/indian-express-bangla/media/media_files/2025/04/26/CibRQtDP42HppnfrQWux.jpg)
ইডেন গার্ডেন্সে খেলতে নামলেন শ্রেয়স আইয়ার
Shreyas Iyer Eden Gardens: পঞ্জাব কিংস (Punjab Kings) দলের অধিনায়ক তথা টিম ইন্ডিয়ার তারকা ব্যাটার শ্রেয়স আইয়ার জানালেন যে ইডেন গার্ডেন্সে পা রেখে তিনি আবেগপ্রবণ হয়ে পড়ছেন। শনিবার (২৬ এপ্রিল) প্রাক্তন দল কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) বিরুদ্ধে খেলতে নেমেছেন তিনি। আপাতত ১০ ওভারে পঞ্জাব বিনা উইকেটে ৯০ রান করেছে।
অনেকে ইতিমধ্যে বলতে শুরু করেছেন, শনিবাসরীয় ম্য়াচে নাকি 'ঘর ওয়াপসি' করলেন শ্রেয়স। ২০২৪ সালে তিনি কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক ছিলেন। তাঁর নেতৃত্বেই কেকেআর ১০ বছর পর আইপিএল খেতাব জয় করেছিল। আবারও সেই ঘরের মাঠে খেলতে নেমেছেন তিনি। এই মাঠের সঙ্গে যে আলাদা একটা আবেগ জড়িয়ে থাকবে শ্রেয়সের, সেটাই স্বাভাবিক।
আরও পড়ুন -
KKR vs PBKS Live Score, IPL Match Today: দুর্দান্ত ফর্মে প্রিয়াংশ আর্য, ২৭ বলে করলেন হাফসেঞ্চুরি
২০২৪ সালের আইপিএল জয়ী অধিনায়ক কলকাতা নাইট রাইডার্স ছেড়ে এই মরশুমে পঞ্জাব কিংস দলে যোগ দিয়েছেন। কিন্তু, তাঁর প্রতি কেকেআর সমর্থকদের ভালবাসা আজও অকৃত্রিম রয়ে গিয়েছে। আর সেকারণেই টসের জন্য শ্রেয়স মাঠে নামতে না নামতেই গোটা ইডেন উল্লাসে গর্জন করে উঠল। আর সমর্থকদের প্রতি ভালবাসা লুকিয়ে রাখতে পারেননি শ্রেয়সও।
আরও পড়ুন -
কলকাতা বনাম পঞ্জাব ম্য়াচে টসের পর শ্রেয়স আইয়ার বললেন, 'এই সমর্থকদের সামনে কোনও ম্য়াচ খেলা, সবসময়ই যথেষ্ট আনন্দের। আমি আবেগপ্রবণ হয়ে পড়ছি। তবে আমার কাছে এটা আর পাঁচটা দিনের মতো একেবারেই সাধারণ।'
আরও পড়ুন -
Shreyas on KKR: কেন কেকেআর ছাড়লেন? সত্যিটা ফাঁস করে দিলেন শ্রেয়স আইয়ার
রিলিজ করে দিয়েছিল কেকেআর
২০২৫ আইপিএল মেগা অকশনের আগে শ্রেয়সকে ছেড়ে দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। কেকেআর ম্য়ানেজমেন্টের এই সিদ্ধান্ত সমর্থকদের বিস্মিত করেছিল। এরপর পঞ্জাব কিংস ২৬.২৭ কোটি টাকা খরচ করে তাঁকে দলে নেয়। আপাতত নতুন একটা দলকে নেতৃত্ব দিচ্ছেন শ্রেয়স। কোচ রিকি পন্টিংয়ের সঙ্গে জুটি বেঁধে ২০২৫ আইপিএল টুর্নামেন্টে বেশ ভাল পারফরম্য়ান্স করছেন।
আরও পড়ুন -
পঞ্জাব কিংস আপাতত পঞ্চম স্থানে দাঁড়িয়ে
এবারের আইপিএল টুর্নামেন্টে পঞ্জাব কিংস আপাতত পঞ্চম স্থানে দাঁড়িয়ে রয়েছে। ঠিক কলকাতা নাইট রাইডার্সের উপরেই। শনিবারের ম্য়াচে শেষপর্যন্ত কোন দল জয়লাভ করে, সেটাই আপাতত দেখার। তবে ব্যক্তিগতভাবে এই মরশুমটা বেশ ভাল যাচ্ছে শ্রেয়স আইয়ারের। এখনও পর্যন্ত ৮ ম্য়াচে ২৬৩ রান করেছেন।