মৃতি
পাকিস্তানের বিরুদ্ধে শুরুটা ভাল করেও বড় রান করতে পারলেন না স্মৃতি মান্ধানা। ৩২ বলে মাত্র ২৩ রান করে আউট হয়ে যান। তাঁর ব্যাট থেকে চারটে বাউন্ডারি দেখতে পাওয়া গিয়েছে। নবম ওভারে বল করতে এসেছিলেন পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক ফতিমা সানা। ওভারের শেষ ডেলিভারিতে বলটা লেগ স্টাম্পে পড়েছিল। সেটা সোজা স্মৃতির প্যাডে আঘাত করে। সঙ্গে সঙ্গে আম্পায়ার আউট দিয়ে দেন। কিন্তু, স্মৃতি ভেবেছিলেন যে ফতিমার ডেলিভারি হয়ত লেগ স্টাম্পের বাইরে পিচ হয়েছে। সেকারণে তিনি DRS নেওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু, তাতেও কোনও লাভ হয়নি। সিদ্ধান্ত বদলায়নি তৃতীয় আম্পায়ারেরও।
চলতি বিশ্বকাপে স্মৃতিকে একেবারেই ছন্দে দেখতে পাওয়া যাচ্ছে না। এই টুর্নামেন্টে ভারতীয় ক্রিকেট দল তাদের প্রথম ম্যাচটা শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমেছিল। গুয়াহাটিতে আয়োজিত ওই ম্য়াচে স্মৃতি মাত্র ৮ রান করেছিলেন। যদিও ভারত ওই ম্য়াচটা ৫৯ রানে জিতে গিয়েছিল। এরপর আশা করা হয়েছিল, পাকিস্তানের বিরুদ্ধে অন্তত তিনি ব্যাট হাতে জ্বলে উঠবেন। কিন্তু, সেটাও হল না। এই পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট সমর্থকরা রীতিমতো হতাশ হয়ে পড়েছেন।
IND W vs PAK W: অনুশীলন করছিলেন স্মৃতি-হরমনপ্রীতরা, মাঝপথেই ঘটল ভয়ঙ্কর কাণ্ড!
ভারতীয় ক্রিকেট দলের প্রথম একাদশ:
প্রতীকা রাওয়াল, স্মৃতি মান্ধানা, হারলিন দেওল, হরমনপ্রীত কৌর (অধিনায়ক), জেমিমা রডরিগস, দীপ্তি শর্মা, রিচা ঘোষ (উইকেটকিপার), স্নেহ রানা, রেণুকা সিং ঠাকুর, ক্রান্তি গৌড়, শ্রী চরণী।
IND W vs PAK W: ভারত-পাকিস্তান ম্য়াচ নিয়ে চাঞ্চল্যকর আপডেট, শুনলে অবাক হবেন আপনিও!
পাকিস্তান ক্রিকেট দলের প্রথম একাদশ:
মুনীবা আলি, সাদাফ শামাস, সিদরা আমিন, রামিন শামিম, আলিয়া রিয়াজ, সিদরা নওয়াজ (উইকেটকিপার), ফতিমা সানা (অধিনায়ক), নাতালিয়া পারভেজ, ডায়না বেইগ, নাশারা সান্ধু, সাদিয়া ইকবাল।