/indian-express-bangla/media/media_files/2025/05/16/XjWpCAlfWe3t3ahxpKv8.jpg)
অজিঙ্কা রাহানে এবং বিরাট কোহলি
RCB vs KKR: ফের শুরু হতে চলেছে ২০২৫ আইপিএল (IPL 2025) টুর্নামেন্ট। ভারত-পাকিস্তান সীমান্ত উত্তেজনার কারণে এই টুর্নামেন্ট এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছিল। আগামী ১৭ মে থেকে আবারও বসতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আসর। শনিবার এম চিন্নস্বামী স্টেডিয়ামে আরসিবি (Royal Challengers Bengaluru) এবং কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) খেলতে নামছে। এই ম্য়াচটি সন্ধ্যা সাড়ে ৭টা থেকে শুরু হবে।
তবে এই ম্য়াচ চলাকালীন বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার থেকেই বেঙ্গালুরুতে প্রবল বৃষ্টিপাত শুরু হয়েছে। সেকারণে গোটা স্টেডিয়াম আপাতত ছোটখাট পুকুরে পরিণত হয়েছে। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠতে শুরু করেছে, বৃষ্টির কারণে এই ম্যাচটা কি আদৌ ভেস্তে যাবে। কারণ ম্য়াচ ভেস্তে গেলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পক্ষে প্লে-অফে ওঠা যথেষ্ট কঠিন হয়ে যাবে।
RCB বনাম KKR ম্যাচে বৃষ্টির চোখরাঙানি
অ্যাকুওয়েদারের রিপোর্ট অনুসারে, ১৭ মে বেঙ্গালুরুতে ৮৪ শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাতের দিকে সেটা ৯৪ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। এর পাশাপাশি সারাদিনই আকাশ কালো মেঘে ঢাকা থাকবে। দুপুর থেকেই বেঙ্গালুরুতে বৃষ্টিপাত শুরু হতে পারে। ম্যাচের সময় সন্ধ্যা ৭টা থেকে ৯টা পর্যন্ত ৪০ শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে ম্য়াচ বাতিলও করে দেওয়া হতে পারে। যদি বৃষ্টির কারণে এই ম্য়াচ বাতিল হয়ে যায়, সেক্ষেত্রে দুটো দলকেই ১-১ পয়েন্ট দেওয়া হবে। ১ পয়েন্ট পেলেই আরসিবি অবশ্য প্লে-অফের যোগ্যতা অর্জন করতে পারবে।
Virat Kohli RCB Captain: ফের অধিনায়ক হচ্ছেন 'কিং' কোহলি! টেস্ট থেকে অবসর নিতেই স্বপ্নপূরণ?
চলতি আইপিএল মরশুমে রয়্য়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আপাতত ১১ ম্য়াচ খেলেছে। এরমধ্যে রজত পতিদারের দল ৮ ম্য়াচে জয়লাভ করেছে। আর তিনটে ম্য়াচ হেরে গিয়েছে। আপাতত আরসিবি ১৬ পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে। এই পরিস্থিতিতে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্য়াচটা বৃষ্টির কারণে বাতিল হয়ে যায়, সেক্ষেত্রে আরসিবি প্লে-অফে কোয়ালিফাই করে যাবে।
এমনিতে, ১৬ পয়েন্ট সংগ্রহ করতে পারলেই আইপিএল টুর্নামেন্টে কোনও দল শেষ চারের যোগ্যতা অর্জন করতে পারে। কিন্তু, এবারের ছবিটা একেবারে আলাদা। আরসিবি এবং গুজরাট টাইটান্স ১৬-১৬ পয়েন্ট সংগ্রহ করে যথাক্রমে প্রথম এবং দ্বিতীয় স্থানে দাঁড়িয়ে রয়েছে। ম্যাচ ভেস্তে গেলে আরসিবি ১ পয়েন্ট পাবে। আর সেকারণেই বেঙ্গালুরুর ঝুলিতে ১৭ পয়েন্ট চলে আসবে এবং তারা প্লে-অফের জন্য কোয়ালিফাই করবে।
Pakistan Cricket Team: ২ বছরে ৬ নম্বর কোচ! RCB কোচকেই এবার বাবর-আফ্রিদিদের দায়িত্বে আনল PCB
বৃষ্টি উপভোগ করছেন টিম ডেভিড
বৃহস্পতিবার বেঙ্গালুরুতে ভরপুর বৃষ্টিপাত হয়েছে। এই বৃষ্টি উপভোগ করেছেন টিম ডেভিড। চিন্নস্বামী স্টেডিয়ামে তিনি কার্যত সাঁতার কাটছিলেন। সেই ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করেছে।