/indian-express-bangla/media/media_files/2025/05/24/qYI0amIz4m5poiCc6JJ1.jpg)
করুণ নায়ার ৪৪ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেললেন
IPL 2025 Match Today, DC vs PBKS Highlights: ২০২৫ আইপিএল টুর্নামেন্টের ৬৬ নম্বর ম্য়াচে পঞ্জাব কিংস (Punjab Kings) এবং দিল্লি ক্য়াপিটালসের (Delhi Capitals) মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাওয়া গেল। এই ম্য়াচে দিল্লি ক্যাপিটালস ৬ উইকেটে জয়লাভ করে।
এই ম্য়াচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় দিল্লি। সন্ধ্যা সাড়ে ৭টা থেকে শুরু হয় ম্য়াচ। পঞ্জাব কিংস ইতিমধ্যে প্লে-অফে পৌঁছে গিয়েছে। অন্যদিকে, লিগ পর্বেই শেষ হয়ে গিয়েছে দিল্লির যাত্রা। আজ লিগ পর্বের শেষ ম্য়াচ খেলতে নেমেছিল দিল্লি ক্যাপিটালস। জয় দিয়েই তারা অভিযান শেষ করল। তবে পঞ্জাবের এখনও একটা ম্য়াচ বাকি রয়েছে।
Shubman Gill Test Captain: কেন শুভমানকেই অধিনায়ক বাছলেন আগরকর? সামনে এল আসল কারণ
শনিবার টস হেরে পঞ্জাব কিংস প্রথমে ব্যাট করতে নামে। নির্ধারিত ২০ ওভারে তারা ৮ উইকেট হারিয়ে ২০৬ রান করেছে। পঞ্জাবের হয়ে চোখ ধাঁধানো হাফসেঞ্চুরি করলেন শ্রেয়স আইয়ার। ৩৪ বলে ৫৩ রান করেন তিনি। অন্যদিকে, মার্কাস স্টোয়েনিস ১৬ বলে অপরাজিত ৪৪ রানের একটা ঝোড়ো ইনিংস খেলে যান। দিল্লি ক্যাপিটালসের হয়ে তিন উইকেট শিকার করেছেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। জোড়া উইকেট নিয়েছেন কুলদীপ যাদব এবং বিপরাজ নিগম। এছাড়া একটি উইকেট নিজের পকেটে পুরলেন বাংলার পেসার মুকেশ কুমার।
India Test Squad: একা নন সামি, এই ৬ ক্রিকেটারও 'বাদের খাতায়'! দেখে নিন তালিকা
জয়ের জন্য ২০৭ রানের টার্গেট তাড়া করতে নামে দিল্লি ক্যাপিটালস। শুরুটা বেশ ভালই করেছিলেন ওপেনার কেএল রাহুল। ২১ বলে ৩৫ রান করে আউট হয়ে যান তিনি। এরপর মিডল ওভারে দলের হাল ধরেন করুণ নায়ার। ২৭ বলে ৪৪ রান করে তিনি দিল্লির ভিতটা বেশ মজবুক করে দিয়েছিলেন। আর সেই ভিতে দাঁড়িয়েই সমীর রিজভি শেষবেলায় ঝোড়ো ব্যাটিং করলেন। ২৫ বলে ৫৮ রান করে অপরাজিত থাকেন তিনি। তাঁর ব্যাট থেকে ৩ রান এবং ৫ ছক্কা দেখতে পাওয়া গিয়েছে।
India Test Team: দীর্ঘ ৮ বছর পর কামব্যাক, টিম ইন্ডিয়ায় ধামাকাদার এন্ট্রি তারকা ক্রিকেটারের
পঞ্জাবের বোলারদের মধ্যে জোড়া উইকেট শিকার করেন হরপ্রীত ব্রার। এছাড়া একটি করে উইকেট তুলে নিয়েছেন মার্কো জেনসেন এবং প্রবীণ দুবে। শেষ তিনটে ম্য়াচের পরিসংখ্যান যদি দেখা যায়, তাহলে ছিটকে যাওয়া তিনটে দল প্লে-অফে যোগ্যতা অর্জনকারী ৩ দলকে হারিয়ে দিল। আজকের ম্য়াচে হারের পর শীর্ষ দুইয়ে পঞ্জাব আদৌ লিগ পর্ব শেষ করতে পারবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
চোখ বুলিয়ে নিন, ম্য়াচের যাবতীয় গুরুত্বপূর্ণ হাইলাইটসে:
-
May 24, 2025 23:32 IST
DC vs PBKS Live Updates, IPL 2025: দুরন্ত জয় হাসিল করল দিল্লি ক্যাপিটালস
DC vs PBKS Live Updates, IPL 2025: পঞ্জাব কিংসের বিরুদ্ধে দুরন্ত জয় হাসিল করল দিল্লি ক্যাপিটালস। ৪৪ রানের অনবদ্য ইনিংস উপহার দেন করুণ নায়ার। এছাড়া শেষবেলায় ২৫ বলে ৫৮ রান করে অপরাজিত থাকেন সমীর রিজভি।
-
May 24, 2025 23:30 IST
DC vs PBKS Live Updates, IPL 2025: ৬ বলে ৮ রান দরকার দিল্লি ক্যাপিটালসের
DC vs PBKS Live Updates, IPL 2025: ১৯ ওভার শেষে দিল্লি ক্যাপিটালস ৪ উইকেট হারিয়ে ১৯৯ রান করেছে। দিল্লির সামনে জয়ের জন্য় আপাতত ৬ বলে ৮ রান দরকার।
-
May 24, 2025 23:06 IST
DC vs PBKS Live Updates, IPL 2025: করুণ নায়ার আউট
DC vs PBKS Live Updates, IPL 2025: দিল্লির চতুর্থ উইকেটের পতন। ২৭ বলে ৪৪ রান করে আউট হলেন করুণ। দিল্লিকে জিততে হলে এখনও ৩০ বলে ৫২ রান করতে হবে।
-
May 24, 2025 23:04 IST
DC vs PBKS Live Updates, IPL 2025: করুণ নায়ারের বিধ্বংসী ব্যাটিং
DC vs PBKS Live Updates, IPL 2025: দিল্লির ইনিংস কার্যত একাই টেনে নিয়ে যাচ্ছেন করুণ নায়ার। ১৪ ওভার শেষে দিল্লি ক্যাপিটালস ৩ উইকেট হারিয়ে ১৪৬ রান করেছে। করুণ ২৩ বলে ৩৮ রান করে ব্যাট করছেন। সমীর রিজভি ১০ বলে ২২ রানে ব্যাট করছেন।
-
May 24, 2025 23:02 IST
DC vs PBKS Live Updates, IPL 2025: দিল্লির তৃতীয় উইকেটের পতন
DC vs PBKS Live Updates, IPL 2025: সাদিকুল্লাহ অটল ২২ রান করে আউট হয়ে গেলেন। দিল্লি ৯৩ রানে তৃতীয় উইকেট হারাল। এবার ব্যাট করতে নামলেন সমীর রিজভি। ১১ ওভার শেষে দিল্লি ৩ উইকেট হারিয়ে ১১০ রান করেছে। করুণ নায়ার ২৭ রান করে একটা দিক ধরে রেখেছে।
-
May 24, 2025 22:18 IST
DC vs PBKS Live Updates, IPL 2025: দিল্লির দ্বিতীয় উইকেটের পতন
DC vs PBKS Live Updates, IPL 2025: এবার ফিরে গেলেন ফাফ ডু প্লেসি। অধিনায়কোচিত দায়িত্ব পালন করতে পারলেন না তিনি। ১৫ বলে মাত্র ২৩ রান করে তাঁকে ফিরতে হল। ৭ ওভার শেষে দিল্লি জোড়া উইকেট হারিয়ে ৬৬ রান করেছে।
-
May 24, 2025 22:13 IST
DC vs PBKS Live Updates, IPL 2025: কেএল রাহুল আউট
DC vs PBKS Live Updates, IPL 2025: দিল্লি ক্যাপিটালসের প্রথম উইকেটের পতন হল। কেএল রাহুল ২১ বলে ৩৫ রান করে আউট হয়ে গেলেন। মার্কো জেনসেন পঞ্জাবকে প্রথম সাফল্য এনে দিলেন।
-
May 24, 2025 22:11 IST
DC vs PBKS Live Updates, IPL 2025: ৫ ওভার শেষে দিল্লির স্কোর
DC vs PBKS Live Updates, IPL 2025: দিল্লি ক্যাপিটালস ৫ ওভার শেষে কোনও উইকেট না হারিয়ে ৫০ রান করে ফেলেছে। রাহুল ১২ বলে ৩১ রান এবং ডু'প্লেসি ১১ বলে ১৯ রানে ব্যাট করছেন।
-
May 24, 2025 22:02 IST
DC vs PBKS Live Updates, IPL 2025: ৩ ওভার শেষে দিল্লির স্কোর
DC vs PBKS Live Updates, IPL 2025: দিল্লি ক্যাপিটালস ৩ ওভার শেষে কোনও উইকেট না হারিয়ে ৩৩ রান করে ফেলেছে। তৃতীয় ওভার থেকে ১০ রান এল।
-
May 24, 2025 22:01 IST
DC vs PBKS Live Updates, IPL 2025: শুরু হল দিল্লি ক্যাপিটালসের ব্যাটিং
DC vs PBKS Live Updates, IPL 2025: শুরু হল দিল্লি ক্যাপিটালসের ব্যাটিং। দিল্লির হয়ে ওপেন করতে নামলেন কেএল রাহুল এবং ফাফ ডু প্লেসি।
-
May 24, 2025 21:34 IST
DC vs PBKS Live Updates, IPL 2025: শেষ হল পঞ্জাব কিংসের ব্যাটিং
DC vs PBKS Live Updates, IPL 2025: এই ম্য়াচে টস হেরে পঞ্জাব কিংস প্রথমে ব্যাট করতে নামে। নির্ধারিত ২০ ওভারে তারা ৮ উইকেট হারিয়ে ২০৬ রান করেছে। পঞ্জাবের হয়ে চোখ ধাঁধানো হাফসেঞ্চুরি করলেন শ্রেয়স আইয়ার। ৩৪ বলে ৫৩ রান করেন তিনি। অন্যদিকে, মার্কাস স্টোয়েনিস ১৬ বলে অপরাজিত ৪৪ রানের একটা ঝোড়ো ইনিংস খেলে যান। দিল্লি ক্যাপিটালসের হয়ে তিন উইকেট শিকার করেছেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। জোড়া উইকেট নিয়েছেন কুলদীপ যাদব এবং বিপরাজ নিগম। এছাড়া একটি উইকেট নিজের পকেটে পুরলেন বাংলার পেসার মুকেশ কুমার।
-
May 24, 2025 21:28 IST
DC vs PBKS Live Updates, IPL 2025: শেষ ওভারে উইকেট শিকার মুস্তাফিজুরের
DC vs PBKS Live Updates, IPL 2025: শেষ ওভারে পঞ্জাব দূর্গে আঘাত হানলেন মুস্তাফিজুর রহমান। তিনি মার্কো জেনসেনের উইকেট শিকার করেন। ক্যাচ ধরলেন উইকেটকিপার ট্রিস্টান স্টাবস। ২০ ওভার শেষে পঞ্জাব কিংস ৮ উইকেট হারিয়ে ২০৬ রান করেছে।
-
May 24, 2025 21:19 IST
DC vs PBKS Live Updates, IPL 2025: পঞ্জাব কিংসের সপ্তম উইকেটের পতন
DC vs PBKS Live Updates, IPL 2025: পঞ্জাব কিংসের সপ্তম উইকেটের পতন হল। সমীর রিজভি ৩ বলে এক রান করে ফিরে যান। ১৮ ওভার শেষে পঞ্জাব ১৭৪ রান করে ফেলেছে।
-
May 24, 2025 21:13 IST
DC vs PBKS Live Updates, IPL 2025: আউট হয়ে গেলেন শ্রেয়স আইয়ার
DC vs PBKS Live Updates, IPL 2025: হাফসেঞ্চুরি করেই আউট হয়ে গেলেন শ্রেয়স আইয়ার। ৩৪ বলে ৫৩ রান করলেন তিনি। কুলদীপ যাদব শ্রেয়সের উইকেট শিকার করলেন।
-
May 24, 2025 21:07 IST
DC vs PBKS Live Updates, IPL 2025: পঞ্জাবের পঞ্চম উইকেটের পতন
DC vs PBKS Live Updates, IPL 2025: পঞ্জাব কিংসের পঞ্চম উইকেটের পতন হল। শশাঙ্ক কিংস ১০ বলে ১১ রান করে ফিরে গেলেন। ১৬ ওভার শেষে PBKS-এর স্কোর ১৪৬ রান।
-
May 24, 2025 21:05 IST
DC vs PBKS Live Updates, IPL 2025: নেহাল বঢেরা আউট
DC vs PBKS Live Updates, IPL 2025: পঞ্জাব কিংসের চতুর্থ উইকেটের পতন হল। নেহাল বঢেরা ১৬ বলে ১৬ রান করে আউট হয়ে গেলেন। ১৩ ওভার শেষে পঞ্জাবের স্কোর ১২৪ রান।
-
May 24, 2025 21:04 IST
DC vs PBKS Live Updates, IPL 2025: ১০ ওভার শেষে পঞ্জাবের স্কোর
DC vs PBKS Live Updates, IPL 2025: ১০ ওভার শেষে পঞ্জাব ৩ উইকেট হারিয়ে ৯৭ রান করেছে। দশম ওভারে মাত্র ৬ রানই এসেছে।
-
May 24, 2025 21:02 IST
DC vs PBKS Live Updates, IPL 2025: তৃতীয় ধাক্কা খেল পঞ্জাব কিংস
DC vs PBKS Live Updates, IPL 2025: পঞ্জাব কিংসের তৃতীয় উইকেটের পতন হল। প্রভসিমরন সিং ১৮ বলে ২৮ রান করে আউট হলেন। ৮ ওভার শেষে PBKS-এর স্কোর ৭৭ রান।
-
May 24, 2025 21:00 IST
DC vs PBKS Live Updates, IPL 2025: পঞ্জাব শিবিরে চার-ছক্কার বন্যা
DC vs PBKS Live Updates, IPL 2025: পঞ্জাব কিংস ৭ ওভার শেষে ১১ রান করেছে। এই ওভারে একটা ছক্কা এসেছে। আপাতত ব্যাট করছেন পঞ্জাব অধিনায়ক শ্রেয়স আইয়ার।
-
May 24, 2025 20:59 IST
DC vs PBKS Live Updates, IPL 2025: ৬ ওভার শেষে পঞ্জাবের স্কোর
DC vs PBKS Live Updates, IPL 2025: ছয় ওভার শেষে পঞ্জাব কিংস ২ উইকেট হারিয়ে ৬০ রান করেছে। দিল্লির হয়ে ষষ্ঠ ওভার করতে এসেছিলেন বিপরাজ নিগম। এই ওভারে তিনি ১৫ রান দিলেও জস ইংলিশের উইকেট শিকার করেন।
-
May 24, 2025 20:57 IST
DC vs PBKS Live Updates, IPL 2025: জস ইংলিশ আউট
DC vs PBKS Live Updates, IPL 2025: পঞ্জাব কিংসের দ্বিতীয় উইকেটের পতন। জস ইংলিশ ১২ বলে ৩২ রান করে আউট হয়ে গেলেন। বিপরাজ নিগম দিল্লিকে দ্বিতীয় সাফল্য এনে দিলেন।
-
May 24, 2025 20:55 IST
DC vs PBKS Live Updates, IPL 2025: প্রভসিমরন-ইংলিশের দুর্দান্ত ব্যাটিং
DC vs PBKS Live Updates, IPL 2025: প্রভসিমরন এবং ইংলিশ ধামাকাদার ব্যাটিং করছেন। পঞ্জাবের স্কোর পাঁচ ওভার শেষে এক উইকেটের পতনে ৪৪ রান। প্রভসিমরন ১১ বলে ১৫ রান এবং জস ইংলিশ ১০ বলে ২২ রানে ব্যাট করছেন।
-
May 24, 2025 20:54 IST
DC vs PBKS Live Updates, IPL 2025: তৃতীয় ওভার শেষে পঞ্জাবের স্কোর
DC vs PBKS Live Updates, IPL 2025: তিন ওভার শেষে পঞ্জাব কিংস এক উইকেট হারিয়ে ২১ রান করেছে। দিল্লির হয়ে তৃতীয় ওভার করতে এসেছিলেন মুকেশ কুমার।
-
May 24, 2025 20:11 IST
DC vs PBKS Live Updates, IPL 2025: ফিরলেন প্রিয়াংশ আর্য, পঞ্জাবের প্রথম উইকেটের পতন
DC vs PBKS Live Updates, IPL 2025: পঞ্জাব কিংসকে প্রথম ধাক্কা দিলেন মুস্তাফিজুর রহমান। প্রিয়াংশ আর্যর উইকেট তিনি শিকার করে নেন। এবার ব্যাট করতে নামলেন জস ইংলিশ।
-
May 24, 2025 19:45 IST
DC vs PBKS Live Updates, IPL 2025: শুরু হল পঞ্জাব কিংসের ব্যাটিং
DC vs PBKS Live Updates, IPL 2025: শুরু হয়ে গেল পঞ্জাব কিংসের ব্যাটিং। প্রভসিমরন সিং এবং প্রিয়াংশ আর্য ক্রিজে রয়েছেন। দিল্লির হয়ে প্রথম ওভার করতে এলেন মুকেশ কুমার।
-
May 24, 2025 19:24 IST
DC vs PBKS Live Updates, IPL 2025: দুই দলের প্রথম একাদশ
DC vs PBKS Live Updates, IPL 2025: একনজরে দুই দলের প্রথম একাদশে চোখ বুলিয়ে নেওয়া যাক:
দিল্লি ক্যাপিটালস: ফাফ ডুপ্লেসি (অধিনায়ক), সাদিকুল্লা অটল, করুণ নায়ার, সমীর রিজভি, ট্রিস্টান স্টাবস (উইকেটকিপার), আশুতোষ শর্মা, বিপরাজ নিগম, কুলদীপ যাদব, মোহিত শর্মা, মুস্তাফিজুর রহমান, মুকেশ কুমার।
ইমপ্যাক্ট প্লেয়ার: কেএল রাহুল, মনবন্ত কুমার, ত্রিপূর্ণ বিজয়, অজয় জাদব মন্ডল, দর্শন নালকন্ডে।পঞ্জাব কিংস: প্রভসিমরণ সিং, প্রিয়াংশ আর্য, জশ ইংলিস (উইকেটকিপার), শ্রেয়স আইয়ার (অধিনায়ক), নেহাল বঢেরা, শশাঙ্ক সিং, মার্কাস স্টোয়েনিস, মার্কো জেনসেন, আজমতউল্লাহ ওমরজাই, হরপ্রীত ব্রার, আর্শদীপ সিং।
ইমপ্যাক্ট প্লেয়ার: প্রবীণ দুবে, বিজয়কুমার বৈশাখ, সূর্যাংশ শেঠগে, কাইল জেমিসন, জেভিয়ার বার্টলেট। -
May 24, 2025 19:20 IST
DC vs PBKS Live Updates, IPL 2025: টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত দিল্লি ক্যাপিটালসের
DC vs PBKS Live Updates, IPL 2025: দিল্লি ক্যাপিটালস এই ম্য়াচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে। আজকের ম্য়াচে খেলতে নামেননি অক্ষর প্যাটেল। তাঁর জায়গায় দিল্লিকে নেতৃত্ব দিচ্ছেন ফাফ ডু প্লেসি। এই ম্য়াচে দিল্লির হয়ে খেলতে নামবেন করুণ নায়ার। অন্য়দিকে, পঞ্জাব শিবিরে প্রত্যাবর্তন হয়েছে জস ইংলিশ এবং মার্কাস স্টোয়েনিসের। এই ম্য়াচে যুজবেন্দ্র চাহাল খেলছেন না।
-
May 24, 2025 19:16 IST
DC vs PBKS Live Updates, IPL 2025: দিল্লি ক্যাপিটালস বনাম পঞ্জাব কিংস
DC vs PBKS Live Updates, IPL 2025: নমস্কার। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার লাইভ ব্লগে আপনাদের স্বাগত। ২০২৫ আইপিএল টুর্নামেন্টে আজকের ম্য়াচে পঞ্জাব কিংস এবং দিল্লি ক্যাপিটালস খেলতে নামছে। এই ম্য়াচটি জয়পুরের সাওয়াই মানসিং স্টেডিয়ামে আয়োজন করা হচ্ছে। এই ম্য়াচ সংক্রান্ত গুরুত্বপূর্ণ লাইভ আপডেটসের জন্য আমাদের সঙ্গে থাকুন।