KKR in IPL Points Table: ইতিমধ্যে জমে উঠেছে ২০২৫ আইপিএল (Indian Premier League (IPL) ) টুর্নামেন্ট। গত ২ দিনে প্রথম তিনটে ম্যাচের আয়োজন করা হয়েছে। এখনও পর্যন্ত একটি করে ম্যাচ জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, চেন্নাই সুপার কিংস এবং সানরাইজার্স হায়দরাবাদ।
IPL 2025 DC বনাম LSG লাইভ স্ট্রিমিং: দিল্লি আর লখনউয়ের মধ্যে ম্যাচ কোথায় ও কীভাবে বিনামূল্যে দেখবেন?
প্রসঙ্গত, এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ৭ উইকেটে হেরে গিয়েছিল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। ঘরের মাঠে লজ্জার হারের পর কেকেআর সমর্থরাও রীতিমতো হতাশ হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে অনেকের মনে প্রশ্ন উঠতে শুরু করেছে, পয়েন্ট তালিকায় কলকাতা নাইট রাইডার্স আপাতত কত নম্বরে দাঁড়িয়ে রয়েছে।
Harbhajan Singh On Jofra Archer: 'কালো ট্যাক্সির মিটার...', জোফ্রা আর্চারকে নিয়ে বর্ণবিদ্বেষী মন্তব্য় হরভজনের
উল্লেখ্য, চলতি আইপিএল টুর্নামেন্টে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, চেন্নাই সুপার কিংস এবং সানরাইজার্স হায়দরাবাদ একটি করে ম্যাচ জেতার সুবাদে ২ পয়েন্ট করে সংগ্রহ করেছে। তবে এই তালিকায় আপাতত শীর্ষে রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। নেট রান রেটে তারা চেন্নাই (+০.৪৯৩) এবং বেঙ্গালুরুর (+২.১৩৭) থেকে সামান্য এগিয়ে রয়েছে। আর সানরাইজার্স হায়দরাবাদের নেট রান রেট +২.২০০।
Tamim Iqbal Health Update: পরপর ২ বার হার্ট অ্যাটাক, এখন কেমন আছেন তামিম ইকবাল?
এই তালিকায় চতুর্থ স্থানে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। তাদের নেট রানরেট -০.৪৯৩। পঞ্চম স্থানে দাঁড়িয়ে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। কলকাতার নেট রান রেট -২.১৩৭। আর ষষ্ঠ স্থানে দাঁড়িয়ে রয়েছে রাজস্থান রয়্যালস (-২.২০০)।
IPL 2025: আইপিএল সুপার ওভারের নিয়মে বিরাট বদল, বোর্ডের নির্দেশিকা খুলল ড্রয়ের রাস্তাও!
আগামী বুধবার (২৬ মার্চ) রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলতে নামবে কেকেআর ব্রিগেড। এই ম্যাচে তারা যে জয়ের সরণীতে ফিরতে চাইবে, তা বলা যেতেই পারে।
আজ কোন-কোন দল খেলতে নামবে?
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ২০২৫ আইপিএল টুর্নামেন্টের চতুর্থ ম্যাচে লখনউ সুপার জায়ান্ট এবং দিল্লি ক্য়াপিটালস একে অপরের বিরুদ্ধে খেলতে নামবে। এই ম্যাচটি বিশাখাপত্তনমে আয়োজন করা হব। এই ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে নেতৃত্ব দেবেন অক্ষর প্যাটেল।
এই ম্যাচে যে যথেষ্ট হাড্ডাহাড্ডি লড়াই হবে, তা আশা করা যেতেই পারে। কারণ প্রতিপক্ষ দলকে নেতৃত্ব দেবেন দিল্লি ক্যাপিটালস দলের প্রাক্তন অধিনায়ক ঋষভ পন্থ। সন্ধ্যা সাড়ে ৭টা থেকে এই ম্যাচ শুরু হবে।