Ajinkya Rahane on Eden Gardens Wicket: 'আমি কিছু বললে বিপদ বাড়বে...', ইডেন কিউরেটরকে হুঁশিয়ারি রাহানের?

Ajinkya Rahane: চলতি মরশুমের প্রথম ম্য়াচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলতে নেমেছিল কলকাতা নাইট রাইডার্স। ম্য়াচের পর রাহানে স্পিন সহায়ক উইকেট দাবি করেছিলেন। কিন্তু, ইডেনের পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায় প্রকাশ্যে সেই দাবি খারিজ করে দেন।

Ajinkya Rahane: চলতি মরশুমের প্রথম ম্য়াচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলতে নেমেছিল কলকাতা নাইট রাইডার্স। ম্য়াচের পর রাহানে স্পিন সহায়ক উইকেট দাবি করেছিলেন। কিন্তু, ইডেনের পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায় প্রকাশ্যে সেই দাবি খারিজ করে দেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Ajinkya Rahane KKR 3

কলকাতা নাইট রাইডার্স দলের অধিনায়ক অজিঙ্কা রাহানে

২০২৫ আইপিএল (IPL 2025) টুর্নামেন্ট ইতিমধ্যে যথেষ্ট জমে উঠেছে। মঙ্গলবার (৮ এপ্রিল) এই টুর্নামেন্টে জোড়া ম্য়াচের আয়োজন করা হয়েছিল। এরমধ্যে প্রথম ম্য়াচে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ৪ রানে হেরে যায় কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। কলকাতার ইডেন গার্ডেন্সে (Eden Gardens) আয়োজিত এই ম্য়াচে রানের বন্যা দেখতে পাওয়া যায়।

Advertisment

আর সেকারণেই ম্য়াচের শেষে পিচ কিউরেটরের বিরুদ্ধে কার্যত রেগে আগুন হয়ে যান কেকেআর (KKR) ক্যাপ্টেন অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। ম্যাচের শেষে তিনি স্পষ্টই জানিয়ে দেন, এই উইকেট নিয়ে তিনি একেবারে খুশি নন। যদিও পিচ নিয়ে খুব বেশি বিতর্কিত মন্তব্য করতে চাননি তিনি। তাঁর কথায়, এই ব্যাপারে আলোচনা করলে বিপদ আরও বাড়তে পারে।

Ajinkya Rahane KKR: কার দোষে হারল কেকেআর? দুঃখ করে বলেই ফেললেন রাহানে

আমি কিছু বললে বিপদ বাড়বে - রাহানে

Advertisment

ম্য়াচের পর সাংবাদিক বৈঠকে এসে রাহানে বললেন, 'ইডেন গার্ডেন্সের উইকেট নিয়ে ইতিমধ্যে যথেষ্ট আলোচনা হয়েছে। এই ব্যাপারে আমি আর কোনও মন্তব্য করতে চাই না।' পাশাপাশি রাহানে ঠারেঠোরে বুঝিয়ে দিয়েছেন, কলকাতার পিচ কিউরেটর যথেষ্ট আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন। সেটা নিয়েই উনি আপাতত খুশিতে রয়েছেন।

KKR vs LSG Highlights, IPL 2025: ঘরের মাঠে লজ্জার হার কলকাতা নাইট রাইডার্সের

সঙ্গে রাহানে আরও যোগ করেছেন, এবার থেকে উইকেটের ব্যাপারে তিনি কেবলমাত্র আইপিএল এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গেই আলোচনা করবেন। এই ব্যাপারে তিনি প্রকাশ্যে কোনও কথা বলবেন না।

KKR vs LSG: কোথায় গেল ইডেনের স্পিন? লখনউ ওপেনারদের সামনে দিশেহারা বরুণ-নারিনরা

রাহানে বললেন, 'আমাদের কিউরেটর আগেই যথেষ্ট পাবলিসিটি পেয়েছেন। আমার মনে হয়, এই জনপ্রিয়তার কারণে উনি বেশ আনন্দেই রয়েছে। আমি উইকেট নিয়ে কোনও কথা বলব না। এই ব্যাপারে আইপিএল এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গেই আলোচনা করব।'

Ajinkya Rahane KKR Captain: কলকাতাকে জেতানোর পিছনে সবথেকে বড় অবদান কার? ফাঁস করলেন রাহানে

ইডেনের উইকেট নিয়ে একেবারে সন্তুষ্ট নয় কেকেআর

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, চলতি মরশুমের প্রথম ম্য়াচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলতে নেমেছিল কলকাতা নাইট রাইডার্স। ম্য়াচের পর রাহানে স্পিন সহায়ক উইকেট দাবি করেছিলেন। কিন্তু, ইডেন গার্ডেন্সের পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায় প্রকাশ্যে সেই দাবি খারিজ করে দেন। দেখার বিষয় এটাই যে উইকেট তৈরি করার ব্যাপারে সংশ্লিষ্ট কিউরেটরকে বিসিসিআই-এর আদেশ মেনে চলতে হয়।

Eden Gardens Ajinkya Rahane KKR Kolkata Knight Riders IPL 2025