/indian-express-bangla/media/media_files/2025/04/16/rkiQslNrhOZPkXSLYAdi.jpg)
IPL 2025 Young Emerging Cricketers: IPL 2025-এর আবিষ্কার এই তরুণ তুর্কিরা
IPL 2025 Uncapped Young players: ভারতীয় ক্রিকেটে IPL এমন একটি মঞ্চ যেখানে তরুণ ক্রিকেটাররা তাঁদের প্রতিভা দেখিয়ে জাতীয় দলে জায়গা তৈরি করে নেন। প্রতিবারের মতো এবারও অনেক ক্রিকেটার তাঁদের ব্যাটিং এবং বোলিং দিয়ে দারুণ প্রভাব ফেলছেন। এই ক্রিকেটারদের তাঁদের ফ্র্যাঞ্চাইজি নামমাত্র খরচে দলে নিয়েছিল। প্রিয়াংশ আর্য, শশাঙ্ক সিং, অনিকেত ভার্মা এবং বিপ্রজ নিগম যেখানে ব্যাটিংয়ে দুর্দান্ত পারফর্ম করছেন, সেখানে স্পিনার দিগ্বেশ রাঠি, ভিগ্নেশ পুথুর, পেসার অশ্বনী কুমার এবং জিশান আনসারি তাঁদের বিধ্বংসী বোলিং দিয়ে ব্যাটসম্যানদের মনে ভয় তৈরি করেছেন। এই ক্রিকেটাররা এখনও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের প্রমাণের সুযোগ পাননি, কিন্তু আনক্যাপড প্লেয়ার হিসেবে আইপিএলে চমক সৃষ্টি করে চলেছেন।
দিল্লির তরুণ প্রিয়াংশ আর্য
এই আইপিএলে অসাধারণ খেলছেন দিল্লির তরুণ ক্রিকেটার প্রিয়াংশ আর্য। তিনি প্রথমবার আইপিএলে খেলছেন এবং পাঞ্জাব কিংসের হয়ে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি করেছেন। তিনি মাত্র ৩৯ বলে সেঞ্চুরি করেন এবং এই আইপিএলে সেঞ্চুরি করা দ্বিতীয় ব্যাটসম্যান হন। প্রিয়াংশ এই মরশুমে ৬ ম্যাচে ২১৬ রান করেছেন, যাঁর স্ট্রাইক রেট ২১৬। পাঞ্জাব তাঁকে ৩.৮০ কোটি টাকায় দলে নিয়েছিল।
আরও পড়ুন IPL-এর গ্ল্যামারগার্ল! চিয়ারলিডাররা এক একটি ম্যাচের জন্য কত টাকা পান? সুযোগ-সুবিধা জানলে চমকে যাবেন
শশাঙ্ক সিং
শশাঙ্ক সিং আইপিএলে নতুন নাম নন, কিন্তু তিনি এখনও আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি। শশাঙ্ক সিং পাঞ্জাব কিংসের হয়ে একজন অনক্যাপড খেলোয়াড় হিসেবে খেলছেন। এই মরশুমে তিনি ৬টি ম্যাচে ১২৬ রান করেছেন। পাঞ্জাব তাঁকে ৫.৫০ কোটি টাকায় রিটেইন করেছে। শশাঙ্কের স্ট্রাইক রেট ১৫৮.৮২। তিনি ছত্তিশগড়ের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেন।
অনিকেত ভার্মা
মধ্যপ্রদেশ থেকে আসা অনিকেত ভার্মা সানরাইজার্স হায়দরাবাদের হয়ে প্রথমবার আইপিএলে খেলছেন। তিনি লোয়ার অর্ডারে ব্যাটিং করে দারুণ প্রভাব ফেলেছেন। ৬ ম্যাচে তিনি ১৮৩-এর বেশি স্ট্রাইক রেটে রান করেছেন। তাঁকে ৩০ লাখ টাকায় হায়দরাবাদ দলে নিয়েছিল।
আরও পড়ুন ক্রিকেটারদের থেকে কম যান না এঁরা! IPL থেকে কমেন্টেটররা কত রোজগার করে জানেন?
বিপ্রজ নিগম
উত্তরপ্রদেশের বিপ্রজ নিগম একজন উদীয়মান অলরাউন্ডার যিনি ৫ ম্যাচে লেগ স্পিনে ৭টি উইকেট নিয়েছেন এবং ব্যাটিংয়ে দিল্লি ক্যাপিটালসের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। দিল্লি তাঁকে ৩০ লাখ টাকায় দলে নিয়েছে।
ভিগ্নেশ পুথুর
মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে ডেবিউ করা স্পিনার ভিগ্নেশ পুথুর তাঁর প্রথম ম্যাচেই ৪টি উইকেট নিয়ে অনেক প্রশংসা অর্জন করেছেন। তাঁকে ৩০ লাখ টাকায় মুম্বাই কিনেছে। পুথুরকে এই আইপিএলের আবিষ্কার হিসেবে বিবেচনা করা হচ্ছে। তিনি চায়নাম্যান বোলিং করেন। কেরলের পুথুর প্রথমবার আইপিএলে খেলছেন।
আরও পড়ুন হার্দিক আজও আমার পরিবার, ডিভোর্সের পরও কেন একথা বললেন নাতাশা?
দিগ্বেশ রাঠি
লখনউ সুপার জায়ান্টসের স্পিনার দিগ্বেশ রাঠি দলের জন্য ম্যাচ উইনার হিসেবে প্রমাণিত হচ্ছেন। প্রথমবার আইপিএলে খেলছেন এবং ৭ ম্যাচে ৯টি উইকেট নিয়েছেন। এলএসজি তাঁকে ৩০ লাখ টাকায় দলে নিয়েছিল।
জিশান আনসারি
সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলা পেসার জিশান আনসারি তাঁর ডেবিউ ম্যাচে ৩টি উইকেট নিয়ে সকলের মন জয় করেছেন। জিশানের বাবা পেশায় দর্জি। তাঁকে ৩০ লাখ টাকায় হায়দরাবাদ দলে নিয়েছে।
অশ্বনী কুমার
মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে অশ্বনী কুমারও প্রথম ম্যাচে ৪টি উইকেট নিয়ে প্রভাব ফেলেছেন। তিনি প্রথমবার আইপিএলে খেলছেন এবং মুম্বাই তাঁকে ৩০ লাখ টাকায় দলে নিয়েছে।