Finalissima 2026: মেসি বনাম ইয়ামালের দ্বৈরথ কবে, কোথায় হবে? অবশেষে জানা গেল ফিনালিসিমার দিনক্ষণ

Finalissima 2026 Argentina vs Spain: অনেক দিন ধরেই জল্পনা চলছিল, কবে হবে ফিনালিসিমা। অবশেষে জানা গেছে, আর্জেন্টিনা এবং স্পেন মৌখিক ভাবে আগামী বছর অর্থাৎ ২০২৬ সালের মার্চ মাসে ফিনালিসিমা খেলতে রাজি হয়েছে।

Finalissima 2026 Argentina vs Spain: অনেক দিন ধরেই জল্পনা চলছিল, কবে হবে ফিনালিসিমা। অবশেষে জানা গেছে, আর্জেন্টিনা এবং স্পেন মৌখিক ভাবে আগামী বছর অর্থাৎ ২০২৬ সালের মার্চ মাসে ফিনালিসিমা খেলতে রাজি হয়েছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Messi vs Yamal Finalissima 2026: কবে হবে মেসি বনাম ইয়ামালের ফুটবল মহারণ, আভাস দিল ফিফা

Messi vs Yamal Finalissima 2026: কবে হবে মেসি বনাম ইয়ামালের ফুটবল মহারণ, আভাস দিল ফিফা

Messi vs Yamal Finalissima 2026: দীর্ঘ প্রতিক্ষার অবসান। অবশেষে সেই ফিনালিসিমা মহারণের দিনক্ষণ জানা গেল। যেদিন ফুটবল মাঠে দুই তারকা সম্মুখ সমরে নামবেন। একদিকে কোপা আমেরিকা ২০২৪ (Copa  America 2024) জয়ী আর্জেন্টিনা (Argentina Football Team) এবং আরেক দিকে ইউরো কাপ ২০২৪ (Euro Cup 2024) চ্যাম্পিয়ন স্পেন (Spain)। এই ফুটবল যুদ্ধ আরও এক কারণে বিশেষ। এই মহাযুদ্ধেই প্রথমবারের মতো মুখোমুখি হবেন লিওনেল মেসি (Lionel Messi) এবং লামিনে ইয়ামাল (Lamine Yamal)। দুই তারকার লড়াই দেখার জন্য দেড় বছর অপেক্ষা করেছেন ফুটবলপ্রেমীরা। এবার সেই অপেক্ষা সাঙ্গ হল বলে। 

Advertisment

একজন ফুটবল বিশ্বের অন্যতম সেরা, মহাতারকা। জিতেছেন বিশ্বকাপ, কোপা আমেরিকা। ৮ বারের ব্যালন ডিওর জয়ী এবং আরও বহু খেতাবের মালিক মেসি। আর আরেকজন বিশ্ব ফুটবলের বিস্ময় প্রতিভা, ভবিষ্যতের মহাতারকা লামিনে ইয়ামাল। মাত্র ১৬ বছর বয়সে জিতেছেন ইউরো কাপ। দুজনের সঙ্গে জড়িয়ে আছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। একসময় বার্সেলোনা ক্লাবেই খেলতেন লিও মেসি। তাঁর জীবনের সব কিছুই প্রাপ্তি এই ক্লাবে খেলে। পরতেন ১০ নম্বর জার্সি। এবার সেই ১০ নম্বর জার্সির অধিকারী হয়েছেন ইয়ামাল। বার্সেলোনার নতুন প্রজন্মের সুপারস্টার।

আরও পড়ুন ১৮ বছরের জন্মদিনেই সর্বনাশ! ইয়ামালের পার্টি ঘিরে তুঙ্গে বিতর্ক, আইনি ফাঁদে বার্সা তারকা?

Advertisment

ইয়ামালের খেলা দেখে অনেক ফুটবল পণ্ডিত তাঁকে তুলনা করেছেন ভবিষ্যতের মেসি হিসাবে। আর এবার সেই মেসির সঙ্গেই ফুটবল দ্বৈরথে নামবেন ইয়ামাল। তিনি নিজে অবশ্য নেইমার জুনিয়েরের ভক্ত। কয়েক মাস আগেই ফুটবল দুনিয়ার আরেক মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) মাত দিয়েছেন ইয়ামালকে। উয়েফা নেশনস লিগের (UEFA Nations League) ফাইনালে ইয়ামালের স্পেনকে মাটি ধরিয়ে খেতাব জিতেছে রোনাল্ডোর পর্তুগাল। ফাইনাল ম্যাচে একেবারে ম্লান ছিলেন ইয়ামাল। তবে সেই ব্যর্থতা ঝেড়ে ফেলে ফের ফুটবল দুনিয়াকে নজের প্রতিভা দিয়ে মন্ত্রমুগ্ধ করে দিতে চান ইয়ামাল।

আরও পড়ুন ৩০ বছরের মডেল-ইনফ্লুয়েন্সারের প্রেমে হাবুডুবু ১৭-র ইয়ামাল! বিশ্ব ফুটবল তোলপাড়

কবে হবে ফিনালিসিমা?

অনেক দিন ধরেই জল্পনা চলছিল, কবে হবে ফিনালিসিমা। অবশেষে জানা গেছে, আর্জেন্টিনা এবং স্পেন মৌখিক ভাবে আগামী বছর অর্থাৎ ২০২৬ সালের মার্চ মাসে ফিনালিসিমা খেলতে রাজি হয়েছে। মার্চ মাসের ২৬-৩১ তারিখের মধ্যে হবে সেই ম্যাচ। ওই বছরই আবার ফিফা বিশ্বকাপ রয়েছে। বিশ্বকাপের প্রস্তুতি হিসাবে এই ফিনালিসিমাকে বেছে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ইউরো চ্যাম্পিয়ন স্পেন।

আরও পড়ুন রোনাল্ডোর এই রেকর্ড অধরাই রইল মেসির, কোনওদিন আর ভাঙতে পারবেন না!

কোথায় হবে এই ফুটবল মহারণ?

জানা গিয়েছে, এই ম্যাচ আয়োজনের দৌড়ে এগিয়ে রয়েছে ইংল্যান্ড। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে এই ম্যাচ হতে পারে। তবে ফিফার কাছে ম্যাচ আয়োজনের আগ্রহ দেখিয়েছে কাতার এবং সৌদি আরবও। এশিয়ায় এই ম্যাচ হলে ফুটবলপ্রেমীদের কাছে তা হবে সোনায় সোহাগা। আপাতত দিনক্ষণ এবং ভেন্যু চূড়ান্ত হওয়া বাকি। সেটা হয়ে গেলেই আধুনিক ফুটবলের অন্যতম সেরা দ্বৈরথ দেখবে দুনিয়া।

Lionel Messi Spain Lamine Yamal Argentina Football Team