/indian-express-bangla/media/media_files/2025/06/04/tMkGiL2Usgl5DDcyDr9S.jpg)
Kohli-Patidar Friendship: বিরাট এবং রজতের বন্ধুত্ব এবং পারস্পরিক সম্মান অতুলনীয়
Virat Kohli gifts his bat to Rajat Patidar: আইপিএলে (IPL 2025) যখনই কোনও দল চ্যাম্পিয়ন হয়, তখন সাধারণত সেই দলের অধিনায়কই সবচেয়ে বড় নায়ক হয়ে ওঠেন। কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) ক্ষেত্রে এইবার একটু অন্যরকম দৃশ্য দেখা গেল। যদিও রজত পাতিদারের (Rajat Patidar) অধিনায়কত্বে আরসিবি তাদের প্রথম আইপিএল ট্রফি জিতেছে, তবুও সবচেয়ে বড় হিরো হিসেবে সামনে এসেছেন বিরাট কোহলি (Virat Kohli)। টিভি ক্যামেরা হোক বা প্রাক্তন ক্রিকেটারদের শুভেচ্ছা, সব জায়গায় প্রথম নাম কোহলিরই। অধিনায়ক রজত পাতিদার এবং দলের অন্যান্য খেলোয়াড়দের নাম আসে পরে।
তবে এই সব কিছু মাঠের বাইরের ঘটনা। মাঠে বিরাট কোহলি তাঁর অধিনায়কের প্রতি পূর্ণ সম্মান ও ভালবাসা দেখিয়েছেন, যেমনটা একজন অধিনায়কের প্রাপ্য। বিরাট ও রজতের একটি ভিডিও ভাইরাল হয়েছে, যা থেকেই বোঝা যায় তাঁদের মধ্যে কী দারুণ বন্ধুত্ব এবং পারস্পরিক সম্মান রয়েছে।
আরও পড়ুন RCB চ্যাম্পিয়ন হতেই আত্মহারা মালিয়া, কোহলিকে নিয়ে বিরাট মন্তব্য প্রাক্তন মালিকের
ভিডিওটি আরসিবির ড্রেসিংরুমের। রজত পাতিদার একা বসে আছেন নিজের কিটব্যাগের কাছে। অন্যদিকে কিছু সতীর্থ খেলোয়াড় রয়েছেন, তাঁদের মধ্যে এবি ডিভিলিয়ার্সও আছেন। এই সময় বিরাট কোহলি ড্রেসিংরুমে হেঁটে বেড়াচ্ছিলেন এবং হঠাৎ করেই রজতের প্রশংসা করেন।
বিরাট হেসে রজতের পাশে দিয়ে হাঁটেন এবং বলেন, “কী দারুণ টার্নঅ্যারাউন্ড! একটা ইনজুরি রিপ্লেসমেন্ট থেকে আইপিএল জয়ী অধিনায়ক হয়ে উঠা...”
আরও পড়ুন শেষ হল আইপিএল উৎসব, কে কোন পুরস্কার পেলেন? দেখে নিন তালিকা
এই কথা বলেই কোহলি নিজের কিটব্যাগ থেকে একটি ব্যাট তোলেন এবং স্টান্স নেন। রজত বুঝে যান যে কিছু চমক অপেক্ষা করছে। তিনি বলেন, “যেটা দিয়ে খেলেন, সেটা হলে ভাল হয়…” এর উত্তরে বিরাট সেই ব্যাটটা রজতের দিকে ছুঁড়ে দেন।
"What a turnaround. Injury replacement to IPL winning captain"
— Pari (@BluntIndianGal) June 4, 2025
Kohli appreciating captain Rajat Patidar and gifted his bat him 🥹 pic.twitter.com/AdMuS01ZXX
রজত সেটি এমনভাবে ধরেন, যেন কোনও অসাধারণ ক্যাচ নিয়েছেন। তারপর তিনি সেই ব্যাটটি চুমু খান। এই মুহূর্তটি দুই খেলোয়াড়ের মধ্যেকার সম্মান, ভালবাসা এবং দলীয় ঐক্যের এক অনন্য নিদর্শন হয়ে ওঠে।
আরও পড়ুন উড়ন্ত সল্টের দুরন্ত ক্যাচ! স্তম্ভিত গোটা ক্রিকেট বিশ্ব, দেখুন ভিডিও