Hardik Pandya Divorce: হার্দিক আজও আমার পরিবার, ডিভোর্সের পরও কেন একথা বললেন নাতাশা?

Hardik Pandya Divorce: সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হার্দিক পান্ডিয়ার সঙ্গে তাঁর স্ত্রী নাতাশা স্ট্য়ানকোভিচ ৪ বছরের সম্পর্ক ভেঙে দেন। ডিভোর্সের ব্যাপারে দুজনেই সোশ্যাল মিডিয়ায় আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছিলেন।

Hardik Pandya Divorce: সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হার্দিক পান্ডিয়ার সঙ্গে তাঁর স্ত্রী নাতাশা স্ট্য়ানকোভিচ ৪ বছরের সম্পর্ক ভেঙে দেন। ডিভোর্সের ব্যাপারে দুজনেই সোশ্যাল মিডিয়ায় আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছিলেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Hardik Pandya and Natasa Stankovic

হার্দিক পান্ডিয়া এবং নাতাশা স্ট্যানকোভিচ

Hardik Pandya Divorce: ভারতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার তথা মুম্বই ইন্ডিয়ান্স দলের অধিনায়ক হার্দিক পান্ডিয়ার সঙ্গে ইতিমধ্য়ে নাতাশা স্ট্যানকোভিচের (Nataša Stanković) বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছে। দুজনেই সোশ্যাল মিডিয়ায় আলাদা হওয়ার এই সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন। কিন্তু, ডিভোর্সের পরও নাতাশা কেন হার্দিকের সঙ্গেই একই বাড়িতে থাকেন? ভারতীয় ক্রিকেট সমর্থকদের মনে ইতিমধ্যে এই প্রশ্নটা ঘুরপাক খেতে শুরু করেছে। আসুন, এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করা যাক। 

Advertisment

একটা সময় ভারতীয় ক্রিকেটে 'পাওয়ার কাপল' ছিলেন হার্দিক এবং নাতাশা। গত বছর তাঁদের ডিভোর্সের খবরে সকলেই একবাক্যে বিস্মিত হয়েছিলেন। কিন্তু, কেন আচমকা তাঁরা জীবনের দুটো আলাদা পথ বেছে নিলেন? একটি সূত্র মারফৎ জানতে পারা গিয়েছে, নাতাশা এবং হার্দিকের মধ্যে তালমিল ঠিকঠাক হচ্ছিল না। আসলে, হার্দিক নিজের জীবনযাত্রা নিয়েই মত্ত ছিলেন। শোনা যায়, হার্দিকের সঙ্গে সম্পর্ক ঠিক করার জন্য আপ্রাণ চেষ্টা করছিলেন। কিন্তু, পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার কারণে তাঁরা শেষপর্যন্ত বিচ্ছেদের সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। 

Hardik Pandya: হার্দিককে কেন নেতৃত্ব থেকে সরানো হল! টিম ইন্ডিয়ার অন্যায় নিয়ে সরব এবার কার্তিক

টাইমস নাও-য়ের একটি প্রতিবেদন থেকে জানতে পারা গিয়েছে, ডিভোর্সের আগে হার্দিক পান্ডিয়া নিজের দুনিয়া নিয়েই সবসময় ব্যস্ত থাকতেন। এই ব্যাপারটা মেনে নিতে পারেননি নাতাশা। একটা সময়ের পর মনে হয়েছিল যে তাঁদের দুজনের ব্যক্তিত্বে যথেষ্ট পার্থক্য রয়েছে। কিন্তু, তা সত্ত্বেও নাতাশা সম্পর্কের বৈষম্যকে সহজ করতে চেয়েছিলেন। শেষপর্যন্ত, তা আর সম্ভব হয়নি। হার্দিকের সঙ্গে ভাঙা সম্পর্ক আর জোড়া লাগেনি। সেকারণে তিনি শেষপর্যন্ত বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্তই বেছে নেন।

Advertisment

Hardik Pandya Punishment: আবারও সেই একই ভুল! ফের শাস্তির কোপে পড়লেন হার্দিক পান্ডিয়া

শেষ হয়ে যায় ৪ বছরের সম্পর্ক

সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হার্দিক পান্ডিয়ার সঙ্গে তাঁর স্ত্রী নাতাশা স্ট্য়ানকোভিচ ৪ বছরের সম্পর্ক ভেঙে দেন। ডিভোর্সের ব্যাপারে দুজনেই সোশ্যাল মিডিয়ায় আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছিলেন। লেখা হয়েছিল, 'আমরা এই সম্পর্ক টিকিয়ে রাখার অনেক চেষ্টা করেছিলাম। কিন্তু, শেষপর্যন্ত আর পারলাম না। আর সেকারণেই গ্রহণ করতে হল এই কঠিন সিদ্ধান্ত।' 

Hardik Pandya and Sai Kishore: সব রাগ গলে জল! খেলা শেষ হতেই কিশোরকে বুকে জড়ালেন হার্দিক! দেখুন ভিডিও

উল্লেখ্য, ডিভোর্সের পর নাতাশা নিজের হোমটাউন সার্বিয়া চলে গিয়েছিলেন। কিন্তু, ছেলে অগস্ত্যর কারণে তিনি আবারও ভারতে ফিরে এসেছেন। নাতাশা জানিয়েছেন, হার্দিকের সঙ্গে ডিভোর্স হলেও ছেলেকে তাঁরা একসঙ্গে মানুষ করবে। কারণ সন্তানের দায়িত্ব বাবা-মা দুজনেরই সমান। এমনকী, তিনি এও জানিয়েছিলেন বিবাহ বিচ্ছেদ হলেও ছেলের কারণে হার্দিক এখনও তাঁর পরিবারের অংশ। 

Hardik Pandya Decision: হার্দিক নন, তিলককে রিটায়ার্ড আউট করার পিছনে 'মগজাস্ত্র' কার? দেখুন ভিডিও

ইটি টাইমসকে দেওয়া একটি ইন্টারভিউয়ে নাতাশা বলেছিলেন, 'আমি এবং হার্দিক এখনও একই পরিবারের অংশ। আমাদের একটি সন্তান রয়েছে। আর সেই সন্তানের মুখ চেয়েই আমরা একই পরিবারে থাকব। কারণ অগস্ত্য তার বাবা-মা দুজনের কাছেই থাকতে চায়। গত ১০ বছর ধরে এই সময়েই আমি সার্বিয়া যাই। এরসঙ্গে বিবাহ বিচ্ছেদের কোনও সম্পর্ক নেই।'

Nataša Stanković Hardik Pandya