India vs Pakistan Handshake Controversy: টসে জিতে ফিল্ডিং পাকিস্তানের, এবার হ্যান্ডশেক করল টিম ইন্ডিয়া?

India vs Pakistan: শুরু হয়ে গেল ২০২৫ মহিলা ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ষষ্ঠ ম্য়াচ। মুখোমুখি ভারত এবং পাকিস্তান। এই খেলাটি রবিবার অর্থাৎ ৫ অক্টোবর কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে এই ম্য়াচের আয়োজন করা হয়েছে।

India vs Pakistan: শুরু হয়ে গেল ২০২৫ মহিলা ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ষষ্ঠ ম্য়াচ। মুখোমুখি ভারত এবং পাকিস্তান। এই খেলাটি রবিবার অর্থাৎ ৫ অক্টোবর কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে এই ম্য়াচের আয়োজন করা হয়েছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
India vs Pakistan (21)

পাকিস্তানিদের সঙ্গে হাত মেলাল না টিম ইন্ডিয়া

India vs Pakistan: শুরু হয়ে গেল ২০২৫ মহিলা ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের (Women's ODI World Cup 2025) ষষ্ঠ ম্য়াচ। মুখোমুখি ভারত এবং পাকিস্তান (IND W vs PAK W)। এই খেলাটি রবিবার অর্থাৎ ৫ অক্টোবর কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে এই ম্য়াচের আয়োজন করা হয়েছে। ইতিমধ্যে ম্য়াচের টস হয়ে গিয়েছে। প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। দুই দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur) এবং ফতিমা সানা একে অপরের সঙ্গে হাত মেলালেন না। দুপুর তিনটে থেকে শুরু হবে খেলা। চলতি বিশ্বকাপে টিম ইন্ডিয়া যেখানে ইতিমধ্যে তাদের প্রথম ম্যাচে জয়লাভ করেছে, সেখানেই পাকিস্তান ক্রিকেট দল প্রথম ম্য়াচে বাংলাদেশের কাছে ৭ উইকেটে হেরে গিয়েছে। রবিবাসরীয় মহারণে শেষপর্যন্ত কোন দল জয়লাভ করে, সেটাই আপাতত দেখার।

Advertisment

IND W vs PAK W Weather Update: ভারত-পাকিস্তান ম্য়াচের আগে মারাত্মক খবর, বৃষ্টিতে ভেস্তে যাবে বিশ্বকাপের লড়াই?

ভারত বনাম পাকিস্তান হেড টু হেড

মহিলা ওয়ানডে ক্রিকেট ইতিহাসে ভারতের সামনে কার্যত 'নস্যি' পাকিস্তান দল। এখনও পর্যন্ত দুটো দলের মধ্যে ১১ ওয়ানডে ম্য়াচ খেলা হয়েছে। কিন্তু, একটা ম্য়াচও পাকিস্তান জিততে পারেনি। ১১ ম্য়াচেই টিম ইন্ডিয়া লাগাতার পাকিস্তানকে হারিয়েছে। আজকের ম্য়াচ জিতে হরমনপ্রীত অ্যান্ড কোম্পানি টিম ইন্ডিয়ার ব্যবধান ১২-০ করতে চাইবেন। ভারত এবং পাকিস্তান মহিলা ক্রিকেট দলের মধ্যে প্রথম ওয়ানডে ম্যাচ ২০০৫ সালে আয়োজন করা হয়েছিল। সেই ম্য়াচে টিম ইন্ডিয়া ১৯৩ রানে জয়লাভ করে। তারপর থেকেই টিম ইন্ডিয়ার জয়ের ধারাবাহিকতা অব্যাহত।

Advertisment

IND W vs PAK W: অনুশীলন করছিলেন স্মৃতি-হরমনপ্রীতরা, মাঝপথেই ঘটল ভয়ঙ্কর কাণ্ড!

ভারতীয় ক্রিকেট দলের প্রথম একাদশ:

প্রতীকা রাওয়াল, স্মৃতি মান্ধানা, হারলিন দেওল, হরমনপ্রীত কৌর (অধিনায়ক), জেমিমা রডরিগস, দীপ্তি শর্মা, রিচা ঘোষ (উইকেটকিপার), স্নেহ রানা, রেণুকা সিং ঠাকুর, ক্রান্তি গৌড়, শ্রী চরণী।

IND W vs PAK W: ভারত-পাকিস্তান ম্য়াচ নিয়ে চাঞ্চল্যকর আপডেট, শুনলে অবাক হবেন আপনিও!

পাকিস্তান ক্রিকেট দলের প্রথম একাদশ:

মুনীবা আলি, সাদাফ শামাস, সিদরা আমিন, রামিন শামিম, আলিয়া রিয়াজ, সিদরা নওয়াজ (উইকেটকিপার), ফতিমা সানা (অধিনায়ক), নাতালিয়া পারভেজ, ডায়না বেইগ, নাশারা সান্ধু, সাদিয়া ইকবাল।

IND W vs SL W Highlights: চক দে ইন্ডিয়া, জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল ভারত

আত্মবিশ্বাসের তুঙ্গে টিম ইন্ডিয়া

২০২৫ মহিলা ওয়ানডে বিশ্বকাপে টিম ইন্ডিয়ার আত্মবিশ্বাস আপাতত সপ্তমে রয়েছে। গত ৩০ সেপ্টেম্বর ভারতীয় মহিলা ক্রিকেট দল শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমেছিল। এই ম্য়াচে ভারত ৫৯ রানে জয়লাভ করে হরমনপ্রীত কৌরের দল। এবার টিম ইন্ডিয়ার লক্ষ্য পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠা। আপাতত ভারত এই তালিকায় চতুর্থ স্থানে দাঁড়িয়ে রয়েছে। শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া।

India vs Pakistan IND W vs PAK W Harmanpreet Kaur Women’s ODI World Cup 2025